![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা-মাকে হত্যার আগেই 'সুইসাইডাল' নোট লেখে ঐশী। স্কুলের খাতার ১২ পৃষ্ঠা জুড়ে লেখা সেই নোটে উঠে এসেছে তার মনের একান্ত কিছু কথা। সে বলেছে, তার বাবা-মা তাকে বোঝার চেষ্টা করেনি কখনো। তারা দোষ-ত্রুটি খুঁজে বের করেছে কিন্তু ভালো দিকগুলো দেখার চেষ্টা করেনি কখনো।
বছর দুয়েক আগে বখে যায় ঐশী; কিন্তু তার বাবা-মা বিষয়টা বুঝতে পারেন মাস তিনেক আগে। সেই থেকে বাসার বাইরে যাওয়া বন্ধ করে দেয়া হয়। এই বখে যাওয়া ঐশী ডিজে পার্টির বন্ধুদের সঙ্গে ইয়াবা আর গাঁজা সেবন করে রঙিন দুনিয়ায় বিচরণ করত। তাই বাবা-মায়ের শাসনকে তার মনে হতো রঙিন দুনিয়ার সবচেয়ে বড় বাধা। বাবা-মা বেঁচে থাকলে স্বাধীনভাবে কোন কিছুই করা তার পক্ষে সম্ভব হবে না। তাই সে তাদের চিরতরে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। অবশ্য এর আগে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল সে। তাই তার পড়ার খাতার ১২ পৃষ্ঠা জুড়ে লিখেছিল সুইসাইডাল নোট! খাতাটি এখন গোয়েন্দার হাতে। সেখানেই পাওয়া গেল তার আত্মহত্যার ইচ্ছা আর বাবা-মায়ের উপর ক্ষোভের কারণ। তবে চিঠিটি সে নির্দিষ্ট কাউকে উদ্দেশ করে লেখেনি। ভেবে নিয়েছে নিশ্চয়ই কেউ পড়বে সেটা। যে পড়বে তাকেই উদ্দেশ করে লিখেছে সে।
নোট পড়তে চাইলে এখানে ক্লিক করুন
২| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩
সাদা পাখি বলেছেন: ৈসকত ইসলাম বলেছেন: ওর বাব ছিলো ঘুশখড় পুলিশ......মাদকের ব্যবসায় তার বাবার হাত ছিলো......এই অপকর্মের শোধ করল তার মাইয়া....তাকে খুন করে....
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৬
ৈসকত ইসলাম বলেছেন: ওর বাব ছিলো ঘুশখড় পুলিশ......মাদকের ব্যবসায় তার বাবার হাত ছিলো......এই অপকর্মের শোধ করল তার মাইয়া....তাকে খুন করে....