![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন বয়ে চলে অজানা পথে
চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে ঘুরে এলাম ছবি ব্লগ ১।
চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে ঘুরে এলাম ছবি ব্লগ ৩।
ঈদ-উল-ফিতরের ছুটিতে কি করবো ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে ফেললাম শ্রীমঙ্গল যাবো, কি আর করা, যেমন ভাবনা তেমন কাজ । তবে গিয়ে সত্যিই খুব উপভোগ করেছি ভ্রমণটা । ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই এই ছবি ব্লগের অবতারনা। ও! আরেকটা কথা আমি ব্লগের ক্যামেরা বাটন প্রেস করে ছবি দিতে পারছিনা, মানে ছবি আসছেনা তাই নীচের ড্র্যাগিং সিস্টেমটা ব্যবহার করছি তাতে ছবির সামান্য পরিচয় দিতেও পেরেশান হয়ে যাচ্ছি,ফলে ভূল ভ্রান্তির সমুহ সম্ভাবনা রয়েছে। ভূল ভ্রান্তির ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই, সুতরাং আপনারা নিজ গুনে এই অধমকে ক্ষমা করে দেবেন আশা করি।
নূরজাহান চা বাগান
এখানে চা পাতা সংগ্রহ করে ওজন করা হয়
[sb ]চা গাছ এগুলো ছাটা হয়না বরং নূতন চা গাছ উৎপাদনে ব্যবহৃত হয়
না ছাটা চা গাছের পাতা
চা বাগান
ঈদ-উল-ফিতরের ছুটিতে কি করবো ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে ফেললাম শ্রীমঙ্গল যাবো, কি আর করা, যেমন ভাবনা তেমন কাজ । তবে গিয়ে সত্যিই খুব উপভোগ করেছি ভ্রমণটা । ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই এই ছবি ব্লগের অবতারনা। ও! আরেকটা কথা আমি ব্লগের ক্যামেরা বাটন প্রেস করে ছবি দিতে পারছিনা, মানে ছবি আসছেনা তাই নীচের ড্র্যাগিং সিস্টেমটা ব্যবহার করছি তাতে ছবির সামান্য পরিচয় দিতেও পেরেশান হয়ে যাচ্ছি,ফলে ভূল ভ্রান্তির সমুহ সম্ভাবনা রয়েছে। ভূল ভ্রান্তির ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই, সুতরাং আপনারা নিজ গুনে এই অধমকে ক্ষমা করে দেবেন আশা করি।
নূরজাহান চা বাগান
এখানে চা পাতা সংগ্রহ করে ওজন করা হয়
[sb ]চা গাছ এগুলো ছাটা হয়না বরং নূতন চা গাছ উৎপাদনে ব্যবহৃত হয়
না ছাটা চা গাছের পাতা
চা বাগান
২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৬
পুলক ঢালী বলেছেন: ব্লগে স্বাগতম সামু পাগলা০০৭। চোখে পড়লো তাহলে! স্বচক্ষে দেখা আর ক্যমেরার চোখে দেখার মধ্য ফারাক আছে সেটা সামুতে ছবিগুলি দেখে বুঝতে পারছি । কষ্ট করে দেখা এবং মন্তব্য করারজন্য অশেষ ধন্যবাদ ভাল থাকুন।
৩| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৩
সুমন কর বলেছেন: ছবিগুলো যদিও একই ধরনের, তবুও দেখে ভালো লাগল।
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। আসলে যে বাগানের ছবিই দেই যেহেতু টিলার উপর ধাপে ধাপে একই সাইজের চা গাছেরছবি একই রকম মনে হবে। মাধবপুর লেক, মাধব কুন্ড, গ্র্যান্ড সুলতান রিসোর্টের ছবি পর্যায়ক্রমিক ভাবে দেবো।
৪| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি আপলোড করতে আপনি কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন?
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৯
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ কাভা ভাই আমি ছবি আপলোড সমস্যায় পড়ার পর থেকে মনে মনে খুব প্রত্যাশা করছিলাম আপনাকে, আর আপনি নক করেছেন দেখে খুব খুশী হয়েছি।
আমার সমস্যাঃ
১। নূতন ব্লগ লেখার পেজ ওপেন করে ছবি দেওয়ার ক্যামেরা আইকনে ক্লিক করলাম ডায়লগ বক্স আসলো, নির্ধারিত ছবি ক্লিক করলাম ছবির একটা কোড বা ডিজিটাল নম্বর সহ ১%২%---------১০০% আপলোড হলো, তারপর ম্যসেজ আসলো আপনার ছবিটি অটো ইন্সার্ট হবে। ছবির অপেক্ষায় বসে রইলাম তো বসেই থাকলাম ছবি আর আসেনা।
২। কোন কমেন্টে গিয়ে আরেকজনের ব্লগে ১নং পদ্ধতিতে ছবি আপলোড করতে পারছি। এখন আমার প্রশ্ন অন্য ব্লগে ছবি দিতে পারার কারন কি ঐ ব্লগ কম্পিটেবল নাকি কমেন্ট বক্স কম্পিটেবল এবং আমার ব্লগ আনকম্পিটেবল? এই সব ঘোরপ্যাচের বিন্দুমাত্র বুঝিনারে ভাই। আপনি আমাকে উদ্ধার করুন। আরেকটা কথা রিপ্লাইতে ইমো, বোল্ড, ইটালিক এগুলো অপশন যোগ করা যায় কিনা একটু দেখবেন প্লীজ, আবারো ধন্যবাদ কাভা ভাই।
৫| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৪
জুন বলেছেন: গতবছরই এসব এলাকায় ব্যপক ঘুর ঘুর করে এসেছি। তাই চেনা জায়গাগুলো দেখে ভালোলাগলো বেশ। সুন্দর ছবি।
৬| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৮
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ম্যাডাম, ব্লগে স্বাগতম। বাংলার ইবনেবতুতার কোন কিছু দেখা বাদ থাকবেনা এটাই স্বাভাবিক। কিছু বাদ থাকাটাই অস্বাভাবিক। দেখা জায়গার ছবিগুলো আপনার পূরনো স্মৃতিকে কিছুটা হলেও জাগ্রত করিয়ে থাকলে আমি স্বার্থক নিঃসন্দেহে ।
৭| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৬
আমি ইহতিব বলেছেন: খুব পছন্দের জায়গা শ্রীমঙ্গল। বিয়ের কিছুদিন পরই গিয়েছিলাম দুদিনের জন্য। এত্ত এত্ত সবুজ দেখে মন চোখ জুড়িয়ে গিয়েছিল। ইচ্ছে আছে আবার যাওয়ার। আপনার ছবিগুলো সুন্দর।
১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ আমি ইহতিব ভাই। শ্রীমঙ্গল আসলেই খুব সুন্দর জায়গা বার বার যেতে ইচ্ছে করে । অবশ্যই সুযোগ পেলে আবার ঘুরে আসবেন বৈকি।
৮| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫
প্রামানিক বলেছেন: দারুণ ছবি। ধন্যবাদ
১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। একটু সুস্থ্য হলে শ্রীমঙ্গল থেকে বেড়িয়ে আসুন ভাল লাগবে।
৯| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩১
হাসান রাজু বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর সুন্দর
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৫
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ হাসান রাজু সময় করে ঘুরে আসুন।
১০| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৪
মাদিহা মৌ বলেছেন: না ছাটলে যে চা গাছ এত বড় হয়, জানতামই না!
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১১
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ মাদিহা মৌ । আমিও জানতাম না, তবে গাছের গোড়া দেখে বুঝেছি এগুলো অনেক বড় হয়। চা গাছের ফলের ছবি উঠাতে পারিনি, তিনকোনা সাইজ, রাবার ফলের মত, জগাখিচুরী ছবি ব্লগে দিয়ে দেব। হাসির ইমো হবে।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:২০
সামু পাগলা০০৭ বলেছেন: খুব ভালো লাগল পুলক ভাই। আমি নিজে বেশ ঘরকুনো, খুব একটা বেড়াই না কিন্তু অন্যদের অভিজ্ঞতা শুনতে, দেখতে খুব ভালো লাগে।
মনে করে আমাদের সাথে শেয়ার করার জন্যে ধন্যবাদ।
শুভকামনা!