নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখানে নতুন,সবার সহযোগিতা চাই

ভালোবাসা দিয়ে,ভালোবাসা পেতে চাই

পুলক20

আমি নিজেকে খুব সাধারণ মনে করি।বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি।আমি স্বপ্ন দেখতে ভালবাসি,স্বপ্ন দেখি একদিন আসবে যেদিন আর কোনো শিশু রাস্তায় ভিক্ষা করবে না।

পুলক20 › বিস্তারিত পোস্টঃ

জার্মানিতে উচ্চশিক্ষা/পড়ালেখা/ক্যারিয়ার(কিছু অংশ বাদ পড়ায় পুনঃপ্রকাশিত)

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

উচ্চশিক্ষার জন্য জার্মানি যাবেন? গত মঙ্গলবার গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি তে,সেখানে জার্মানি তে পড়ালেখার ব্যাপারে BSAAG(Bangladeshi Students Alumni Association Germany)এর একটা সেমিনার ছিল।

সেমিনারটি তিনটি অংশে ভাগ করা ছিল যার ভেতরে প্রথমে ছিল জার্মানি,জার্মানি কালচার সম্পর্কে কিছু কথা যেটা আমার কাছে খুব মজার এবং খুব গুরুত্বপূর্ন মনে হয়েছে।২য় অংশে ছিল বিসাগ(অর্গানাজারদের) সম্পর্কে কিছু কথা এবং ৩য় অংশে প্রশ্নোত্তর পর্ব।মূল বক্তা ছিলেন আদনান সাদিক(B. Sc BUET,M. Sc Dresden University of Technology German)



শুরু করছি জার্মানি/জার্মানি কালচার দিয়ে।



জার্মানি বাংলাদেশের তুলনায় আড়াই গুণ বড় এবং জনসংখ্যা হচ্ছে ৮২.৩ মিলিয়ন যার ভেতরে ৭.৩ মিলিয়ন অর্থাৎ মোট জনসংখ্যার শতকরা ৮.৮ ভাগ বিদেশী।সবচেয়ে বড় শহর হচ্ছে বার্লিন যেখানে রয়েছে ৩.৪ মিলিয়ন লোক।১৬ টা প্রদেশ নিয়ে জার্মান যার সবগুলোকেই বক্তা বলেছেন "Independent"।অর্থাৎ আমাদের মত এককেন্দ্রিক নয়।জার্মান বিশ্বের টপ রপ্তানীকারী দেশগগুলোর মধ্যে অন্যতম।মজার কথা হল জার্মানীর জনসংখ্যা বৃদ্ধির হার নেগেটিভ(-0.033)৷বক্তার মতে "আমাদের কাছ থেকে ট্রেনিং নেয়া উচিৎ :D ।জার্মানীতে নারীর সংখ্যা বেশী।জার্মান কালচার,যেটা জার্মানীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তার ভেতর উল্লেখযোগ্য খেলাধূলা।জার্মানীতে ৯০০০০ হাজার sports club রয়েছে যেখানে রয়েছে ২৭ মিলিয়ন অ্যাকটিভ মেম্বার।শতকরা ৩৩৬ ভাগ লোক বিভিন্ন স্বেচ্ছাপ্রণোদিত কাজে নিয়োজিত এবং এই সেমিনারটি ও ছিল তেমনই একটা উদ্যোগ।জার্মানীরা টিভি খুব কম দেখে।সমাজ ব্যবস্থা পরিবার এবং বন্ধুত্বপূর্ন।স্বাস্থ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।আপনি ওখানে যেতে চাইলে আপনাকে অবশ্যই স্বাস্থ বীমা করতে হবে।জার্মানীর শতকরা ৭৫ ভাগ তরুণ বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত।





এবার আসছি পড়ালেখার বিষয়ে।



উচ্চশিক্ষার জন্য এখানে ৩৭০ টি প্রতিষ্ঠান রয়ছে।১৪০ টি বিশ্ববিদ্যালয় এবং এছাড়া ও ২০০ এর মত বিশ্ববিদ্যালয় ফলিত বিজ্ঞানের জন্য।মজার কথা হল এসব বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের মত নারী :P ।টিউশান ফি নেই বললেই চলে তবে অতি সম্প্রতি ৬টা ষ্টেটে ফি নেয়া হচ্ছে এবং সেটা সর্বোচ্চ ৫০০ ইউরো।আমাদের জন্য ভাল খবর হল বিশ্ববিদ্যলয়গুলোতে ২৪০০০০ এর মত বাইরের শিক্ষার্থী রয়েছে যদিও বাংলাদেশীদের তেমন দেখা যায় না।



জার্মানি তে পড়তে যেতে চাইলে আপনাকে অবশ্যই তাদের কালচার সম্পর্কে কিছুটা হলেও জানতে হবে।এরপরে জার্মান ভাষা আয়ত্ত করতে হবে খুব ভালভাবে।বাংলাদেশ থেকে কমপক্ষে দুটা লেভেল শিখে যাওয়া উচিৎ।ভাষা শিখবেন কোথায়? ভাষা শেখার জন্য আমার জানামতে দুইটা প্রতিষ্ঠান রয়েছে,একটা হল "গোথ ইন্সটিউট" এবং অপরটা ঢাবির "আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিউট" এছাড়া "একুশে" ও শেখা যেতে পারে।



জার্মানীতে আপনি কোথায় পড়বেন?এই সিদ্ধান্ত টা আপনাকেই নিতে হবে আর এর জন্য আপনি যেতে পারেন এই ওয়েবসাইট এ http://www.daad.de ।এখানে গেলে আশা করি আপনি সাবজেক্ট/কোর্স/বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব বুঝতে পারবেন।

জার্মানিতে অতি সম্প্রতি কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে তবে আমাদের জন্য পাবলিক ই ভালো হবে।



আবার জানা যাক কি কি প্রয়োজনীয়।আপনি যদি স্নাতক এ যেতে চান তবে দেশ থেকে আপনাকে স্নাতকে দুবছর পড়ে তারপরে যেতে হবে।ভাষা অবশ্যই জানতে হবে।আর যদি আপনি দুবছর নষ্ট না করতে চান তবে আপনাকে Studienkoleg নামে একটি পরীক্ষায় অংশ নিতে হবে এবং এরপরে আবার Entrance Exam দিতে হবে।আমার মনে হয় দুবছর স্নাতকে পড়ে তারপর যাওয়াটাই বেটার।ঝামেলা কম।তবে সবচেয়ে ভালো হয় Masters এ গেলে।আমি সিউর না তবে GRE(science)মনে হয় বাধ্যতামূলক না।আপনি যে প্রোগ্রামে(স্নাতকr/স্নাতকোত্তর/PhD)/যে বিশ্ববিদ্যালয় তে যেতে চান সে বিশ্ববিদ্যালয়ের টিচার/প্রফেসরদের সাথে নির্ভয়ে যোগাযোগ করুন,তারা আপনার আমার মতোই সাধারণ মানুষ।কিভাবে বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন তা আগেই বলেছি।তবে মনে রাখবেন,আপনি যখনই যান,যে কোর্সেই যান না কেন,জার্মান ভাষায় অবশ্যই দক্ষ হতে হবে।আপনার নিজের নিরাপত্তার জন্যই প্রয়োজনীয়।এক কথায় আপনার যা যা লাগবে-

>বিদ্যালয় ত্যাগের সনদ(আমাদের এইচ এস সি) আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন তার প্রত্যয়নপত্র।

>জার্মান ভাষায় দক্ষতা।

>Possibly pre-study internship or a certain grade point average.

>Formal criteria: Adherence to deadlines, correct kind of translations and certifications

এছাড়া আপনি যে বিষয়েই এ পড়েন না কেন ব্যাসিক প্রোগ্রামিং টা জানলে লাভবান হবেন।



এবার আসা যাক খরচের ব্যাপারে।



জার্মানে কোনো টিউশন ফি নেই।তবে ১৬ টা স্টেটের মধ্যে ৫ টা ষ্টেটে টিউশন ফি লাগে এবং সেটা সর্বোচ্চ ৫০০ ইউরো।থাকা-খাওয়ার খরচের ব্যাপারটা ঠিকভাবে বলা যাচ্ছে না তবে আপনি মোটামুটিভাবে ৪০০ ইউরো(প্রতি মাসে)এর নিচে চলতে পারবেন না,উপরে ধরতে হবে।প্রশ্ন করতে পারেন,এই ৪০০ ইউরো ম্যানেজ করবো কিভাবে?জার্মানে পার্ট-টাইম কাজ করার অনেক সুযোগ আছে।



কখন আবেদন করবেন?জার্মানে ২টা সেমিষ্টার,একটা শুরু হয় অক্টোবর এ এবং শেষ হয় জুন/জুলাই এ,আরেকটা শুরু হয় ডিসেম্বর এ এবং শেষ হয় ফেব্রুয়ারী/মার্চ এ।উপযুক্তদের আগে চিঠি পাঠায় এবং অনুপযুক্তদের পরে।



এবার ক্যারিয়ার নিয়ে কিছু কথা।



জার্মানীর অর্থনৈতিক অবস্থা ইউরোপিয়ান ইয়নিওনের(EU) এর দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো এবং সারা বিশ্বর মধ্যে ৪র্থ।জার্মানীর মানুষ সবচেয়ে বেশী যেটা কাজ করে তা হল SME(Small & Medium-sized Enterprises)।এখানে কাজের সেক্টরগুলো হল মোটরগাড়ি নির্মানকৌশল,যন্ত্রকৌশল,তড়িৎকৌশল,পরিবেশ প্রযুক্তি,চিকিৎসা ও প্রযুক্তি,জ্বিন প্রকৌশল,জৈবপ্রযুক্তি,ন্যানো প্রযুক্তি,কেমি কৌশল,বিমান প্রকৌশল, যুক্তিবিদ্যা।ভালো খবর হল Blue Card পাবার জন্য এখন আপনার আয় ৪৮০০০ ইউরো/বছর হলেই হবে যেটা ২০০৯ এর দিকে ৬৫০০০ ইউরো এর মত ছিল।





পুরো লেখাটা পড়ার পাশাপাশি যদি কাজগুলো করার কথা মনে করেন তবে আপনার কাছে খুব কঠিন মনে হতে পারে।কিন্তু এই কাজগুলো করে যদি আপনি সফল হন তখন কি হবে একবার ভাবুন তো?আপনার কি আর পেছনে তাকাতে হবে?

এটা হল একটা দীর্ঘ প্রক্রিয়া,এখানে আপনি সময় ইনভেষ্ট করবেন সারা জীবনের জন্য।জার্মানরা সবচেয়ে কোন কাজটি বেশী অপছন্দ করে জানেন? শর্টকাট মারাটা।আর কোনটি সবচেয়ে বেশী পছন্দ করে?খেলাধূলা/সংস্কৃতি এবং তাদের স্বাস্থ/স্বেচ্ছাসেবী কার্যক্রম।একটু উপরে লখ্য করলেই দেখতে পাবেন,জার্মানির তরুণ সমাজের একটা সংখ্যাগরিষ্ঠ পরিমান ব্যস্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম নিয়ে।আর আমরা?

বক্তার মতে জার্মানদের কাছে গুরুত্বের দিকটা এমন-

>স্বাস্থ,খেলাধুলা

>পরিবার,সম্পর্ক

>পেশা

>ধর্ম

>টাকা



আমাদের ক্ষেত্রে উল্টিয়ে দিলে মনে হয় খুব একটা ভুল হবে না :P



পরিশেষে আমি BSAAG এর কথাটাই বলতে চাই-

>শুধু নিজের জন্য না,দেশের জন্য অবদান রাখুন।!

>তথ্য সবার জন্য উন্মুক্ত থাকা উচিৎ।

>কাজ করতে হবে নিঃসার্থভাবে

>খরচ অবশ্যই সবাইা ভাগাভাগি করে নিব।!



আপনারা যারা জার্মান যেতে ইচ্ছুক তাদের সবার জন্য শুভ কামনা।



তথ্যসূত্র এবং কৃতজ্ঞতা: http://bsaagweb.de/



Goethe Institute website: http://www.goethe.de/dhaka



Varsity/Subject Choose: http://daad.de

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

প্রণব রায়। বলেছেন: পিলাচ

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

পুলক20 বলেছেন: ধইন্যা।চাথে থাকবেন। :প

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

ছদ্দবেশী বলেছেন: ভালো লাগলো...

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

পুলক20 বলেছেন: ধন্যবাদ। :)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

সেল্ফ রিলায়েবল বলেছেন: অসংখ্য ধন্যবাদ। লেখাটা সরাসরি প্রিয়তে।

আপনার লেখায় শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। দয়া করে বানিজ্য ও কলা বিভাগের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা সম্পর্কে যদি কিছু বলতেন তাহলে ভাল হত। বিশেষ করে জার্মানিতে MBA করার ব্যাপারে কিছু বললে খুবই উপকার হয়।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

পুলক20 বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।
প্রথমত বক্তা বিজ্ঞানের ছা্ত্র হওয়ায় এই দিকটাতে তার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক,তাই বিজ্ঞানের উপরে হাইলাইট হয়েছে।
দ্বিতীয়ত,আপনি খুব সহজেই এমবিএ নিয়ে এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারেন এখানে http://daad.de/।এরপরো কোনো প্রশ্ন থাকলে নির্দিধায় উপস্থাপন করুন,আমি সর্বাত্মক চেষ্টা করবো।ধন্যবাদ ভাই।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক জানা হল

: দৃষ্টি আকর্ষণ

ধর্ষক দের ফাসি চাই
পাশাপাশি আওয়াজ তুল

মধ্যযুগের বর্বরতা
সবাই আওয়াজ তুল
ভারতের হায়নাদের কবল থেকে মুক্ত চাই বাঙ্গালী
বিএস এফের বিচার চাই
অন্যায় ভাবে সিমান্তে হত্তা বন্ধ হোক করতে হবে

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

পুলক20 বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.