নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ওরা ইউক্রেনের পক্ষে নয়,রাশিয়ার বিপক্ষে। তবুও কেনো?

১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৩


নেট থেকে নেয়া ছবি বা
ইউক্রেনকে সহায়তা নয় ,রাশিয়ার বিরোধিতাই আসল। এই সাধারণ বিষয়টা জেলেনস্কি জানে ও বুঝে। কিন্তু কলকাঠি এখন অম্রিকার
হাতে। তাই দিন দিন অবস্থা খারাপের দিকেই যাচ্ছে ইউক্রেনীয়দের জন্য। নতুন ঘোষণায়
ইউক্রেনে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা।ন্যাটো ও তাই। সৈন্য পাঠানোর সাহস নাই। সবাই নিরাপদ দূরত্ত্বে থেকেই উস্কানি দিচ্ছে এককালের ভার(কৌতুক অভিনেতা ) জেলেনস্কি কে। জেলেনস্কি নিজেও নিজেকে বিশ্ব নেতা ভাবছে হয়তো। গতকাল আম্রিকার পার্লামেন্টে ভাষণ দিলেন ,আবার
জার্মানির পার্লামেন্টে ভাষণ দেবেন। তার দিনকাল ভালোই যাচ্ছে ,মরছেতো জনগণ।
ইউক্রেনের রাশিয়ার সাথে পেরে উঠা অসম্ভব অকল্পনীয় ,ন্যাটো যেমন জানে ,মোড়লরাও জানে ,বাচ্চারাও জানে। ভবিশ্বৎবাণী নয় ,বাস্তবতার নিরিখে। তার পরেও পরিস্থিতিকে সামরিক সরঞ্জাম সহায়তা দিয়ে উস্কানি দিয়েই যাচ্ছে ন্যাটো ও মিত্রবা। উস্কানি না দিয়ে রাশিয়ার সাথে আলোচনা চালানোতে যদি চেষ্টা করে তাহলে সমস্যা নিয়ন্ত্রণে না এলেও অন্তত স্বাভাবিক অবস্থায় থাকে বা থাকতো।
পরিস্থিতি দেখে মনে হয় ধর্মীয় (খ্রিষ্টান )বা জাতিগত (ইউরোপীয় )ভাবেও তাদের মিল নেই ,তাদের একমাত্র মিল শুধু ধনিক শ্রেণী

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৫

নাহিদ ২০১৯ বলেছেন: জেলেনস্কি এখন রাশিয়ার দাবিগুলো মেনে নিলে ইক্রেনিয়রাই তার পতন ঘটাবে অল্প সময়ের মধ্যে।

১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
দাবিতে ন্যাটোতে আবেদন না করা ,সম্ভবত তা মানতেই হবে ইউক্রেনকে

২| ১৭ ই মার্চ, ২০২২ রাত ৮:১৮

সোবুজ বলেছেন: মধ্যপ্রাচ এখন আর অস্ত্রের বাজার নেই।অস্ত্রের বাজার আছে ইউরোপে।জার্মান ইতিমধ্য তিরিশ খান যুদ্ধ বিমানের অর্ডার দিয়ে দিয়েছে।ইউরোপের সবাই প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে।আমেরিকার কৌশল সফল।ইউক্রেনকে এই টাকা শোধ করতে হবে সুধে আসলে।আমেরিকার টাকার কোন শেষ নাই।পৃথিবীর সবার টাকা জমা আছে তার কাছে।প্রয়োজন অনুযায়ী কেটে নিবে।যেমন নিয়ে নিল আফগানদের কাছ থেকে।আমেরিকার কাছে সবাই অসহায়।সৌদি মোড়ামুড়ি করলেই সাড়ে তিন হাজার লোকের মৃত্যুর মৃত্যুর ক্ষতি পুরন বাবদ সৌদিকেই নিয়ে নিবে।তাদের তো কোটি কোটি ডলার জমা আছে সৌদিতে।যা ইহ জগতে আর পাবে না।এই ডলারের খেল বড় আজব খেল।

১৭ ই মার্চ, ২০২২ রাত ১১:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এককালের ভার(জেলেন্সকি) আর কত বুঝবে,আর ইউক্রেনীয়রাই সেদিন পর্যন্ত ছিল রাশিয়ান যুদ্ধ ছাড়া স্বাধীনতা পেয়েছিলো বলেই বুঝেনা ,স্বাধীনতা কি ?

৩| ১৭ ই মার্চ, ২০২২ রাত ৮:২০

সোবুজ বলেছেন: জমা আছে আমেরিকায়

৪| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: বলুন তো এই গাড়িটা কার?

১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ, ধরে নিন্ম পুচিন সাহেবের।
তাতে কিছুই প্রমান হয় না .কারণ -
[একটি সু-নির্মিত রোলস-রয়েস বা বেন্টলি গাড়ি চালানো তার নিজস্ব একটি দর্শনীয় অভিজ্ঞতা]
উদাহরণ -
যে [(সুপার) (লাক্সারি) (সিডান)] গাড়িটি উন্নত দেশে ৬০-৭০ হাজার ডলারে কেনা যায়
সেই গাড়িটি বিডিতে তিন গুন্ দামে ১৮০-২১০ হাজার ডলারে অনেকেই কেনে

৫| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: বন্ধু হোক এই যুদ্ধ যুদ্ধ খেলা ।

১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,
আসলেই যুদ্ধ যুদ্ধ খেলা

৬| ১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২০

জুল ভার্ন বলেছেন: অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, ইউক্রেন সরকার চায়না যুদ্ধের সমাপ্তি। বরং ইংগ-মার্কিনী চক্রান্তে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে চায়।

১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ওদের কাছে সোশ্যাল মিডিয়া মনে হচ্ছে বিষয়টাকে ,দুএকটা গোলা দেখেছে যুদ্ধ দেখেনি তারা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.