নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

দেশকে অনেক দিয়েছে।নির্লজ্জ দেশ তাকে স্থায়ী অবসর দিক

০৯ ই মার্চ, ২০২২ সকাল ৭:২৪


বিশ্ব সেরা অলরাউন্ডার
সে বিশ্ব সেরা অলরাউন্ডার এই কথাটি জাতিকে বলতে দিয়ে গর্বিত করেছে।
১১ জন খেলোয়াড়ে একজন হয়ে অনেক বার দেশের মান রক্ষা ও উজ্জ্বল করেছে। দেশের প্রয়োজনে যেমন খেলেছে তেমন নিজের প্রয়োজনে আইপিএল খেলতে চেয়ে ,দেশের খেলায় অনুপস্থিত থাকতে চেয়েছে (আইপিএলে দল না পাওয়ায় দেশের জন্য খেলেছে)। অনেক বার ১১ জনের একজন হয়ে বার্থ হয়েছে ,সেটা সবার বেলা প্রযোজ্য। ম্যাচ ফিক্সিংয়ের সাজা পেয়েছিলো ২ বছর মেয়াদের , দেশের সমর্থনে এক বছর কম হয়েছে। ইত্যাদি আরো অনেক। মোট কথা বিশ্বের ১১-১২ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবসময়েই নিচের দিকেই থেকেছে/আছে। ক্রিকেট দলের খেলা টিমের খেলা ,,একজনের উপর নির্ভর করে দলীয় সাফল্য মাঝে মাঝে আসলেও ,বাংলাদেশের উচিত দল গঠনে নতুন ও পুরাতন খেলোয়াড়দের যত্ন নেয়া ,বা গঠন করা তৈরী করা /
খেলা এখন একটি পেশা,শখে খেলেন না। বাংলাদেশের উচিত "বিশ্ব সেরা অলরাউন্ডার সাহেবকে "একেবারে অবসর দেয়া,যখন ইচ্ছা খেলবে যখন ইচ্ছা খেলবেন এই পরিস্থিতি থাকলে দোলে কোন্দল হবে ,তার কাছাকাছি মানের খেলোয়াড়েরাও পরবর্তীতে এমন করবে (এখনো দুয়েকজনের মধ্যে দেখা যায়)
.মনে রাখতে হবে আইসিসিতে আমরা চেম্পিয়ন হয়েছিলাম। যুব বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ,সেখানে বিশ্ব কাঁপানো কেউ ছিলোনা আমাদের। বিশ্ব ক্রিকেটেও আমরা ভালো খেলবো ,প্রতীত্দন্দিতা করেই এগিয়ে যাবো ইনশাআল্লাহ

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ৭:৫৫

জুল ভার্ন বলেছেন: পঞ্চ পান্ডবদের একজন মাশরাফি ইতোমধ্যেই স্বসম্মানে চলে গিয়েছেন। এবার সাকিব, মহম্মদ উল্লা, তামিম ইকবালদের অসম্মানজনক বাদ দেওয়া উচিৎ।

০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
তাই করা উচিত

২| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ৮:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মতে, আইনটা কঠোর হওয়া উচিত, আইনের বাস্তবায়নটাও কঠোরই হওয়া উচিত। সবার আগে দেশ, দেশের খেলা। দেশ কোথাও ট্যুরে যাবে, আর নির্বাচিত খেলোয়াড় দল থেকে বেরিয়ে আইপিএল বা অন্য কোনো প্রাইভেট কোম্পানিতে খেলতে যাবে, তা একদম মেনে নেয়া উচিত না। কেউ এমনটা করলে তাকে অসম্মানের সাথে দল থেকে ডিসমিস/বহিস্কার করে দেয়া উচিত।

নিয়মিত বিরতিতে নতুন খেলোয়াড়দের রিক্রুট করতে হবে জাতীয় টিমে। পারফরম্যান্সের ভিত্তিতে পুরাতনদের বাদ দিতে হবে, তাহলে সব সময় দলে একটা ভারসাম্য বিদ্যমান থাকবে।

০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
ভালো বলেছেন , তাই করা উচিত

৩| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩৮

জুন বলেছেন: সাকিবের ভেতর খেলোয়াড়সুলভ কোন মনোভাব দেখি না, দেখি ব্যাবসায়ীসুলভ।

০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
তার চেয়ে আমাদের দোষ বেশি

৪| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দেশকে নির্লজ্জ বলে ফেললেন ? আপনার তো দেখছি দেশ সম্পর্কে, দেশের মানুষ সর্ম্পকেই ধারনা নাই । নিয়মানুবর্তিতা, ভদ্রতা এসব পরিবার থেকে আসে । বেয়াদব বিশ্বজয় করলেও সেই জয় ম্লান হয়ে যায় ।

০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
আপনাকে অনেক ধন্যবাদ
আমি আমার দেশ বারবার অবহেলাতেও শিক্ষা পায়না কোনো একজন বিশ্ব শ্রেষ্ঠ থেকে,তাই আমরাই নির্লজ্জ/বেহায়া/বিকেকহীন/ছোটোলোক

৫| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উনিতো একপা আমেরিকায় দিয়েই আছে শুধু টাকাকড়ি জমায়ে পাড়ি দিবেন দেশের প্রতি তার বিন্দুমাত্র কৃতজ্ঞতাবোধ নেই।

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সেটা ব্যাক্তিগত। জাতীয় বিষয়ে অবহেলা কাম্য নয়

৬| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:২১

রায়হান চৌঃ বলেছেন: সাখাওয়াত হোসেন বাবনঃ আমার দেশের মানুষ বরাবরই খুব ই সহজ, সরল, শান্ত স্বাভাাবের। এরা নিয়মের ভিতরে ই চলতেছিল কিন্তু এদের বেয়াদপ, জোচ্ছোরি, অসভ্যতা শিখিয়েছে রাজনৈতিক ভাঁড় গুলো, যদি পারেন এই ভাঁড় গুলোর কিছু করেন।

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
কথা মন্দ বলেননি

৭| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া উচিত্ত।

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সহজ সমাধান

৮| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ জী এস বলেছেন: প্রতিদিন বাংলা,




আসলেই সাকিবকে সময়ক্ষেপন না করে এখনই আজীবনের জন্যে বাংলাদেশের জাতীয় দল থেকে বহিষ্কার করা উচিৎ। এটা আরও আগেই করা দরকার ছিল।

০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
প্রয়োজনে তার কাছে আমরা ক্ষমা চেয়ে হলেও

৯| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:৫১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আসিফ নজরুলের কথাটাই বলতে চাই: সাকিব খেলোয়াড় হিসাবে যতো বড়,মানুষ হিসাবে ততো বড় না।

০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:০১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আমরা সাধারণেরা শুধু এটাই বুঝি
"জনের জন্য দেশ নয় ,দেশের জন্যই জন "

১০| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:৪২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সাকিব ভবিষ্যতের আওয়ামীলীগের এম পি , তাকে বসানোর ক্ষমতা পাপন সাহেবের হাতে নেই । আর সাকিব তামিমরা না থাকলে দেশকে কেউ ক্রিকেট দুনিয়ার কেউ চিন্তনা । গত দশকে হাসিনা পাপন তাদের যে লাই দিছে এখন তার উপযুক্ত পরিনত ভোগ করতেছে দেশের ক্রিকেট ।
হেডিং এইভাবে দিয়ে একটা লেখা লেখেন -
দেশকে অনেক দিয়েছে পাওন। নির্লজ্জ দেশ তাকে স্থায়ী অবসর দিক

১০ ই মার্চ, ২০২২ ভোর ৬:৩৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
যার বিষয়ে বলা হচ্ছে তার বিষয়ে বলুন অন্যদের টেনে বিষয় পরিবর্তন নয়। তাকে ছোট করা হয়নি ,যদিও দেশই তাকে গড়েছে।
আর বোর্ড বা লীগ সভাপতি কেনো ,সরকার বা রাষ্ট্র প্রধান হলেও দেশের প্রয়োজনে যে কাউকে অবসরে পাঠানো র দাবিদার একমাত্র জনগণ।

১১| ১০ ই মার্চ, ২০২২ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।
সহজ সমাধান

ক্রিকেট থেকে জাতি কি পাচ্ছে? কিছুই পাচ্ছে না।

১০ ই মার্চ, ২০২২ ভোর ৬:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
মাঝে মাঝে বিনোদন ও নিয়মিত লজ্জা পায়

১২| ১১ ই মার্চ, ২০২২ সকাল ৯:২৯

নিমো বলেছেন: view this link হা হা হা! শকুনের দোয়ায় গরুরা কখনই মরে নি। আপনি ও অন্যান্য মন্তব্যকারী দেশে কী কী দিয়ে উল্টে দিয়েছেন তার একটু বয়ান দিন দেখি।

১১ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,এ জাতির জন্ম হয়েছে নিজেদের মধ্যে কোন্দল পাকাতে।
দেশের চে বড়ো কেউনা ,সে যেই হোক। আর কিছু বলার থাকলে আইপিএলকে বলুন

১৩| ১১ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩১

নিমো বলেছেন: view this link

১৪| ১১ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩২

নিমো বলেছেন: যাই হোক কোন কারণে লিংক কাজ করছে না। সব সংস্করণে সাকিবকে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা

১১ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,বোর্ড এর বেতন দেয়ার ক্ষমতা আছে ,যাকে ইচ্ছা রাখতে পারে ,ম্যাচ ফিক্সিং এ সাজাও দিতে পারে

১৫| ১১ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৮

নিমো বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ,এ জাতির জন্ম হয়েছে নিজেদের মধ্যে কোন্দল পাকাতে।
ভাইজান কোন্দল সব জাতিতেই আছে। আজকের পশ্চিমারা শত বছরের যুদ্ধ (ইংরেজ বনাম ফরাসি),উদাহরণ আরও দেয়া যাবে।দুটো বিশ্বযুদ্ধ শেষ করে এখন খানিকটা শান্ত হয়েছে। ধ্বংস থেকেই সৃষ্টি। নাড়ি না কেটে একজন মাও তার সন্তানকে জীব্ন্ত অবস্থায় ভূমিষ্ট করতে পারে না। আমরা কোন এলিয়েন জাতি হবারতো সুযোগ দেখি না।

লেখক বলেছেন: দেশের চে বড়ো কেউনা ,সে যেই হোক।
আমি আপনি মিলেই দেশ। একটা শিকলের সবচেয়ে দুর্বল আংটাই তার ভাঙ্গনের কারণ।

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
[[নিমো বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ,এ জাতির জন্ম হয়েছে নিজেদের মধ্যে কোন্দল পাকাতে।
ভাইজান কোন্দল সব জাতিতেই আছে। আজকের।.... আমরা কোন এলিয়েন জাতি হবারতো সুযোগ দেখি না।]]
ঠিক বলেছেন ,আমাদের উচিত কোন্দল খাত তৈরী করে,জাতিকে আরো আগ্রহী করা যাতে সব জাতির পিছনে পরে না যাই ,আমরাতো ভিন গ্রহের কেউনা।
আপনার কথা মেনে নিয়েছি ,আশা করি আর এই পোস্ট এ মন্তব্য করবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.