নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ করে প্রমান করলেন-ইউক্রেনে জনগণ,কিয়েভে সেনারা নিরাপদ (!?)

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২১


আসল ঘটনা চেপে রাখা যায়না ,থলের বিড়াল বেরিয়ে পরে ....
যুদ্ধ হচ্ছে ইউক্রেন ও তার অভ্যান্তরের স্বাধীনতাকামী দুটি দেশ দোনেৎস্ক এবং লুগানস্কের মধ্যে এবং অস্বীকার করার উপায় নেই যে স্বাধীনতাকামীদের পক্ষে রাশিয়া অশ্র হাতে সম্মুখ সারিতে।
পশ্চিমাদের কাছে ঘটনাটি হলো ;-
রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের বিভিন্ন এলাকার জনজীবন। আক্রান্ত শহরগুলোর সাধারণ বাসিন্দারাও রেহাই পাচ্ছে না। ইউক্রেনকে অস্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তার জন্য চাঁদা তোলা হচ্ছে। রাশিয়া গণহত্যা চালাচ্ছে ইত্যাদি ইত্যাদি।
এবার দেখি দুই ভারের আকস্মিক নিরাপদ ভ্রমণে কি প্রমান হলো। আমরা দেখেছি ,
যুদ্ধাবস্থার মধ্যেই কিয়েভ সফরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
আকস্মিক এই ভ্রমণে কিয়েভের রাস্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ঘুরে বেরিয়েছেন বরিস জনসন। এসময় পথচারীদের সাথে কথাও বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এখানেই কি প্রমান হলো না যে -
রাশিয়া বলেছে যে তারা কিয়েভ আক্রমণ করবেনা এবং দুজনের ভ্রমণে কোথাও কোনো যুদ্ধের চিন্হ দেখা যায়নি
রাশিয়া বলেছে তারা নাগরিকদের উপর জুলুম করছেনা এবং পাবলিক প্লেস নিরাপদ। বোরিসের ট্রেনে ছোড়ে কিয়েভে আসা কি প্রমান করেন ,পাবলিক প্লেস,রেললাইন ইত্যাদিতে কোনো হামলা করেনি রাশিয়া ?
রাশিয়া বলেছে - প্রতিরোধ না পেলে তারা ইউক্রেনের সেনাদের আঘাত করবেনা। কিয়েভের সেনাদের ফুরফুরে মেজাজে কি প্রমান হয়না প্রতিরোধ না করলে তারা নিরাপদ ?
মূল কথা -মানবতা মানবতা খেলা একতরফা প্রচার করে বিভ্রান্ত করা হচ্ছে বিশ্বকে। ইউক্রেনের উপর আক্রমণ হচ্ছে ,এটা যেমন সত্য ,ইউক্রেনীয়রা যে দোনেৎস্ক এবং লুগানস্কের বিরুদ্ধে গণহত্যা করেছে সেটাও সত্য। একপেশে নয় ,দুই ঘটনাকেই মেনে নিয়ে সমাধানে না আসলে সবার অবস্থায় করুন হবে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: রাশিয়া তার সৈন্যদের জন্য একটি বাস্তব অভিজ্ঞতা অর্জনের ব্যবস্থা করেছে শুধু। তারা চাইলে আরো অনেক আগেই ইউক্রেনকে পরাস্থ করতে পারতো।

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
(রাশিয়ার জন্য ২/৪ দিনের কাজ।)
শুধু তাই নয় ০
ইউক্রেনের জনগণকে বাঁচিয়ে/এড়িয়ে চলতে গিয়ে নিজেদের কষ্ট করতে হচ্ছে আরো বেশি (আমার ধারণা)
বন্দুকের নলের সামনে এক ইউক্রেনীয় মহিলার উগ্র মেজাজের ছবি/ভিডিও দেখে। রাশিয়ান সেনাদের প্রশংসা করেছি।
পশ্চিমারা ইউক্রেনকে গিনিপিগ বানিয়ে ছাড়বে

২| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪০

শাহ আজিজ বলেছেন: আপনার এই থিওরি অচল ( কনসপেরোসি থিওরি) । আপনি প্রকারান্তে গনহত্যাকে সমর্থন দিয়ে সবই ফটোশপ করে দিলেন । এই বিপুল সিনেমা সেট তৈরির সময় আপনি মনে হয় সেখানে ছিলেন ।

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যে যেভাবে দেখে /বুঝে।
জনসন,জেলেনস্কির সেট দেখে তাই মনে হয়ে আমার।

৩| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৩

সাসুম বলেছেন: গত পোস্টে বলেছিলাম- না আপনি এবার লাইনে আসছেন।


কিন্তু আসল সত্য হল- খবর কে টুইস্ট করা, আর নিজের মনের মত মিথ্যা, আজগুবি আর ভুয়া ন্যারেটিভ দাড় করানো আপনার মজ্জাগত অভ্যাস।

ক্যারি অন।

পরকালে আল্লাহ, হাবিয়া দোজগে নিয়া এমন পোড়ানি পুড়াইব আপ্নারে খালি মিছা কথা আর ভুয়া জিনিষ প্রচার করার জন্য বলার বাহিরে।

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমি যা বুঝেছি বলেছি ,মিথ্যা কোথায় পান
আল্লাহ কি করবেন ,সেটা আল্লাহ ভালো জানেন
আপনি জানেন কিভাবে ,(নাউযুবিল্লাহ )
আল্লাহ সবাইকে হেদায়েত করবেন ,ইনশাআল্লাহ।

৪| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫১

শাহ আজিজ বলেছেন: @সাসুম বলেছেন: গত পোস্টে বলেছিলাম- না আপনি এবার লাইনে আসছেন।






:D X(( :-P :P
:D X(( :-P :P

১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
প্রকৃত খবরের চেয়ে ,খবরের আলোচনা/সমালোচনায় আমরা বেশি আগ্রহী

৫| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: অযযথাই প্যাচাতে আপনি পছন্দ করেন।

১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
কাপড় লম্বা হলে ,তা ছাড়া উপায় থাকে না !

৬| ১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

সোবুজ বলেছেন: পশ্চিমারা যত অস্ত্র পাঠাবে ইউক্রেনের তত দুঃখ বাড়বে।মধ্যপ্রাচ্যে পয়সার ঝুনঝুনানী শেষ।আমেরিকা এবার ঠিক যায়গায় হাত দিয়েছে।

১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
যুদ্ধ জিইয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করছে,ইটা পশ্চিমের লাভজনক ব্যাবসায়।
তাতে ভার জেলেনস্কি ও তাল দিচ্ছে ,পিষ্ঠ হচ্ছে ইউক্রেনের জনতা

৭| ১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:



ব্লগারেরা আপনার আন্তর্জাতিক রাজনৈতিক ভাবনাকে বেশ মুল্য দিচ্ছেন!

১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
দামাদামীতে নাই ,
যা বুঝি তাই।

৮| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৮

বিটপি বলেছেন: প্রচুর বানান ভুল, তা নইলে ঘটনা ঠিক আছে। কিন্তু একটা কথা বলুন তো! ধরি, রাশিয়া কিয়েভ দখল করে আছে - এর মধ্যেই বরিস জংশন কিয়েভে বেড়াতে গেছে। কোন রাশিয়ান সেনার কি সাহস হবে তাকে বন্দি করা বা গুলি করার?

১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বানান ভুল লেখনী ধারা পরিবর্তনের কারণে ,দুঃখিত ও ধন্যবাদ
যুদ্ধে সবই সম্ভব ,নিরাপত্তা নিশ্চিত করেই গেছেন,যা আগাম ঘোষণা দিয়ে করতে হয় যেমন রেডক্রস বা মধ্যস্থকারী ......

৯| ১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৭

জ্যাকেল বলেছেন: ওকে, পশ্চিমা মিডিয়া যা বলে তা অনেক সময়ই বাস্তবতার অপজিট হই। তাাই আমি পোস্টে + দিলাম।

১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
কৌতুক,
অভিনেতা থেকে
বাস্তব ভার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.