নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ব্যাগ ভর্তি বাজার করতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাবার সময় আসন্ন

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫১

আয় বেড়েছে, পণ্য মূল্য তো বাড়বেই বা পণ্য মূল্য বাড়বে বলেইতো আয় বেড়েছে। .হিসাব বরাবর ,মোট কথা দেশ এগিয়ে যাচ্ছে।
২০ লক্ষ সরকারি কর্মচারীর বেত দ্বিগুন হয়েছে। প্রায় ১ কোটি প্রবাসীর রেমিটেন্স দেশে আসছে।ওয়াসার এমডির বেতন (মাসে সাড়ে ৫ লক্ষ টাকা ) অপর দিকে , ৮০ লক্ষ পোশাক শ্রমিকের ঘন্টায় মুজুরি ৫২ -৫৮ টাকায় রয়ে গেছে .কৃষক সরকারের কাছে চাল বিক্রি করে ৩৬-৩৮ টাকায়,সেই কৃষক খোলা বাজার থেকে চাল কিনে ৪৫-৫২ তাকে প্রতি কেজি।
রপ্তানির বিপরীতে আমদানি ব্যায় প্রায় দ্বিগুন ,পুষিয়ে নেয়া হচ্ছে রেমিটেন্স দিয়ে। ....... এভাবে চললে টাকার ম্যান কমে যাবে হটাৎ করে .ব্যাগ ভর্তি বাজার করতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাবার সময় আসন্ন (!?)
আজকের বাজারের চিত্র
রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে এসে টাকার থলে খালি হচ্ছে চোখের পলকেই। কিন্তু ভরছে না বাজারের ব্যাগ। অধিকাংশ সবজির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা।
আজ বিভিন্ন বাজারে দেখা যায়, ছোট ফুলকপির পিস বিক্রি করছেন ৩৫ থেকে ৪০ টাকা। আর বড় ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। পাকা টমেটোর দাম ৪০ থেকে ৫০ টাকা। দাম বাড়ার এ তালিকায় রয়েছে বেগুন। সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।শিমের কেজি ৬০ থেকে ৭০ টাকা। প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। করলার কেজি ৮০ থেকে ৯০ টাকা। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৫০ থেকে ১৫৫ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা কেজিতে। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৪৫০ টাকা। ইত্যাদি ইত্যাদি

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: দুইদিন আগে রূপচাঁদা সয়াবিন ৫ লিটার নিলো ৮০০ টাকা।
অবস্থা দ্রুতই বেগতিক হয়ে যাচ্ছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সবাই চায় নিজের আয় বাড়াতে টাকার মান ঠিক রাখতে কেউ মনোযোগী নয়
প্রবাসীরা চায় টাকার মান কমুক
রপ্তানিকারকেরা চায় টাকার মান কমুক
আমদানিকারকের চায় টাকার মান বাড়ুক
বিশৃঙ্খলা একটা তৈরী হবে বাংলাদেশে

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৫

নীল আকাশ বলেছেন: তাতে কি দেশ ? দেশ এখন ভেনিস সিঙ্গাপুর ইউরোপ হয়ে যাচ্ছে। থাকতে ইচ্ছে না করলে অন্য দেশে চলে যান।
আপনার মানুষ ভালা না, উন্নয়নের মহাসড়কও আপনাদের পছন্দ হচ্ছে না।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমাকে একজন বলেছেন -
প্রতি সপ্তাহ বা দিন দাম বাড়বেই ,পণ্য আছে সেটাই বড়ো কথা। (এ কারণেই বাড়ে )
তাই সমাধানটি এমন হবে -
নিম্ন্ন বা মধ্যবিত্তরা কম খেলেই হয় [(সহজ সমাধান )মার্ মাথায় কেন ঢুকেনা]

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: দাম বাড়ছে। এটা সব সময়। সব যুগে। কিন্তু ভাগ ভালো বাজারে সব জিনিসপত্র আছে। কোনো কিছুর অভাব নাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
প্রতি সপ্তাহ বা দিন দাম বাড়বেই ,পণ্য আছে সেটাই বড়ো কথা। (এ কারণেই বাড়ে )
নিম্ন্ন বা মধ্যবিত্তরা কম খেলেই হয় [(সহজ সমাধান )মার্ মাথায় কেন ঢুকেনা]

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৬

জুল ভার্ন বলেছেন: আমজনতার ভোগান্তি কেউ নাই দেখার!

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
নিম্ন্ন বা মধ্যবিত্তরা কম খেলেই হয় [(সহজ সমাধান ) আমাদের
মাথায় কেন ঢুকেনা]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.