নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী,আমেরিকার সাহায্য(RABএর)নেয়া বন্ধ করে দিন

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:০১


প্রথমেই চাটার দলের (বঙ্গবন্ধু বলেছিলেন ) একজন হিসাবে বলতে চাই ,যেহেতু আপনি বলেছেন -কোনো একটি দেশ ,আমাদের RAB এর বিরুদ্ধে অভিযোগ করে গর্হিত কাজ করেছে ,তাই সবিনয়ে আমরা তাদের সাহায্য নেয়া বন্ধ করে দেই। তারা বৃহৎ শক্তি তাই কঠিন কথা না বলে, বিনীত ভাবেই বলা ভালো। এবং এই প্রশ্ন টিও ইন্ডিমিনিটি আইনের মত বিল পাশ করিয়ে রাখুন ,"ভবিশ্বতে কেউ যেন RAB বিষয়ে কোনো অভিযোগ না তুলে " .আপনি/আপনার পরিবার ক্ষমতায় থাকুন বা না থাকুন।
কথাগুলি বলার কারণ -
RAB ও তার প্রধানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা বা
কালোতালিকা ভুক্তে করেছে , সেই বিষয়ে বিডি প্রধানমন্ত্রী আজ বলেছেন -
র‍্যাব সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অত্যন্ত গর্হিত কাজ। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে র‍্যাব। কিন্তু এ বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে বিনা দোষে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করি।
শেখ হাসিনা আরো বলেন, আমাদের দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু র‍্যাব সদস্যদের বিরুদ্ধে যারা স্যাংকশন দিল, তাদের দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। বিশেষ করে আমেরিকায় এই ব্যবস্থা নেই। তারা বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে। ওইসব অপরাধীদের দেশে ফেরাতে বারবার যোগাযোগ করেও তা সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রী বলেন, র‍্যাব জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে। ইত্যাদি ইত্যাদি


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:৩০

জুল ভার্ন বলেছেন: আমেরিকাকে একটা কঠিন শিক্ষা দেওয়া উচিত!

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:১০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
স্বর্ণের বিপরীতে ডলার মাপকাঠি যতদিন থাকবে ,ততদিন
কারো পক্ষেই সম্ভব নয়। ইউটো নাকে ক্ষত দিয়েই আছে ,হিটলারের ভয়ে (সে সময় স্বর্ণ জমাদিয়ে )

২| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: তারা বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে। ওইসব অপরাধীদের দেশে ফেরাতে বারবার যোগাযোগ করেও তা সম্ভব হয়নি।


এই লাইনই প্রমান করে আম্রিকা কতো খারাপ।

২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
প্রত্যেক দেশের নীতি আছে ,প্রত্যেকেই নিজ দেশকে সবার উপর স্থান দেয়। আমেরিকা আমাদের সাহায্য দেয় ,তখন আমেরিকা ভালো ,আমেরিকা যখন কিছু অপরাদের কথা বললো তখন আমেরিকা খারাপ কেন ?
আমরাতো তুলসীপাতা নোই ,আমরা সরাসরি অভিযোগবাতিল না করে, ,বলতেতো পারি -আমরাও বিষয়টি তদন্ত করে দেখবো।
অথবা -নেবোনা আমেরিকার সাহায্য ,আমাদের RAB এর কোনো অপরাধ নেই

৩| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: পরে মন্তব্য করবো।

২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ভালো মন্তব্য

৪| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কিন্তু এদেশের মানুষজন জন তো আমেরিকা যাওয়ার জন্য পাগল।

২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সবাই নিরাপত্তা চায় প্রথমে অর্থনৈতিক ,অতঃপর সামাজিক।
হাতে গোনা কিছু পরিবার ছাড়া ,কেউ নিরাপদ নয় ,দোষ সরকারের সব নয় ,আমরাও ক্ষদ্র স্বার্থে অমানুষ

৫| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৮:৪২

সোবুজ বলেছেন: আমেরিকা এখন আর কোন সাহায্য দেয় না।আগে দিতো গুঁড়া দুধ ও গম।

২৯ শে মার্চ, ২০২২ রাত ৯:২০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এখনো অনেক কিছু দেয়
আইনশৃঙ্খলা বাহিনীকে
১৫-২০ জন করে ওদের দেশে নিয়ে গিয়ে ট্রেনিং দেয়
অস্র গোলাবারুদ দেয়
নগদ অর্থ দেয়
বিভিন্ন মিশনে আমাদের সৈন্য যায় ,ডলারে বেতন পায় ,আমেরিকা সমর্থন দেয়
.........

৬| ৩০ শে মার্চ, ২০২২ ভোর ৪:৫৫

নেওয়াজ আলি বলেছেন: Rab এখন আর ক্রসফায়ার করে না কেনো

৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১:০৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আমেরিকার নিষেধাজ্ঞা ভয় পায় না,দেশে ক্রিমিনাল নেই তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.