নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

দুদকে প্রকাশ্যে মন্ত্রণালয়ের নগ্ন হাত, চাকুরিচ্যুত উপসহকারী পরিচালক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৬

শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তাঁর সহকর্মীর ।
শরীফ উদ্দিন (উপসহকারী পরিচালক দুদক) গত ৩০ জানুয়ারি জীবন নাস ও অন্নান্য হুমকি পাওয়ার কথা জানিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আর ১৬ ফেব্রুয়ারি তাঁকে চাকরিচ্যুতির আদেশ দেয় দুদক।
কেন জীবন নাসের ও অন্নান্য হুমকি পেয়েছিলো ?
দুদক সূত্রে জানা যায়, শরীফ উদ্দিন চট্টগ্রামে কর্মরত অবস্থায় কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে ৩ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, রোহিঙ্গা নাগরিকদের ২০টি এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশ কিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন। এতে তিনি অনেকের ‘চক্ষুশূল’ হয়ে উঠেছিলেন।
চট্টগ্রামে দায়িত্ব পালনকালে হালনাগাদ ভোটার তালিকায় রোহিঙ্গাদের অবৈধভাবে অন্তর্ভুক্ত করার অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালকসহ ইসির চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন শরীফ উদ্দিন।
একইভাবে অবৈধভাবে গ্যাসসংযোগ প্রদান করায় সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলামের (বিএসসি) বড় ছেলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য মো. মুজিবুর রহমান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক ব্যবস্থাপক মো. মজিবুর রহমান, সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা করেন শরীফ উদ্দিন। এই মামলায় মজিবুর ওআরো কজনকে গ্রেপ্তার করে দুদক।
দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন (উপসহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।’

অথচ চাকুরিচ্যুত করা অবৈধ
যে ক্ষমতাবলে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়েছে, সেই দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-তে বলা হয়েছে, ‘এই বিধিমালায় ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, উপযুক্ত কর্তৃপক্ষ কোনো কারণ না দর্শাইয়া কোনো কর্মচারীকে ৯০ দিনের নোটিশ প্রদান করিয়া অথবা ৯০ দিনের বেতন পরিশোধ করিয়া তাহাকে চাকরি হইতে অপসারণ করিতে পারিবে।’
এই আদেশকে সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকে। কারণ, সংবিধানের ১৩৫ (২) নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে, ‘অনুরূপ পদে (প্রজাতন্ত্রের অসামরিক পদে) নিযুক্ত কোনো ব্যক্তিকে তাহার সম্পর্কে প্রস্তাবিত কোনো ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে কারণ দর্শাইবার যুক্তিসংগত সুযোগ দান না করা পর্যন্ত তাহাকে বরখাস্ত, অপসারিত বা পদাবনমিত করা যাইবে না।’
শিরোনামটি প্রশ্ন বোধক রাখলেও প্রমান হয় যে - এইসব রাঘব বোয়ালের কাজ।
সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী পুত্র ও ইসির চার কর্মকর্তা`র বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার জেরে দুদক পরিচালক চাকরিচ্যুত?

.

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৩

রবিন.হুড বলেছেন: হাইকোর্টে মামলা করে চাকরী রক্ষা করতে হবে। সত্যে ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
কি ভয়ংকর কান্ড।
আইনেই যাচ্ছে তারা

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৯

সোবুজ বলেছেন: যেহেতু সংবিধানীক প্রশ্ন জড়িত তাই মনেহয় কোর্ট এর সমাধান দিবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
দেখা যাক

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: দুদক, পুলিশ, র‍্যাব সহ দেশের সব কিছু চলছে সরকারের অধীনে। সরকারের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কারো নেই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সরকারের লীগের প্রয়োজনে,
দেশ কোনঠাসা।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৮

জুল ভার্ন বলেছেন: এভাবেই চলছে উন্নয়নের রাজনীতি!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
অর্থাৎ দুদক মানে - দুর্নীতির দর কষাকষি

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪১

রানার ব্লগ বলেছেন: আমরা অনেক অসহায় !!!! টাকা ও পেশী শক্তির কাছে !!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
অর্থাৎ দুদক মানে - দুর্নীতির দর কষাকষি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.