নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার স্বাধীনতা হলো....

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৮


ছবি নেট থেকে
স্বাধীনতা হলো জাতীয় নির্বাচনের ভোটাধিকার
স্বাধীনতা হলো সরকার গঠনের অঙ্গীকার ।
স্বাধীনতা হলো রাষ্ট্র পৰিচালনার কর্মী নিয়োগ
স্বাধীনতা হলো রাষ্ট্র সম্পদ ভোগের বিনিয়োগ.
স্বাধীনতা হলো রাজনীতির দল প্রধানের পরিবারতন্ত্র
স্বাধীনতা হলো লীগ প্রধাননের আসন স্থায়ীমন্ত্র ।
স্বাধীনতা হলো আমলা নির্ভর বাবসা করা
স্বাধীনতা হলো পণ্য সংকটের তৈরী`র খরা,
স্বাধীনতা হলো সিন্ডিকেটের গুদাম ভরা
স্বাধীনতা হলো পণ্য কিনতে টিসিবির লাইন ধরা।
.................
আর মনে আসছে না ,চলবে

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১০

জুল ভার্ন বলেছেন: স্বাধীনতা হলো "স্বাধীনতার ইতিহাস" বিকৃত করে "স্বাধীনতার রচনা" লেখা!

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
স্বাধীনতা হলো "স্বাধীনতার ইতিহাস" বিকৃত করে "স্বাধীনতার রচনা" লিখে
+ স্বাধীনতা পুরস্কার পাওয়া

২| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাধীনতা হলো চোখ বুজে স্বপ্ন জেগে থেকেই।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৩

প্রতিদিন বাংলা বলেছেন: স্বাধীনতা হলো চোখ বুজে স্বপ্ন জেগে থেকে
+ চিমটিতে অনুভব করা

৩| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: স্বাধীনতা এই দেশে নাই। অথচ আমরা স্বাধীন জাতি।

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:২৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমরা স্বাধীন জাতি বইয়ের পাতায়

৪| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১০:২৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: স্বাধীনতা মানে ইউটিউবে ড্রোনের চোখে প্রবাস বসে দেখা দেশের উন্নয়ন
স্বাধীনতা মানে গুলশানকে সিঙ্গাপুর নামকরণ

২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ভালো বলেছেন

৫| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
একেক পক্ষের স্বাধীনতা চিন্তা একেক রকম।

আমি মনে করি দেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার পক্ষ নেতৃত্বে আছে বলেই বাংলাদেশ প্রতিবেশী সব কটা দেশের চেয়ে ভাল আছে। দারিদ্র মুক্তের পথে, সবার ঘরে বিদ্যু্‌ত। দেশ আগের চেয়ে অনেক শান্তিপুর্ন। কোন বিশ্ববিদ্যালয়েই এখন অস্ত্র বহন করে না। কোন গোলাগুলির শব্দ পাওয়া যায় না।

বাংলাদেশে একটি পক্ষ মনে করে স্বাধীনতা মানে
তথাকথিত 'নির্বাচনে ভোটাধিকার' মানে ফ্রী মাঠে গোল দেয়ার অধিকার।
হাসিনা বিহীন, মানে ১৫ই আগষ্টের মত নিরাপদ করে তথাকথিত বহুদলীয় গণতন্ত্র ফ্রী মাঠের ভোটাধিকার।
আর আবার ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়ে সোমালিয়া পাকিস্তান ইয়ামেনের মত পরিস্থিতি করা। ইহাই স্বাধীনতা।

২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
স্বাধীনতা হলো ফসল উৎপাদন দ্বিগুন হওয়া
স্বাধীনতা হলো পণ্য গুদামজাতে জনতা দিশেহার

স্বাধীনতা হলো চেয়ারপারসনের বিদেশে চিকিৎসায় দল পাগলপারা
স্বাধীনতা হলো জনতার দুর্যোগে মহাসচিবের বক্তব্য দায়সারা।

৬| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:০১

কলাবাগান১ বলেছেন: স্বাধীনতা যারা চোখে দেখতে পায় না তাদের চোখ বন্ধ কেননা স্বাধীনতা হল তাদের গালে ১৯৭১ এর কৃতকর্মের জন্য চরম চপোটাঘাত, তবে তাদের চোখের পাওয়ার কিন্তু কমেনাই, তারা খালি চোখে চাদে মানুষ দেখতে পারে

২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
স্বাধীনতা হলো ভারত বা পাকিস্থানকে ভুলতে না পারা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.