নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

দ্রব্য মূল্য বাড়বেই,তাই আয় বেড়েছে - (প্রমান হলো !)

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৫

অর্থমন্ত্রী বলেছেন, মানুষের আয় বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে,রিজার্ভ বেড়েছে ......দেশ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। যার ফলে পণ্যের দাম বেড়েছে।
এই নাহলে মন্ত্রী ? সকল তথ্য সঠিক। এখন আসি গুজামিলটা কোথায় ?
মন্ত্রী মিয়ার দুটি তথ্য র গোড়ায় গিয়ে দেখি
অর্থনীতিবিদ ও রাম /রহিমের অর্থনিতি
প্রথমটি -মানুষের আয় বেড়েছে
বাংলাদেশের মাথাপিছু আয় ধরি ৩০০০ ডলার। অর্থাৎ মধ্য আয়ের দেশ।
আসলেই কি তাই ? তা নয়
কারণ - ১৬ কোটি জনসংখ্যার দেশে ধরে নেই ৬ কোটি লোক কর্মজীবী।
এই কর্মজীবীরদের মধ্যে ১ কোটি লোক প্রবাসী।
এখানে ফাঁকিটা হচ্ছে -
৬ -১ =৫ কোটি কর্মজীবীদের মধ্যে
২০ -৩০ লক্ষ জনের আয় গড়ে ১৫ -২০ হাজার ডলার(২০ লক্ষ সরকারি কর্মচারী )
২ -১০ লক্ষ জনের আয় গড়ে ৫০ হাজার ডলার (সরকারের কর্মকর্তা ও জেলা পর্যায়ের নেতারা )
প্রায় ১ লক্ষ জনের আয় গড়ে লক্ষ ডলার এর বেশি (সড়ক ও সরকার )
অর্থাৎ ৬ কোটি কর্মজীবীদের গড় আয় ২ হাজার ডলারের আশেপাশে।
অর্থাৎ ৫০ লক্ষ লোকের আয় গড়ে ২০ হাজার ডলার। ১০ লক্ষ লোকের আয় গড়ে ৫০ হাজার দলের ও ১-২ লক্ষ লোকের আয় লক্ষ ডলারের উপরে। অথচ ২০ লক্ষ লোকের গড় হিসাবে দরখা যায় ,গড় আয় ৩হাজার ডলার। অর্থাৎ আমরা নিম্ন আয়ের দেশ।
দ্বিতীয়টি -রিজার্ভ বেড়েছে
ঋণ নিয়ে উন্নয়নে যে ব্যায় করছে সরকার তাতে মনে হয় - ""এত রিজার্ভ মানে অতিরিক্ত টাকা ,যা যেকোনো সময় ছাপা খানা থেকেই জোগাড় করা সম্ভব "" আসলে - রিজার্ভ যে বাড়ছে, তা পুরোপুরি শক্তিশালী অর্থনীতির কারণে নয় রিজার্ভ যে বাড়ছে, তা রেমিটেন্সের কারণে। কারণ আমরা জানি আমাদের আমদানি ব্যায় মসবসময়েই রপ্তানি বায়ের চেয়ে বেশি,পোশাক খাতের আয় সহ
বর্তমান বাজারের কিছু তথ্য (না পড়লেও চলবে কারো সবাই জানি )
করোনার মধ্যেও দেশের মানুষের আয় ৩ হাজার ডলার অতিক্রম করেছে। কিন্তু এটা কতভাগ মানুষের? বেশির ভাগ মানুষেরও তো আয় কমেছে।
ডিমের ডজন বহু আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে, যা এখন ১২০ টাকা। বছরখানেক আগেও দুই কেজি আটার প্যাকেজের দাম ছিল ৬৫ টাকা, এখন সেটা ৯০ টাকা। এক কেজি লাল চিনির দাম ছিল ৭৫ টাকা, মাস তিনেক আগে সংকট দেখা দিলে সরকার চিনির মূল্য ৮৫ টাকা বেঁধে দেয়। কিন্তু কোথাও এ দামে চিনি পাওয়া যায় না। লাল চিনির কেজি এখন ৯৫ টাকা। কোনো কোনো ক্ষেত্রে সেটা ১০০ টাকা। আর সাদা চিনির কেজি ৮৫-৯০ টাকা। অথচ সরকারের গুদামে লাল চিনি অবিক্রীত রয়ে গেছে, যা বিক্রি হচ্ছে না। অন্যদিকে ভোজ্য তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে। বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থা বলছে, বাংলাদেশে ১৬ কোটি মানুষের ৪ কোটি পরিবার আছে। এর মধ্যে নিম্নবিত্ত ২০ ভাগ আর উচ্চবিত্ত ২০ ভাগ। মাঝের যে ৬০ ভাগ এরা নিম্ন মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত। এই সংখ্যা আড়াই কোটি পরিবার হবে। এর মধ্যে সরকারি চাকরিজীবী, মাল্টিন্যাশনাল ও বড় কোম্পানিতে কাজ করা কিছু মানুষ বাদে অন্যরা সবাই এখন চরম সংকটে আছেন।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজব দেশে সব আজগুবি কারবার!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ কবে যে টাকার মান কাগজের পর্যায় চলে আসে কে জানে (নেতা আমলারাতো পশ্চিমে স্থায়ী হয়েই আছেন)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিদেশেও এখন সমস্যা শুরু হচ্ছে।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌দিনকে দিন অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, আয়-ব্যয়ের সমিকর মিলানো এখন কঠিন থেকে কঠিনতরো হয়ে যাচ্ছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৩

প্রতিদিন বাংলা বলেছেন: জিডিপি ,মাথাপিছু আয় বা অর্থনীতিবিদ নিয়ে পরে আছে সবাই। এগুলি সবই ফর্মুলা বা মুখস্থবিদ্যা
যদু মধুর মতো আমাদের মাথায় ঢুকে না যে -

ধরি
একটি এলাকায় ২০ জন কর্মজীবী লোক আছে ,বা কোনো প্রতিঠানে ২০ জন কর্মী আছে। এখানে মালিকের বেতন মাসে ১ লক্ষ ,ম্যানেজারের বেতন ৫০ হাজার আর দুজন অফিস কর্মীর বেতন ৩০ হাজার করে ৬০ হাজার টাকা। এবং সেই প্রতিঠানের বাকি ১৬ জন শ্রমিকের বেতন ১০ হাজার টাকা করে ১৬০ হাজার টাকা ।
তাহলে সেই প্রতিঠানের মোট মাসিক বেতনে কোম্পানির ব্যায় হয় -
মালিক ১ জনের বেতন ১০০০০০ টাকা + ম্যানেজার ১ জনের ৫০০০০ টাকা +অফিস সহকারী ২ জনের বেতন ৬০০০০ টাকা + ১৬ জনের বেতন ১৬০০০০ টাকা।
তাহলে ২০ জনের মোট বেতন ৩৭০০০০ টাকা ।অর্থাৎ গড় বেতন বা গড় মাসিক আয় ১৮৫০০ টাকা প্রতিজনের । অথচ ১৬ জন শ্রমিক মাসিক যা বেতন পাচ্ছেন। মালিক ও ম্যানেজার দুজনেই তার প্রায় সমান পাচ্ছেন।
এই হলো মাসিক বা বাৎসরিক গড় মাথাপিছু আয়। তাহলে দেখা যায় যে -
২ জন লোক ধনী ,২ জন লোক মদ্ধবিত্ত এবং ১৬ জন লোক গরিব।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৪

জ্যাকেল বলেছেন:
'
বনাম



পার ক্যাপিটা ইনকাম জাস্ট ফারাক বুঝবার জন্য। এই মন্ত্রী/সচিবালয়ের সিংহভাগ লোকেরাই আইনের/সংখ্যার দোহাই দিয়ে এই দেশের মানুষগণের কস্টার্জিত পয়সা মেরে দিচ্ছে। এককথায় হরিলুট করে চলেছে আর সামান্য ডিওএইচএস/বনানী/গুলশান কিংবা উত্তরা থেকে কয়েক মাইল দুরে গেলেই দেখা যায় বনী আদমের কি অবস্থা। না খেতে পেয়ে মাতাল হয়ে থাকে মানুষ, রাস্তার ধারে পাতা বিছিয়ে ঘুমায় মানুষ। আমরা দেখেও না দেখার ভান করি, কারন কিছু করার মত সামর্থ নেই।

আর এই জনতার পয়সার পুংগামারা মেরে তারা হাই সিকিউরিটিজ বিল্ডিংয়ে বসে গাধার গীত গায়।

খুবই হতাশাজনক!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০২

প্রতিদিন বাংলা বলেছেন: জিডিপি ,মাথাপিছু আয় বা অর্থনীতিবিদ নিয়ে পরে আছে সবাই। এগুলি সবই ফর্মুলা বা মুখস্থবিদ্যা
যদু মধুর মতো আমাদের মাথায় ঢুকে না যে -

ধরি
একটি এলাকায় ২০ জন কর্মজীবী লোক আছে ,বা কোনো প্রতিঠানে ২০ জন কর্মী আছে। এখানে মালিকের বেতন মাসে ১ লক্ষ ,ম্যানেজারের বেতন ৫০ হাজার আর দুজন অফিস কর্মীর বেতন ৩০ হাজার করে ৬০ হাজার টাকা। এবং সেই প্রতিঠানের বাকি ১৬ জন শ্রমিকের বেতন ১০ হাজার টাকা করে ১৬০ হাজার টাকা ।
তাহলে সেই প্রতিঠানের মোট মাসিক বেতনে কোম্পানির ব্যায় হয় -
মালিক ১ জনের বেতন ১০০০০০ টাকা + ম্যানেজার ১ জনের ৫০০০০ টাকা +অফিস সহকারী ২ জনের বেতন ৬০০০০ টাকা + ১৬ জনের বেতন ১৬০০০০ টাকা।
তাহলে ২০ জনের মোট বেতন ৩৭০০০০ টাকা ।অর্থাৎ গড় বেতন বা গড় মাসিক আয় ১৮৫০০ টাকা প্রতিজনের । অথচ ১৬ জন শ্রমিক মাসিক যা বেতন পাচ্ছেন। মালিক ও ম্যানেজার দুজনেই তার প্রায় সমান পাচ্ছেন।
এই হলো মাসিক বা বাৎসরিক গড় মাথাপিছু আয়। তাহলে দেখা যায় যে -
২ জন লোক ধনী ,২ জন লোক মদ্ধবিত্ত এবং ১৬ জন লোক গরিব।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৮

নেওয়াজ আলি বলেছেন: ওই মন্ত্রীকে এক বস্তা সয়াবীন তেল। :D

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
জিডিপি ,মাথাপিছু আয় ,অর্থনীতিবিদ নিয়ে পরে আছে সবাই।
এই কথাটাই তাদের মাথায় ঢুকে না যে -
ধরি একটি এলাকায় ২০ জন কর্মজীবী লোক আছে ,বা কোনো প্রতিঠানে ২০ জন কর্মী আছে। এখানে মালিকের বেতন মাসে ১ লক্ষ ,ম্যানেজারের বেতন ৫০ হাজার মা জন অফিস কর্মীর বেতন ৩০ হাজার করে এবং বাকি ১৬ জন শ্রমিকের বেতন ১০ হাজার টাকা করে। তাহলে মোট মাসিক বেতনে কোম্পানির ব্যায় হয় ২০ জনের ৩৭০০০০ মোট বেতন। গড় বেতন বা গড় মাসিক আয় ১৮৫০০ টাকা। অথচ ১৬ জন শ্রমিক মাইল যা পাচ্ছেন। মালিক ও ম্যানেজার দুজনেই তার প্রায় সমান পাচ্ছেন

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৬

এমজেডএফ বলেছেন:


বর্তমান বিশ্বে মাথাপিছু আয় সবচেয়ে বেশির দেশ (২০২০)
Rank - দেশ --------- মাথাপিছু আয় (ডলার)
০২ - সিঙ্গাপুর --- 98,483
০৪ - কাতার --- 89,935
১২ - যুক্তরাষ্ট্র --- 63,413
.....
১৫৫ -বাংলাদেশ --- 5,136

তথ্যসূত্র: Click This Link

সিঙ্গাপুরের গৃহহীন মানুষ

1,000 homeless people found sleeping on Singapore streets

কাতারের গৃহহীন মানুষ

সূত্র: Click This Link

যুক্তরাষ্ট্রের বস্তি এলাকা
[img|https://d3i6fh83elv35t.cloudfront.net/static/2018/03/RTX4HYUW-120

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৮

এমজেডএফ বলেছেন:


যুক্তরাষ্ট্রের বস্তী এলাকা
[img|https://d3i6fh83elv35t.cloudfront.net/static/2018/03/RTX4HYUW-120

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১২

এমজেডএফ বলেছেন:

যুক্তরাষ্ট্রের বস্তী এলাকা


মাথাপিছু আয়ে শীর্ষ দেশগুলোর যদি এই অবস্থা হয়, তবে ১৫৫ নম্বরের বাংলাদেশ কী খারাপ অবস্থায় আছে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ওই সব দেশে যারা হোমলেস জীবন যাপন করে খোঁজ নিয়ে দেখবেন তাদের বেশিরভাগই ব্যাবসায় বা সাংসারিক দেউলিয়া ,এবং সরকারের সহায়তা চায় না। সংখ্যায় লক্ষে হয়তো ১-২ জন

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:

আপনি এর আগেও বলেছেন টাকা ছাপিয়েও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো সম্ভব।
এই কাজ কেউ করে না। শুধু পাকিস্তান করেছিল। বিপর্যয় থামাতে।
কিন্তু ফলাফল ছিল ভয়াবহ। মুদ্রাস্ফীতি বেড়ে অবস্থা ভয়াবহ হয়ে গেছিল। রুপির মান অর্ধেকে নেমে এসেছিল।
বাংলাদেশের টাকার মান দেখেন। ডলারের বিপরীতে ২০ ৩০ বছর যাবৎ প্রায় স্থিতিশীল 75 থেকে 86 ভিতরে ওঠানামা।

আপনি শুধু চাকুরীজীবী কর্মজীবীদের কথা হিসেব করতেছেন মালিকদের কথা হিসেব করছেন। ১৮ কোটি লোকের দেশে চাকরি কয়জন করে?

দৃষ্টিটা একটু প্রসারিত করেন। গ্রামের কৃষকরা কি করে দেখেন কৃষক জেলেরা মাছ চাষিরা কি করে দেখেন। তরকারি বিক্রেতারা কি করে দেখেন মাথায় করে যারা মাছ বিক্রি করে এদেরকে দেখেন। ফ্লেক্সিলোডার বিকাশ বাদ, ফুটপাতে মোবাইলের খোসা বিক্রি করা ঝাল মুড়িওয়ালা দেখেন, সব বাদ দিলাম ঢাকার একটা টোকাই বাদাম বিক্রেতার ইনকাম কত জানেন? ৩০ হাজারের উপরে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৬

প্রতিদিন বাংলা বলেছেন: কোনো লেখার বা বাক্যের কিছু অংশ বাদ দিয়ে বা কিছু অংশ জুড়ে দিয়ে "ভয়ংকর রূপ দিয়ে মকি আনন্দ পান আপনারা মাপনারা জানেন "
আমি বলেছিলাম -ঋণ নিয়ে উন্নয়নে যে ব্যায় করছে সরকার তাতে মনে হয় - ""এত রিজার্ভ মানে অতিরিক্ত টাকা ,যা যেকোনো সময় ছাপা খানা থেকেই জোগাড় করা সম্ভব "" আসলে - রিজার্ভ যে বাড়ছে, তা পুরোপুরি শক্তিশালী অর্থনীতির কারণে নয় রিজার্ভ যে বাড়ছে, তা রেমিটেন্সের কারণে।
অথচ বার বার বলছেন -
"আপনি এর আগেও বলেছেন টাকা ছাপিয়েও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো সম্ভব। এই কাজ কেউ করে না। শুধু পাকিস্তান করেছিল। বিপর্যয় থামাতে।"

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি আগের কমেন্টেও বলেছিলাম শুধু রেমিটেন্সে দেশ চলছে না।
আর বাংলাদেশ মোটেও বড় ঋণ নিয়ে উন্নয়নে যে ব্যায় করছে না। শ্রীলংকা, ইথিওপিয়া ও পাকিস্তানের মত বেপরোয়ারা ভাবে ঋন নিচ্ছে না। বরং বাংলাদেশ দরিদ্র বিপন্ন দেশকে ঋন দিয়ে বাচাচ্ছে।
বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ মাত্র ২৪,৮৯০ টাকা।
জিডিপির তুলনায় বিদেশি ঋণের পরিমাণ মাত্র ১৫%। বিশাল বিশাল অবকাঠামো প্রকল্প সমাপ্ত করে অপচয় করেও গতিতে এগিয়ে যাওয়া একটি উদীয়মান দেশের ১৫% বৈদেশিক ঋন খুবই কম। দির্ঘমেয়াদি ভাবে নিশ্চিন্ত ভাবে সন্তষজনক।

আর অন্যান্ন দেশ দেখুন জিডিপির তুলনায় পাকিস্তানের ঋণ ৪৬% শৃলংকার বর্তমানে ভয়াবহ 101% Previous yr 86.80%
বিশাল ঋনের বোঝা নিয়ে ধুকছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
শুধু রেমিটেন্স দেশ চলছে কে বলেছে। বলেছি ১কোটি লোকের রেমিটেন্স এ ১ কোটি পরিবার চলছে দেশে। তাদের আয় প্রবাসে, ব্যায় দেশে।মানে তাকে বে হচ্ছে। আর
ডলারের রেমিটেন্স থেকে ডলারে উন্নয়নে ঋণ দিচ্ছে ,আর উন্নয়ন মানেই বিভিন্ন খাতে বিরাট অংশ বিদেশীরাই নিয়ে যাচ্ছে।

(পাকি ভারত এর কোনো উদাহরণ প্রয়োজন নাই )তার পরেও বলি - ভারত পৃথিবীর ৬ষ্ঠ -৭ম বিরহাট অর্থনিতির দেশ ,শুনতে কত ভালো লাগে অথচ কৃষক মোর গলায় দড়ি দিয়ে (ট্রেডিশন হয়ে গেছে)ইহাই বাস্তবতা।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: অর্থমন্ত্রী ভুল কথা বলেছেন। মিথ্যা কথা বলেছেন। দেশের বেশির ভাগ মানুষ দরিদ্র। দরিদ্র মানুষেরা খুব কষ্টে আছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ধরি
একটি এলাকায় ২০ জন কর্মজীবী লোক আছে ,বা কোনো প্রতিঠানে ২০ জন কর্মী আছে। এখানে মালিকের বেতন মাসে ১ লক্ষ ,ম্যানেজারের বেতন ৫০ হাজার আর দুজন অফিস কর্মীর বেতন ৩০ হাজার করে ৬০ হাজার টাকা। এবং সেই প্রতিঠানের বাকি ১৬ জন শ্রমিকের বেতন ১০ হাজার টাকা করে ১৬০ হাজার টাকা ।তাহলে সেই প্রতিঠানের মোট মাসিক বেতনে কোম্পানির ব্যায় হয় -
মালিক ১ জনের বেতন ১০০০০০ টাকা + ম্যানেজার ১ জনের ৫০০০০ টাকা +অফিস সহকারী ২ জনের বেতন ৬০০০০ টাকা + ১৬ জনেরবেতন ১৬০০০০ টাকা।তাহলে ২০ জনের মোট বেতন ৩৭০০০০ টাকা ।অর্থাৎ গড় বেতন বা গড় মাসিক আয় ১৮৫০০ টাকা প্রতিজনের । অথচ ১৬ জন শ্রমিক মাসিক যা বেতন পাচ্ছেন। মালিক ও ম্যানেজার দুজনেই তার প্রায় সমান পাচ্ছেন।
এই হলো মাসিক বা বাৎসরিক গড় মাথাপিছু আয়।
২ জন লোক ধনী ,২ জন লোক মদ্ধবিত্ত এবং ১৬ জন লোক গরিব।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: দেশে কেউ না খেয়ে নেই - বাণীতে ----------------

দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে - তখন দেকা যায় যখন ন্যায্য মূল্যের গাড়ীর সামনের লাইন বড় থেকে বড় হয়। যদি তাদের কাছে টেকা না থাকত তবে জিনিষ কিনার জন্য লাইনে খাড়াইত :( কেমনে?

যদিও আমরা দুইজনই কামলা (বউ-আমি) তারপরও জিডিপির হিসাব বা মাননীয় মন্ত্রীর হিসাবের সাথে কোনভাবেই মিলাইতে পারিনা। তাহলে আমি কি মিছা কই বা আমার ভাগের বাকী টেহা কই ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আপনারা মোট ২০ জনের ১৬ জনের ২ জন
ধরি
একটি এলাকায় ২০ জন কর্মজীবী লোক আছে ,বা কোনো প্রতিঠানে ২০ জন কর্মী আছে। এখানে মালিকের বেতন মাসে ১ লক্ষ ,ম্যানেজারের বেতন ৫০ হাজার আর দুজন অফিস কর্মীর বেতন ৩০ হাজার করে ৬০ হাজার টাকা। এবং সেই প্রতিঠানের বাকি ১৬ জন শ্রমিকের বেতন ১০ হাজার টাকা করে ১৬০ হাজার টাকা ।
তাহলে সেই প্রতিঠানের মোট মাসিক বেতনে কোম্পানির ব্যায় হয় -
মালিক ১ জনের বেতন ১০০০০০ টাকা + ম্যানেজার ১ জনের ৫০০০০ টাকা +অফিস সহকারী ২ জনের বেতন ৬০০০০ টাকা + ১৬ জনের বেতন ১৬০০০০ টাকা।তাহলে ২০ জনের মোট বেতন ৩৭০০০০ টাকা ।অর্থাৎ গড় বেতন বা গড় মাসিক আয় ১৮৫০০ টাকা প্রতিজনের । অথচ ১৬ জন শ্রমিক মাসিক যা বেতন পাচ্ছেন। মালিক ও ম্যানেজার দুজনেই তার প্রায় সমান পাচ্ছেন।
এই হলো মাসিক বা বাৎসরিক গড় মাথাপিছু আয়।
২ জন লোক ধনী ,২ জন লোক মদ্ধবিত্ত এবং ১৬ জন লোক গরিব।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

জ্যাকেল বলেছেন:


এই হইল সামান্য একটা নমুনা। বাস্তবে কোন প্রকার চাদর/কম্বল ছাড়াই হোমলেস মানুষ বাংলাদেশে জুতার নিচ অংশ পুড়িয়ে সেটা দিয়ে নেশা করে ঘুমায়। নেশা করার কারণ হইল খাওয়া লাগে না, খাওনের পয়সা নাই। নেশার দামের চেয়ে খাওনের দাম অনেক বেশি এই দেশে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ধরে নিলাম এটা বিচ্ছিন্ন ঘটনা ,তবে বাস্তবতা অনেকটা এমনি।
মাথাপিছু আয় বাড়ছে র হিসাবের ফর্মুলাটি দেখুন
ধরি (সরকারের পক্ষে/বিপক্ষে বলছিনা )
একটি এলাকায় ২০ জন কর্মজীবী লোক আছে ,বা কোনো প্রতিঠানে ২০ জন কর্মী আছে। এখানে মালিকের বেতন মাসে ১ লক্ষ ,ম্যানেজারের বেতন ৫০ হাজার আর দুজন অফিস কর্মীর বেতন ৩০ হাজার করে ৬০ হাজার টাকা। এবং সেই প্রতিঠানের বাকি ১৬ জন শ্রমিকের বেতন ১০ হাজার টাকা করে ১৬০ হাজার টাকা ।তাহলে সেই প্রতিঠানের মোট মাসিক বেতনে কোম্পানির ব্যায় হয় -
মালিক ১ জনের বেতন ১০০০০০ টাকা + ম্যানেজার ১ জনের ৫০০০০ টাকা +অফিস সহকারী ২ জনের বেতন ৬০০০০ টাকা + ১৬ জনেরবেতন ১৬০০০০ টাকা।তাহলে ২০ জনের মোট বেতন ৩৭০০০০ টাকা ।অর্থাৎ গড় বেতন বা গড় মাসিক আয় ১৮৫০০ টাকা প্রতিজনের । অথচ ১৬ জন শ্রমিক মাসিক যা বেতন পাচ্ছেন। মালিক ও ম্যানেজার দুজনেই তার প্রায় সমান পাচ্ছেন।
এই হলো মাসিক বা বাৎসরিক গড় মাথাপিছু আয়।
২ জন লোক ধনী ,২ জন লোক মদ্ধবিত্ত এবং ১৬ জন লোক গরিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.