নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের বীরজায়ারা ভিক্ষুক (!?)

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৩

শিরোনাম দেয়ার কারণ শেষে বলছি[(মুক্তিযুদ্ধের বীরজায়াদের ১০ কেজি করে চাল বিতরণ)] , তার আগে যে সংবাদটির জন্য এই পোস্ট , তার বিষয়ে ক`লাইন বলি
১৯৭১ সালের ২৫ জুলাই শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্তবর্তী সোহাগপুর গ্রামে পাক হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় ছয় ঘণ্টার তাণ্ডব চালায়। তাণ্ডবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে ১৮৭ জন পুরুষকে হত্যা করে। এ সময় ৬২ নারী বিধবা হন এবং তাঁদের মধ্যে ১৪ জন নির্যাতনের শিকার হন।
এরপর থেকেই সোহাগপুর গ্রামটি বিধবাপল্লী নামে পরিচিতি লাভ করে। স্বাধীনতার ৫০ বছর পরে আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক মোমিনুর রশীদ একটি স্মৃতিসৌধ ফলক উন্মোচন করেন। জানা যায়, প্রায় ৩ বছরের প্রচেষ্টায় ৩ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে এই স্মৃতিসৌধটি। যার সামনের রাস্তার জন্য স্থানীয় দুই ব্যাক্তি ১ শতাংশ জায়গা দিয়েছেন।
এখন বলি পোস্টার শিরোনাম কেন বলা হলো -
"স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের বীরজায়ারা ভিক্ষুক (!?)" কারণ
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে বীরজায়াদের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার ভোজ্যতেল ও নুডুলস দেওয়া হয়। অর্থাৎ এগুলি পূর্বের সকল সরকারের আনুষ্ঠানিকতা মাত্র ।
বাস্তবতা হচ্ছে -
গত ৫০ বছর অনেক দল ও ব্যাক্তি ক্ষমতায় ছিল ,অনেক ধরণের মুক্তিযোদ্ধার যোগ বিয়োগ হয়েছে কিন্তু এই বীরজায়াদের এখনো সরকার নির্দিষ্ঠ অনুঠানের মাদ্ধমে ১০ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন,তেল ,চিনি ......দেয়া হয় (ভাতা বা মাসিক কিছু পাননা বীরজায়ারা। যদি পেতো তবে ,অনুঠান করে চাল ডাল দেয়া হতোনা ) .গেজেট ঘেটেও আমি কিছু পাইনি। মুক্তিযুদ্ধের বীরজায়াদের ১০ কেজি করে চাল বিতরণ

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আহা! দেশ আমার।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।তাদের চেয়ে বেশী ত্যাগি আর কোন মুক্তি যোদ্ধা ?
「১৯৭১ সালের ২৫ জুলাই শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্তবর্তী সোহাগপুর গ্রামে পাক হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় ছয় ঘণ্টার তাণ্ডব চালায়।তাণ্ডবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে ১৮৭ জন পুরুষকে হত্যা করে। এ সময় ৬২ নারী বিধবা হন এবং তাঁদের মধ্যে ১৪ জন নির্যাতনের শিকার হন」

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১০

সোবুজ বলেছেন: জাতি তাদের যথাযথ সম্মান দেয় নি।যতটা দিয়েছে রাজাকারদের।রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে এই জাতি।যারা তাদের এই সুযোগ দিয়েছে তাদের ঘৃনা করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। তাদের চেয়ে বেশী ত্যাগি আর কোন মুক্তি যোদ্ধা ?
「১৯৭১ সালের ২৫ জুলাই শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্তবর্তী সোহাগপুর গ্রামে পাক হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় ছয় ঘণ্টার তাণ্ডব চালায়।তাণ্ডবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে ১৮৭ জন পুরুষকে হত্যা করে। এ সময় ৬২ নারী বিধবা হন এবং তাঁদের মধ্যে ১৪ জন নির্যাতনের শিকার হন」

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৮

নাহল তরকারি বলেছেন: আমি সরকার প্রধান হলে এমনটা হতো না।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। তাদের চেয়ে বেশী ত্যাগি আর কোন মুক্তি যোদ্ধা ?
「১৯৭১ সালের ২৫ জুলাই শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্তবর্তী সোহাগপুর গ্রামে পাক হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় ছয় ঘণ্টার তাণ্ডব চালায়।তাণ্ডবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে ১৮৭ জন পুরুষকে হত্যা করে। এ সময় ৬২ নারী বিধবা হন এবং তাঁদের মধ্যে ১৪ জন নির্যাতনের শিকার হন」

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১২

কলাবাগান১ বলেছেন: আপনাদের উদ্দেশ্য তো উনাদের সমবেদনা জানানো না...উদ্দেশ্য হল কোনভাবে এই সরকার কে মুক্তিযুদ্ধের ব্যাপারে প্রশ্নবিদ্ধ করা। প্রথম মন্তব্য কারী র হতাশা আহা দেশ আমার!!!! উনাকে প্রশ্ন

ছিল তো রাজাকার রা ক্ষমতায়, কোনদিন এদের নাম শুনেছিলেন??? এই নিয়ে কোন রা করেছিলেন, ১০ কেজি না হোক ১০ গ্রাম চাল দিয়েছিল যারা ক্ষমতায় ছিল??? দেন নাই কেননা ক্ষমতায় ছিল আপনাদের মত সম মনভাবের লোকজন...।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
কিছু বললেই
মুক্তিযুদ্ধ /রাজাকার
আওয়ামীলীগ/বিএনপি
ভারত /পাকিস্তান
চলে আসে যাদের ,আর যাই হোক তারা বাংলাদেশের রিফুজী নাগরিক

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: আমার কিছু বলার নাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.