নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

পারলে কমাও রুবেলের দাম[তেল গ্যাস কিনতে হবে রুবলে:পুতিন]

২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৩

পুতিনের ঘোষণার পরই ডলারের বিপরীতে বেড়েছে রুবলের দাম। এদিকে বুধবার ইউরোপের কয়েকটি পাইকারি গ্যাসের মূল্যও বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
ইউক্রেনে সেনা পাঠানোর পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ এর মিত্ররা। কিন্তু বিদ্যুৎ উৎপাদনে রুশ জ্বালানির ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে ইউরোপের। ফলে রাশিয়ার জ্বালানি খাতের ওপর তেমন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে মতবিরোধও রয়েছে।

পুতিন স্পষ্ট বার্তায় জানিয়েছেন, ‘জ্বালানি চাইলে আমাদের মুদ্রায় কিনুন’। তবে ইতোমধ্যে সই হয়ে যাওয়া যেসব চুক্তিতে ইউরোতে মূল্য পরিশোধের কথা বলা আছে সেসব চুক্তি বদলানোর ক্ষমতা এককভাবে রাশিয়ার রয়েছে কিনা তা এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে জানায় রয়টার্স।

ইউরোপের মোট জ্বালানি চাহিদার প্রায় ৪০ শতাংশের যোগান দেয় রাশিয়া। চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিদিন রাশিয়া থেকে ২০ থেকে ৮০ কোটি ডলারের গ্যাস আমদানি করেছে।
বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়া নিশ্চিতভাবে পরিমাণ এবং মূল্যের সঙ্গে সমন্বয় করে প্রাকৃতিক সরবরাহ অব্যাহত রাখবে। আগে শেষ হওয়া চুক্তি অনুযায়ী।’ ‘পরিবর্তন শুধু হবে মূল্য পরিশোধের মুদ্রায়, যা রুশ রুবলে পরিশোধ করতে হবে।’
যদিও, জার্মান অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, পুতিনের দাবি চুক্তির লঙ্ঘন। রুশ জ্বালানির অন্য ক্রেতারাও একই মনোভাব প্রকাশ করেছেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:১১

জুল ভার্ন বলেছেন: আমার ধারণা, পুতিনকে আগ্রাসী ভূমিকায় নামতে বাধ্য করেছে মার্কিনীরা এবং ইউরোপীয় ইউনিয়ন ওদের সহযোগী। পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে রুশদের আত্মরক্ষার জন্য আরও ভয়ংকর আগ্রাসী হতে দেখলে অবাক হবনা।।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সহমত।
ইউক্রেনীয়রা জানেনা স্বাধীনতা কি ,টেবিলে বসে পেয়েছিলো দেশ। সাধাৰণ মানুষকে বাঁচাতে রাশিয়া সময় ক্ষেপন করছে ,অন্যথায় ৭ দিনের মামলা

২| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগার জুল ভার্ন এর সংগে সহমত।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সহমত।
ইউক্রেনীয়রা জানেনা স্বাধীনতা কি ,টেবিলে বসে পেয়েছিলো দেশ। সাধাৰণ মানুষকে বাঁচাতে রাশিয়া সময় ক্ষেপন করছে ,অন্যথায় ৭ দিনের মামলা

৩| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: এখন রাশিয়া, ইউক্রেন সহ পৃথিবীর সব দেশের উচিৎ মাথা ঠান্ডা রাখা। মাথা গরম হলেই ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভবনা বেশি হবে।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
মাথা ঠান্ডা বলেই,সাধাৰণ মানুষকে বাঁচাতে রাশিয়া সময় ক্ষেপন করছে ,অন্যথায় ৭ দিনের মামলা

৪| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: জল ঘোলা করছে পশ্চিমারা।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
কৌতুক অভিনেতাও কম কিসে ,তারতো বুঝা উচিত

৫| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৩

বংগল কক বলেছেন: এখন বাংলাদেশকে রাশিয়ায় আলু রফতানি করে রুবল আনতে হবে, সেই রুবলে রুপপুর পরমানু কেন্দ্রের মুল্য পরিশোধ করতে হবে। আলুর সাথে চা পাতা, গারমেন্টস, পাটজাত পন্য, চিংড়ি মাছ, চারুকলা ইত্যাদি রফতানি করতে পারলে আরও ভাল।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আসলেই তাই করা উচিত ,তবে আমেরিকার কারণে সম্ভব না ,আমার ছোট দেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.