নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ইসলামোফোবিয়ার দূর করতে জাতিসংঘের আন্তর্জাতিক দিবস

১৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫৮


March 15 International Day to Combat Islamophobia
জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ১৫ মার্চকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছে। মঙ্গলবার (১৫ মার্চ) ইউএনজিএ-তে সর্বসম্মতিক্রমে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর পক্ষ থেকে পাকিস্তানের প্রস্তাবটি গৃহীত হয়।

ওআইসির ৫৭ সদস্য এবং চীন ও রাশিয়াসহ আটটি দেশ এই প্রস্তাবটিকে পৃষ্ঠপোষকতা করে আসছিল। বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। কিন্তু এতে ভারত, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানিয়েছে আপত্তি।

প্রস্তাবনাটির উদ্দেশ্য তুলে ধরে বলা হয় , ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া এবং মুসলিমবিরোধী বিদ্বেষ সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে হবে। এছাড়া বিশ্বের সমস্ত ধরনের বর্ণবাদ, জাতিগত বৈষম্য, লিঙ্গ বৈষম্য এবং নেতিবাচক প্রথার বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়া। একই সঙ্গে সব ধর্ম, বর্ণ ও জাতির মধ্যে সহনশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং আন্তঃধর্ম ও সাংস্কৃতিক সম্প্রীতির বার্তা প্রচার করাই এই আন্তর্জাতিক দিবসের উদ্দেশ্য।

২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের একটি মসজিদে ইসলামবিদ্বেষী এক ব্যক্তি গুলি করে ৫১ জনকে হত্যা করে। এজন্য দিনটি ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস ঘোষিত হলো।
[পত্রিকা থেকে কপি করা ]

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: মুস্লমানদের জন্য ইসলাম ধর্ম নিয়ে ভয় থাকা ভালো। তাহলে তাঁরা মন্দ কাজ কম করবে।

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:১২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
(মুস্লমানদের)শব্দটি বুঝি নাই।

২| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৪

রানার ব্লগ বলেছেন: এই গুলা না থকলে আমেরিকা ব্রিটেন রাশিয়া কি অজুহাতে অন্যদেশের উপর ছড়ি ঘুড়াবে ??? যুদ্ধের মন্ত্রই তো আপনার উল্যেখিত উপাত্ত গুলো।

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমার মনে হয় ,৩৬৫ দিনের ১(১৫ই মার্চ ) দিন অন্তত "ইসলাম"শব্দটি কিছু মানুষ উচ্চারণ করবে

৩| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৫

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ
আমার মনে হয় ,৩৬৫ দিনের ১(১৫ই মার্চ ) দিন অন্তত "ইসলাম"শব্দটি কিছু মানুষ উচ্চারণ করবে


এতে ইসলাম বা মুসলমানদের কি লাভ হবে ??

১৬ ই মার্চ, ২০২২ রাত ৮:২৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ।
ইসলাম মানে গড নয় আল্লাহ হয়তো শব্দটা জানবে

৪| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩৪

বংগল কক বলেছেন: ভাঁড়ত আর ফ্রাঁন্চ নাকি এই রেজুলুশনের তীব্র বিরোধিতা করছে?

১৬ ই মার্চ, ২০২২ রাত ৮:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
হা
সেটাতো থাকবেই। তারপরেও দিবসটিতে ঘোষণা হয়ে গেছে

৫| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৮

জুল ভার্ন বলেছেন: এগুলো ইহুদী নাসারাদের লীপসার্ভিস।

১৬ ই মার্চ, ২০২২ রাত ৮:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
তারপরেও দিবসটি ঘোষণা হয়ে গেছে।

৬| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দূর হোক ইসলামোফোবিয়া।

১৬ ই মার্চ, ২০২২ রাত ৮:৩০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

আস্তে আস্তে হবে হয়তো

৭| ১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

১৬ ই মার্চ, ২০২২ রাত ৮:৩১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৮| ১৬ ই মার্চ, ২০২২ রাত ৮:১৮

সোবুজ বলেছেন: ইসলামকে জাতিসংঘে এনে এটাকে রিফর্ম করার ষড়যন্ত্র।তখন এটা আর মুসলমানদের থাকবে না সবার হয়ে যাবে।চীন যেখানে সমর্থন দিয়েছে সেখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়।যারা কিনা কোরান রাখার অপরাধে জেলে দেয়।মুসলমান হবার অপরাধে বন্দী শিবিরে রাখে।এটা একটা রাজনৈতিক খেল।আর এটা বুঝার ক্ষমতা মুসলমানদের নেই।তারা আহ্লাদে আটখানা।আমাদের ধর্মকে কেন তাদের প্লাটফর্মে আলোচনা করবে।

১৬ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
কথা সত্য বলেছেন, তবুও
দেখা যাক
আল্লাহ ভরসা

৯| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ
(মুস্লমানদের)শব্দটি বুঝি নাই।

দ্রুত টাইপ করতে গিয়ে ভুল করেছি। শব্দটা হবে ''মুসলমানদের''। আপনার তো বুঝার কথা।

১৭ ই মার্চ, ২০২২ ভোর ৫:৫০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ধর্ম বিষয়ে আপনার মনোভাব বক্রাকৃতি (আমার ধারণা ভুল ও হতে পারে)
তাই কনফার্ম করলাম ,সরি

১০| ১৭ ই মার্চ, ২০২২ রাত ২:১৭

নেওয়াজ আলি বলেছেন: সময় বলবে এতে কী লাভ হয়

১৭ ই মার্চ, ২০২২ ভোর ৫:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
জ্বি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.