নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিশ্চিত গন্তব্য

ভণ্ড সাধক

আমি কেউ না

ভণ্ড সাধক › বিস্তারিত পোস্টঃ

নিহত কেবিন ক্রু নাবিলার মেয়েকে নিয়ে লাপাত্তা কাজের বুয়া

১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৪:১১



নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্রু ছিলেন নাবিলা ফারহিন। দূর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। এ দূর্ঘটনার সংবাদ তার বাসায় পৌঁছার পর পরই নিহত নাবিলার দুই বছরের মেয়ে নিষাদকে নিয়ে পালিয়ে গেছে কাজের বুয়া।

নাবিলার ঘণিষ্ঠ এক আত্মীয় তার ফেসবুক ওয়ালে ছবিসহ পোস্ট দিয়ে জানিয়েছেন, দায়িত্ব পালনের জন্য প্রতিদিনের মতো সোমবার বাসায় বুয়ার দায়িত্বে মেয়েকে রেখে বেরিয়ে যান নাবিলা। বিমান দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর বুয়া মেয়েটিকে নিয়ে বাসা থেকে চলে গিয়েছে।



এশিয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ২০১৪ সালে ইউএস-বাংলা এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে যোগ দেন নাবিলা ফারহিন। তার স্বামী আনান আহমেদ প্রবাসে থাকয় উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাসায় মেয়েকে নিয়ে আত্মীয়দের সঙ্গে থাকতেন নাবিলা।

কাঠমান্ডুতে দুর্ঘটনায় পতিত বিমানের দুইজন ক্রু’র মধ্যে একজন ছিলেন নাবিলা শাহরিন। বিধ্বস্ত বিমান থেকে তার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির অপর ক্রু সুলতান হোসেন গুরুতর আহত হয়ে কাঠমান্ডু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত নাবিলার মেয়ের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ অথবা নিষাদের বড় চাচা বাবলুর ০১৯১৭৩৩৬৩৪০ নম্বরে বা ০১৭০৬ ০০১৯৫০ এ জানাতে অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় জিডি হয়েছে







মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৫:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুঃখের মধ্যে দুঃখ...

২| ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৫:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আহারে জীবন।

৩| ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৬:২০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই বুয়া সহ যে চক্রটি অপহরণে জড়িত তাদের যে কোনো মূল্যে গ্রেপ্তার করে দ্রুত বিচারে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদানের জন্য স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি |

৪| ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৬:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একজন সদ্যমৃত ব্যক্তির লাশের সৎকার হওয়ারও পূর্বে তার সন্তানটিকে নিয়ে পালিয়ে যাওয়ার মতো পৈশাচিকতাও দেখতে হবে দেশবাসীকে ??????

৫| ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহা!!! এতো মরার উপর খাড়ার ঘা।।:(:(
মানুষ এতটা স্বার্থপর/অমানুষ হতে পারে??X(
নিষাদের জন্য শুভকামনা। ও যে খানেই থাকুক ভাল থাকুক।।

৬| ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: বিমান দূর্ঘটনায় নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি।একই সঙ্গে নিহতদের পরিবারপরিজনকে উপর ওয়ালা রক্ষা করুন।আর ছোট্ট বাচ্চাটি যেন নিরাপদে আব্বুর কাছে ফিরতে পারে।

৭| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫২

ANIKAT KAMAL বলেছেন: কোন কিছুই রেখাপাত ক‌রে না নিলজ্জ দে‌শের নিলজ্জ মানুষ অামরা

৮| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: এই দুঃসংবাদটি আমাকে হতবাক করে দিয়েছে। শিশুটির জন্য হৃদয় ভারাক্রান্ত হয়ে গেছে।
স্বামী বিশুদ্ধানন্দ এর ৩ ও ৪ নং মন্তব্যের সাথে কন্ঠ মেলাচ্ছি। শিশুটির অপহরণ চক্রের সাথে জড়িত প্রতিটি ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি। প্রধানমন্ত্রী কেন, পুলিশ প্রধানের সদিচ্ছাই যথেষ্ট। একজন ভাল লোক হিসেবে তার যথেষ্ট সুনাম শুনেছি। আশাকরি তিনি দৃষ্টান্ত স্থাপনে এগিয়ে আসবেন।

৯| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৪

আকিব হাসান জাভেদ বলেছেন: সবার দোয়ায় বাচ্চাটিকে পাওয়া গেছে। আমরা না জেনে অনেক কিছু ভাবি , বিচক্ষনতা দিয়ে ভাবলে সহজ পথ টা বের হয়ে আসে। কাজের বুয়া মেয়েটিকে তার নানুর কাছে নিয়ে গেছেন। এখন ভালো আছেন।
সূত্র: ফেসবুক।

১০| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: পাওয়া যখন গেছে তখন পোষ্টটি ডিলিট করে দেওয়া ভাল।

১১| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এতো দেখছি মরার উপর খাড়ার ঘা। আইন প্রয়োগকারী সংস্থার তৎপর হওয়া উচিত।

১২| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: দুঃখের উপর দুঃখ।

১৩| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৫

যাযাবর রাজা রিটার্নস বলেছেন: মেয়েটাকে খিলখেত থেকে উদ্ধার করা হয়েছে ।বন্দনা কবীরের পোষ্টে দেখলাম।

১৪| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩

হাঙ্গামা বলেছেন: এটা ফেসবুক সাংবাদিকতা। লাইক কমেন্ট ব্যবসা।
যে বুয়ার উপর নাবিলা এত ভরষা করে দেশ বিদেশ চলে যায় সে বাচ্চা নিয়া পালাইয়া যাবার কথা না।
নিশ্চই বাচ্চার ভালোর জন্য কোথাও নিয়া গেছে।

১৫| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫০

প্রামানিক বলেছেন: বিপদের মধ্যে বিপদ দেখতেছি।

১৬| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বুয়া অপহরণ করেনি নিশ্চয়। করলে এতো তাড়াতাড়ি পাওয়া যেতো না।

১৭| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওহ্ বিপদরে বিপদ!
কী বলবো ভাষা হারিয়ে ফেলছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.