![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"
হে বঙ্গবাসী,
তোমাদের মধ্যে যাহারা রবীন্দ্র সঙ্গীত চর্চা করিয়া থাক তাহাদের জন্যে নতুন "ড্রেস কোড" আসিয়াছে। কেহ শাড়ী অথবা পাঞ্জাবী (ক্ষেত্রবিশেষে পরিধেয়
) ছাড়া অন্যকিছু পরিধান করিয়া রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করিলে তাহা শ্রোতাকুলের কাম-লালসা জাগাইয়া উঠাইতে পারে যাহার কারণে তোমার অখাদ্য টাইপের গানও শ্রোতাকুল অসাধারণ মনেকরিয়া তাহাকে হিট খাওয়াইয়া দিবে। এইকারণেই বর্তমানের অনেক শিল্পীদের গান হিট খাইয়াছে। কারণ শিল্পীদের পরিধেয়র চিপায় চাপায় তাকাইয়া শ্রোতাকুল গানের মর্ম উদ্ধারের চেষ্টা চালায়। তাই এই "ড্রেস কোড" মানিয়া গান পরিবেশন করিলে অচিরেই হয়তো আমরা রবীন্দ্র আইটেম সঙ্গ গুলিকে প্রতিহত করিতে পারিব।
-- মিতা হকের অমর বাণী
এই ধরণের কুরুচি সম্পন্ন কথা কারও কিভাবে মাথায় আসে তাহা আমার বোধগম্য ছিল না।
http://www.youtube.com/watch?v=PEW9VVz3djI
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩
পুরোনো পাপী বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
শূন্য পথিক বলেছেন: