![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"
বেশ কয়দিন আগে দেখা হইছিল, কিন্তু স্বভাবসুলভ আইলসামীর কারণে লিখতে ইচ্ছা করে নাকিছুই। এই কারণে অনেকদিন চুপ কইরা আছিলাম। ঘাটাঘাটি করতে গিয়া মনে পরলো যে ২-৩ লাইন লেইখ্যা দেই। কিন্তু কি লিখুম। প্রতিটা সিনামাই শেষ পর্যন্ত একই দিকে যাইয়া ঠেকে। কেম্নে নারীকুল পুরুষদের মাথায় কাঠাল ভাইঙ্গা খাইতে পারে তার প্রতিচ্ছবি। এই এক কথা কইতে কইতে মুনেলয় মুখ ব্যাথা হইয়া গেছে। আর এইখানে তো খালি কাঠাল ভাঙ্গেই নাই সাথে কাঠালের বিচি দিয়া ঢিলা-ঢিলি ও করছে তা সিনামা দেখার পরে আপনারা সকলেই বুঝতে পারবেন আশাকরি।
সুপার স্টারদের জীবনী বা এদের সম্পর্কিত অনেক সিনামা আছে যাতে সকল স্টার দের সম্পর্কে অনেক তথ্য আছে। এছাড়াও নিজেদের আশে পাশে তাকাইলেই দেখা যায় তাহাদের প্রতি অনেককেই ক্র্যাশ খাইতে। ইহা মানবকূল (মতান্তরে নারী কূল)এর স্বভাবজাত বৈশিষ্ট। তাদের সকল কিছুই ভালো। তারা কিছু কইলেই মানুষ হাইসা গড়াইয়া পরে খুব উচ্চমর্গীয় হিউমার মনেকইরা। আর এইধরণের ক্র্যাশ এর ফলশ্রুতিতে কতদূর গড়াইতে পারে তা সিনামা কিছুদূর গড়াইলেই টের পাবেন।
এইবার আসি নামকরণের সার্থকতায়। ছুডুবেলায় “রচনার শিল্পগুণ” এ পড়ছিলাম রচনার সার্থকতা তার নামে অনেকটুকু প্রকাশ পায়। রচনা প্রাঞ্জল ভাষা ও সহজ ভাবে উপস্থাপন করতে হয়। তবেই মানুষ বেশি খাইবো থুক্কু বেশি পছন্দ করব। এই থিওরী সিনামার ক্ষেত্রে আইজকাইল সঠিক দেখা যাইতাছে। নামের দিকে লক্ষ করলে দেখবেন যে সিনামার নামের একাংশে “ইস্টুপিড” শব্দটির উল্লেখ আছে। এই ইস্টুপিড শব্দের প্রাঞ্জল এবং সহজ উপস্থাপন রয়েছে সিনামায়। আর “কিস মি” দেইখা কেউ লুল কিছু ভাইবেন না। এইডা ইস্টুপিডএর লগে মিলাইতে এই নামকরণ করা হইছে মুনেলয়।
অনেকক্ষণ হুদাই গ্যাজাইলাম। Kiss Me, Stupid আসলে Anna Bonacci’র একটি মঞ্চ নাটক L'Ora della Fantasia (The Dazzling Hour) কে সামনে রেখে তৈরী। মুটামুটি ভাললাগার কথা যারা দেখেননি। কমেডি ফিল্ম হিসেবে বেশ ভালোই বলতে হবে। পুরোটা সময় বেশ মজা করেই কাটবে আশা করা যায়। এছাড়াও অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ও যথেষ্ট ভালো।
যারা এখনো দেখেননি দেখতে বসে যান।
Movie: Kiss Me, Stupid (1964)
Director: Billy Wilder
Story & Screenplay: Billy Wilder (screenplay), I.A.L. Diamond
Gener: Romance| Comedy
Stars: Dean Martin, Kim Novak, Ray Walston
ডাউনলোড করতেঃ Click This Link
প্রথম প্রকাশঃ আমরা ɯoʌıǝ পাগল বোইন qɹoʇɥǝɹ
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮
পুরোনো পাপী বলেছেন:
২| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯
শাহরিয়ার খান রোজেন বলেছেন: দেখা দরকার।
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬
পুরোনো পাপী বলেছেন: হুদাই টাইম নষ্ট হইবো কিন্তুক
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
পুরোনো পাপী বলেছেন:
৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
এম ই জাভেদ বলেছেন: আচ্ছা , এই তাহলে কাহিনী !!!
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮
পুরোনো পাপী বলেছেন: হায় হায় বুইজ্জালছেন
৫| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৩
গোঁফওয়ালা বলেছেন: দেখতে হবে। এটা কি সাদা কালো ছবি নাকি?
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮
পুরোনো পাপী বলেছেন: জি ভাই সাদা কালা সিনামা
৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৩
নাজিম-উদ-দৌলা বলেছেন:
এমন নামে ছবি আছে, এইটাই তো জানা ছিলনা !
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৫
পুরোনো পাপী বলেছেন: কি কন মিয়া বাই
ইডা তো ভালা কইলেন না
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯
বেলাল তামজীদ বলেছেন: কেম্নে নারীকুল পুরুষদের মাথায় কাঠাল ভাইঙ্গা খাইতে পারে ??!!??