নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ইউক্রেন,হত্যার অস্র পায় / শ্রীলংকা,বাঁচার খাদ্য পায়না !!

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৯


ইউক্রেন ও শ্রীলংকার পরিস্থিতি ভিন্ন সেটা মানি ,চাহিদাও ভিন্ন। তবে দুই দেশের চাহিদাই মানবতার।বিশ্ব মোড়লরা সবসময় মানবতার কথা বলেই অরাজগতা করে ,তার একটি বড়ো উদাহরণ ও প্রমান ইউক্রেন ও শ্রীলংকা।
মোড়লরা যুদ্ধকে বাঁচিয়ে রাখতে কে কত সামরিক সরঞ্জাম দিবে ও দিচ্ছে তার প্রতিযোগিতায় নেমেছে। অথচ !?
নিজেরাই দেখে নেই --অভাব,চাহিদা ও যোগান
ইউক্রেনের অভাব চাহিদা ও যোগান :-(ন্যাটো থেকে পাচ্ছে )
জেলেনস্কি বিশ্বের কাছে বা ন্যাটো ভুক্ত দেশগুলি,যেমন:- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা এবং লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদার কাছে সাহায্য চায় মিসাইল ,যুদ্ধ বিমান,অর্থ ,গোলাবারুদ। ......ইত্যাদি

শ্রীলংকার অভাব চাহিদা ও যোগান :-(ন্যাটো জানেইনা অভাবের ভয়াবহতা)
১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি। নগদ অর্থ স্বল্পতার কারণে বিভিন্ন জরুরি পণ্য আমদানিতে সমস্যায় পড়ছে কলম্বো।
অভাব ও চাহিদা শ্রীলংকার
কাগজের তীব্র সংকটের কারণে শ্রীলংকার ওয়েস্টার্ন প্রভিন্সের সব স্কুলের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আজ সোমবার থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কাগজ ও কালি আমদানি করতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
................
সাইলন ইলেকট্রিসি বোর্ডের মজুত জ্বালানি শেষ হওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে সে দেশটি।
..........................
অভাবের মধ্যে রয়েছে চাল, তেল ও ওষুধ
অনেকেই বলতে পারেন -শ্রীলংকায় ,শ্রীলংকার সরকার আছে, তারাই সব করবে ,বাইরে থেকে মাতব্বরের দরকার নাই। ইটা মেনে নিলেও বলা যায় :-
মাতব্বরি না করলেন ,ঋণ না দিলেন ,সাহায্যের খাদ্য ,জ্বালানি ,কাগজ। ..তো দিতে পারেন
ইউক্রেন,হত্যার অস্র পায় / শ্রীলংকা,বাঁচার খাদ্য পায়না !!
মানবতার সংজ্ঞা অবস্থান ভেদে পরিবর্তনশীল

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:০০

সোনাগাজী বলেছেন:



টং চা'দোকানের রাজনৈতিক আলোচনার সামু-প্রতিনিধি?

ইউক্রেনের যুদ্ধের জন্য ইউক্রেনের সরকার দায়ী।

শ্রীলংকা, পাকিস্তান, নেপাল, ইয়েমেন, আফ্রিকা ও বাংলাদেশে দারিদ্রতার কারণ হচ্ছে, সময়ের সাথে মানুষ বাড়ছে, কিন্তু মানুষের জন্য প্রয়োজনীয় সম্পদ সৃষ্টি করতে পারছে না এসব দেশের সরকারগুলো।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সোনাগাজী বলেছেন:
টং চা'দোকানের রাজনৈতিক আলোচনার সামু-প্রতিনিধি?

ইউক্রেনের যুদ্ধের জন্য ইউক্রেনের সরকার দায়ী।
[সহমত]

শ্রীলংকা, পাকিস্তান, নেপাল, ইয়েমেন, আফ্রিকা ও বাংলাদেশে দারিদ্রতার কারণ হচ্ছে, সময়ের সাথে মানুষ বাড়ছে, কিন্তু মানুষের জন্য প্রয়োজনীয় সম্পদ সৃষ্টি করতে পারছে না এসব দেশের সরকারগুলো।
[বিভিন্ন বিভাগে উৎপাদন বাড়ছে ,যদিও যোগান অপ্রতুল
তারচেয়ে বড়ো কথা -""বন্টন প্রক্রিয়া উচ্চ পদস্থদের ইচ্ছে মাফিক "]

২| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: ভারতের এখন উচির শ্রীলংকা কে সাহায্য করা।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আগে নিজের অবস্থান ,অতঃপর সামগ্রিক (নির্দিষ্ট কাউকে বলা সমুচিত নয়)

৩| ০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন, " [বিভিন্ন বিভাগে উৎপাদন বাড়ছে ,যদিও যোগান অপ্রতুল তারচেয়ে বড়ো কথা -""বন্টন প্রক্রিয়া উচ্চ পদস্থদের ইচ্ছে মাফিক "] "

-কিসের উৎপাদন বাড়ছে, যা সঠিকভাবে বন্টন হচ্ছে না?

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
কৃষি ,শিল্প ,দক্ষ শ্রমিক.....

৪| ০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৪

সোনাগাজী বলেছেন:


দেশের নাগরিকদের প্রাইভেট উৎপাদন বাড়া ( কৃষি, শিল্প, ব্যবসা ) ও সরকারের আয় বৃদ্ধি ও সরকারী আয়ের বন্টন, নাগরিকদের জন্য সুযোগ সৃষ্টি ও নাগরিক অধিকারের সংরক্ষণ ইত্যাদি নিয়ে আপনার কোন ধারণা থাকলে জানাইয়েন।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সোনাগাজী বলেছেন:
দেশের নাগরিকদের প্রাইভেট উৎপাদন বাড়া ( কৃষি, শিল্প, ব্যবসা ) ও সরকারের আয় বৃদ্ধি ও সরকারী আয়ের বন্টন, নাগরিকদের জন্য সুযোগ সৃষ্টি ও নাগরিক অধিকারের সংরক্ষণ ইত্যাদি নিয়ে আপনার কোন ধারণা থাকলে জানাইয়েন।

লেখকের প্রতি উত্তর :-
সব কিছু গুলিয়ে কি তৈরী করতে চান বা তৈরী করা যায় বা কি তৈরী হয় ?
আপনার গুলিয়ে ফেলা প্রশ্ন প্রশ্ন প্রশ্ন থেকে , প্রশ্ন গুলি হবে -

১) দেশের নাগরিকদের প্রাইভেট উৎপাদন বাড়া ( কৃষি, শিল্প, ব্যবসা )
কোথায় কিভাবে কেন বেড়েছে/কমেছে?

২) সরকারের আয় ও বৃদ্ধি প্রাপ্ত আয় ও সরকারী ব্যায় বা ব্যায় খাত, আয়ের বন্টন কিভাবে অপচয় হচ্চে বা পরিত্রানের উপায় সম্ভব কিনা ,এবং কিভাবে ?

৩), নাগরিকদের জন্য সুযোগ সৃষ্টি ও নাগরিক অধিকারের সংরক্ষণ এ কি ভূমিকা সরকার রাখছে এবং কেন সেটা অপ্রতুল ,কিভাবে বৃদ্ধি করা যায় ?
...........

সোনাগাজী বলেছেন:
ইত্যাদি নিয়ে আপনার কোন ধারণা থাকলে জানাইয়েন।
লেখকের প্রতি উত্তর :-
কোনো ধারণা নাই।

৫| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১০:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
সঠিক নেতৃত্বে না থাকলে বাংলাদেশের অবস্থাও শ্রীলংকার চেয়েও খারাপ হত।
বিএনপি আমলে রফতানি ভাল ছিল, রেমিটেন্সও বেশ ভাল ছিল।
কিন্তু ৫ বছরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ এ ১ পয়শাও বাড়েনি, রিজার্ভে ৩ বিলিয়ন ছিল, ২০০৬ এ ক্ষমতা ছাড়ার সময়ও একই ৩ বিলিয়ন। যেখানে বাংলাদেশের বর্তমানে ৩ বিলিয়ন থেকে বেড়ে ৪৮ বিলিয়ন।
কোন বিদ্যুৎকেন্ত্র হয়নি। বিদ্যুৎ এক মেগাওয়াট না কিলোয়াটও বাড়েনি। কোন বড় সেতু হয় নি, মেগা প্রকল্প দুরের কথা, মেগা প্রকল্প কাহাকে বলে সেটাও যানতো না।
তাদের আমলে কোন অর্থ পাচার হয় নি, রিজার্ভ হ্যাকিংও হয় নি। তাহলে সে আমলে অর্জিত ডলারগুলো কোথায় গেল?
পাকিস্তানের বন্ধু হয়ে ট্রাককে ট্রাক অস্ত্র উলফাকে কিনে দিয়ে ভারতের সাথে গুতোগুতি করাটাই ছিল তাদের তথাকথিত উন্নয়ন।
২০০৮ এর পর নবনির্বাচিত সরকার বিপুল ব্যয় করে দ্রুত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি না করলে দেশের অবস্থা শ্রীলংকার চেয়েও খারাপ হত।

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,
কারো সাথে তুলনায় না গিয়ে ,যার যার সাফল্য ব্যার্থতা মাপকাঠি হওয়া উচিত।
এ সরকারের অনেক সফলতা আছে মালবিকার করার উপায় নেই।
তবে দ্রব্যমূলের কথাই ধরুন :-
গুদামে পণ্য আছে ,বাজারে নেই ,
আর বৈদেশিক মুদ্রার বিজার্ভকে ,যেভাবে বাড়তি যায় ভাবছে ,ফলে টাকার মান কমছে ,কদিনেই দেখবেন ১০০ টাকা হয়ে যাবে

৬| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সমস্যায় বলির পাঁঠা ইউক্রেন।

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
কৌতুক অভিনেতাও কম নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.