নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ইসলাম মানেন না সেটা আপনার বিষয়। আচ্ছালামুয়ালাইকুম।

৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১:৪৯


একটি পরিবারের সবাই জন্মসূত্রে মুছলিম। যদিও ঠিক মতো ধর্ম পালন করেনা সবাই ,তবে বিশ্বাসে অটল। এখানেই কেউ একজন ধর্মে অবিশ্বাসী সুযোগ পেলেই ধর্ম নিয়ে অবজ্ঞা দেখায় এবং গায়ে পরে নিজের জ্ঞান জাহিরে তৎপর হয়। পরিবারে/সমাজে/কর্মস্থানে যেমন -
(ধর্ম না মানা বিজ্ঞ ব্যাক্তি)আমি সৃষ্টি কর্তায় বা ইসলাম মানি না(নাউজুবিল্লাহ)
(আল্লাহকে স্বীকার করা সাধারণ একজন )-আপনি না মানলে নাই ,কেউতো আপনাকে কিছু জিজ্ঞাসা করেনি।
(ধর্ম না মানা বিজ্ঞ ব্যাক্তি)-আপনারা যে কথায় কথায় নাউযুবিল্লাহ ,আলহামদুলিল্লাহ..... বলেন ,শব্দগুলি কি আপনাদের কিছু দিয়েছে ?
(আল্লাহকে স্বীকার করা সাধারণ একজন )-এটা আমার বাক স্বাধীনতা ,আমি বললে আপনার সমস্যা হবার কথা নয়।
(ধর্ম না মানা বিজ্ঞ ব্যাক্তি)- আধুনিক এ যুগে কেনো যে মানুষ সৃষ্টি কর্তা সৃষ্টি কর্তা করে ?
(আল্লাহকে স্বীকার করা সাধারণ একজন )- বোকা বলেই হয়তো আল্লাহ আল্লাহ করে,আপনাদের মততো সবাই জিনিয়াস না।
(ধর্ম না মানা বিজ্ঞ ব্যাক্তি)-এক্সজেটলি ,নিজের ক্ষমতার উপর যাদের ভরসা নেই ,তারাই ধর্ম ধর্ম করে ,আমরা নিজ ক্ষমতায় বিশ্বাসী ,ধর্মের প্রয়োজন নাই
(আল্লাহকে স্বীকার করা সাধারণ একজন )- ও আচ্ছা ,সেটা আপনার বিষয় ,আপনি যা বুঝেন তাই আপনার জন্য। ভালো থাকবেন, আচ্ছালামুয়ালাইকুম ।
(ধর্ম না মানা বিজ্ঞ ব্যাক্তি)-হু হু বাই
(আল্লাহকে স্বীকার করা সাধারণ একজন )- নিজে নিজে প্রশ্ন করে :-
বিজ্ঞান কবে আবিষ্কার করবে !? নিজের ইচ্ছা মতো জন্ম নেয়া বা জন্ম দেয়া।
যেমন আমি( ধর্ম না মানা বিজ্ঞ ব্যাক্তি) ধনীর ঘরে জন্ম নেবো ,বা এবার আমরা( ধর্ম না মানা বিজ্ঞ দম্পতি) সবুজ চোখের ফর্সা/শ্যামলা/কালো গায়ের রঙের ,ছেলে/মেয়ে জন্ম দিবো .
...........
আমার মনে হয় বিধর্মীরা ইসলামের যে অপব্যাখ্যা করে ,তারচে কথিত জুব্বা মুছলিম বেশি অপব্যাখ্যায় বা তর্কে জড়ায়। কেউ ইসলাম মানিনা বললেই তার সাথে তর্কে জড়ানোর প্রয়োজন নাই। যার যার বিশ্বাস তার তার। তবে হা ,তাইবলে ইসলামকে অপমান বা বিকৃত করার অধিকার কারো নাই,সে যেই হোক। আল্লাহ আমাদের হেদায়েত করবেন ,ইনশাআল্লাহ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:০০

জুল ভার্ন বলেছেন: ধর্ম মানা কিম্বা না মানা যার যার ব্যক্তিগত, অথবা সমষ্টিগত ব্যপার। তবে কারোর ধর্মবিশ্বাস কিম্বা ধর্ম সম্পর্কে বিষোদগার অনুচিত।

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। সহমত
পোস্টে বলেছি :-
কেউ ইসলাম মানিনা বললেই তার সাথে তর্কে জড়ানোর প্রয়োজন নাই। যার যার বিশ্বাস তার তার। তবে হা ,তাইবলে ইসলামকে অপমান বা বিকৃত করার অধিকার কারো নাই,সে যেই হোক। আল্লাহ আমাদের হেদায়েত করবেন ,ইনশাআল্লাহ।

২| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: ধর্ম দুই প্রকার — সংখ্যাগুরুর ধর্ম ও সংখ্যালঘুর ধর্ম !

যে দেশে যেটি সংখ্যাগুরুর ধর্ম তা ই শ্রেষ্ঠ ধর্ম! এই লজিকে ক্যাথলিক খৃষ্টান ধর্ম শ্রেষ্ঠ ধর্ম! ভবিষ্যতে নাস্তিকতা সর্বশ্রেষ্ঠ ধর্ম হতে চলেছে!

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সেটা আপনার বিষয় ,আচ্ছালামুয়ালাইকুম

৩| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধর্ম মানা না মানা ব্যক্তিগত। কিন্তু কিছু মানুষ নিজেকে সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাসে তার বেটাগিরি মাইনষের কাছে জাহির করতে উঠে পরে লেগেছে এই ব্লগে। কত যুক্তি রে বাবা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
ওটা তাদের একটা টেকনিক। আর, নাস্তিকতা একটি রোগ (নাম ভিন্ন হলেও সৃষ্টি কর্তাকে সবাই মানে ) .
আমাদের উচিত
পোস্টে বলেছি :-
কেউ ইসলাম মানিনা বললেই তার সাথে তর্কে জড়ানোর প্রয়োজন নাই। যার যার বিশ্বাস তার তার। তবে হা ,তাইবলে ইসলামকে অপমান বা বিকৃত করার অধিকার কারো নাই,সে যেই হোক। আল্লাহ আমাদের হেদায়েত করবেন ,ইনশাআল্লাহ।

৪| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধর্ম নিয়ে বিষোদগার করা ব্যক্তিরা নাম্বার ওয়ান রামছাগল। আরেবাপু তোমার ইচ্ছা হয়না তুমি পালন করনা সেটা তোমার স্বাধীনতা কিন্তু এখানে এসে মহা শিয়াল পন্ডিত সেজে ধর্মে গুতাগুতি করে পরিবেশ নষ্ট করার তো কোন মানে হয়না।

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।কিছু জুব্বা(দুঃখিত) মুছলিমও এর জন্য দায়ী
পোস্টে বলেছি :-
কেউ ইসলাম মানিনা বললেই তার সাথে তর্কে জড়ানোর প্রয়োজন নাই। যার যার বিশ্বাস তার তার। তবে হা ,তাইবলে ইসলামকে অপমান বা বিকৃত করার অধিকার কারো নাই,সে যেই হোক। আল্লাহ আমাদের হেদায়েত করবেন ,ইনশাআল্লাহ।

৫| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসল সমস্যা হলো, সম্পদ।

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সম্ভব হলে বুঝিয়ে বলেন (প্লিজ )

৬| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৪

সোবুজ বলেছেন: ধর্ম বিশ্বাস যার যার ব্যক্তিগত বিষয়।যে ধর্ম অন্যকে ঘৃনা করতে শিখায় সেটা কোন ধর্ম না।সেটা অধর্ম।

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
চমৎকার বলেছেন।
পোস্টে বলছি :-
কেউ ইসলাম মানিনা বললেই তার সাথে তর্কে জড়ানোর প্রয়োজন নাই। যার যার বিশ্বাস তার তার। তবে হা ,তাইবলে ইসলামকে অপমান বা বিকৃত করার অধিকার কারো নাই,সে যেই হোক। আল্লাহ আমাদের হেদায়েত করবেন , ইনশাআল্লাহ।

৭| ৩০ শে মার্চ, ২০২২ রাত ৯:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিঃশব্দ পরিবেশে বসে বিশ্বাসের সাথে নিজেকে প্রশ্ন করুন, বর্তমান বিশ্বে শান্তি স্বস্তির সাথে বাঁচতে হলে আপনার কী দরকার?

(চারপাশে তাকিয়ে কিছু দেখলে তাও বলবেন।)

(আজকে একটা খবরে করা মন্তব্য We are Muslims and we are killing each other only to establish lies.)

আমি ভ্রষ্টামি করে থাকলে তাও বলবেন।

৩০ শে মার্চ, ২০২২ রাত ১০:৪২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,বিশাল পটভূমি ।
আমি শুধু ছোট পরিসরে ,অহেতুক বিবাদ বর্জনের কথা বলেছি।
পোস্টে বলেছি :-
কেউ ইসলাম মানিনা বললেই তার সাথে তর্কে জড়ানোর প্রয়োজন নাই। যার যার বিশ্বাস তার তার
তবে হা ,তাইবলে ইসলামকে অপমান বা বিকৃত করার অধিকার কারো নাই,সে যেই হোক। আল্লাহ আমাদের হেদায়েত করবেন , ইনশাআল্লাহ।

৮| ৩০ শে মার্চ, ২০২২ রাত ১১:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি যা বলেছেন তা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুরু হয় এসব থেকে পরে শেষ হয় বিরাট ঘটনায়। সস্তা জনপ্রিয়তার জন্য কিছু আজেবাজে লোক ঝামেলা পাকায়।

আপনি নিশ্চয় দেখেছেন গত কয়েক দিনে অনেক ফাউল পোস্ট এসে‍ছে।

৩১ শে মার্চ, ২০২২ ভোর ৬:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
ওরা ইসলাম মানিনা ধরণের কথা দিয়ে শুরু করে গায়ে পরে ,আমরা (অল্পজানা মুছলিমরা ) গায়ে পরে ওদের উত্তর দিতে যেয়ে ঝামেলা বাধাই।
আমাদের জানা উচিত -ইসলাম সে শিক্ষা দেয়না।
পোস্টে বলছি :-
কেউ ইসলাম মানিনা বললেই তার সাথে তর্কে জড়ানোর প্রয়োজন নাই। যার যার বিশ্বাস তার তার। তবে হা ,তাইবলে ইসলামকে অপমান বা বিকৃত করার অধিকার কারো নাই,সে যেই হোক। আল্লাহ আমাদের হেদায়েত করবেন , ইনশাআল্লাহ।

৯| ৩১ শে মার্চ, ২০২২ রাত ২:১২

জটিল ভাই বলেছেন:
আসলে আমাদের ধর্মের সঠিক মর্যাদা আমরা দিতে পারলে "লাকুম দ্বীনুক ওয়াল ইয়া দ্বীন" কবেই বাস্তবায়ন করতাম।
সুন্দর পোস্ট।

৩১ শে মার্চ, ২০২২ ভোর ৬:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
ওরা ইসলাম মানিনা ধরণের কথা দিয়ে শুরু করে গায়ে পরে ,আমরা (অল্পজানা মুছলিমরা ) গায়ে পরে ওদের উত্তর দিতে যেয়ে ঝামেলা বাধাই।
আমাদের জানা উচিত -ইসলাম সে শিক্ষা দেয়না।
এবার বাংলা অনুবাদ বলেন -
"লাকুম দ্বীনুক ওয়াল ইয়া দ্বীন"

১০| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৯

এভো বলেছেন: ইসলাম মানেন না সেটা আপনার বিষয়। আচ্ছালামুয়ালাইকুম।

আই শিরণামটাই ইসলাম বিরুধী ।

৩১ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: অনেক ধন্যবাদ

১১| ৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: ইসলামের নিয়ম কানুন রাষ্ট্রও মানে না।
রাষ্ট্র ইসলামের নিয়ম অনুযায়ী চলে না। চলে সংবিধান অনুযায়ী। দুঃখজনক।

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বাংলাদেশ রাষ্ট্র বিভিন্ন ধর্মের এবং সব ধর্মের আইন কার্যকরী
৯০% মুছলিমের দেশে সরকারি ছুটি - বড়ো দিন ,পূজা ,ঈদ ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.