![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"
বরাবর,
মাননীয় (যাহার জন্যে প্রযোজ্য)
ভারত/কিংবা পাকিস্থানের অঙ্গরাজ্য।
বিষয়ঃ ~আসন্ন T20 বিশ্বকাপের উদ্বোধনীতে গুন্ডে সিনামার প্রদর্শনী প্রসঙ্গে~
জনাব/জনাবা,
যথা বিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা বাংলাদেশের কতিপয় জারজ সন্তান। আমাদের দেশীয় সংস্কৃতি সম্পর্কে ত্যাক্ত বিরক্ত। আমাদের কোনমতেই নিজেদের সংস্কৃতি মাথার ক্ষুদ্র মস্তিষ্কে তো প্রবেশ করেই না (আপনাদের মতই) বরং আমরা নিজেদের গুহ্যদ্বার দিয়াও প্রবেশের চেষ্টায় বেশ কতকবারে বিফল হইয়াছি। আমরা নিজের দেশের পতাকার চাইতে ভারত কিংবা পাকিস্তানের পতাকাকেই বেশি পছন্দ করিয়া থাকি। নিজের ভাষার গান থেকেও বেশি পছন্দ করি হিন্দী কিংবা ইংরেজী গান। আমরা খেলার মাঝে রাজনীতি টানিয়া থাকি না। আমরা নিজেদের শীল্পীদের গান শুনিতে চাইনা কোন মতেই। আর আমাদের সিনামার কথা নাহয় নাই বলিলাম। দিন কতক আগে "গুন্ডে" নামক সিনামায় আমাদের মুক্তিযুদ্ধ (যা আমরা গণ্ডগোল বলিতেই বেশি ভালবাসি) বিষয়ে একটু ভুল তথ্য দেওয়ায় কতিপয় নাস্তিক-মুরতাদের ফালাফালিতে এমন সুন্দর সিনামার IMDB র্যাং কিং নামাইয়া দিয়াছি। (যা কোন মতেই উচিৎ হয় নাই। এদের সকলের ফাঁসি চাই) ।
উপরোক্ত বিষয়ের দিকে দৃষ্টি দেয়ে আপনি বা আপনারা এতক্ষণে বুঝিতে পারার কথা আমরা আসলে নিজেদের চেয়ে অন্যের ঢোলয়াই বাজাইতেই বেশি পছন্দ করি। এই ব্যাপারটা আমরা আপনাদের মাধ্যমেই অর্জন করেছি। ইতোপূর্বেও আপনারা তিতাস নামক একখানা ক্ষেতের উপরে আইল দিয়া মানুষের(অন্য দেশের লিখতে কষ্ট হইতেছে) সুবিধা করিয়াছেন। সাথে সুন্দরবন নামক এক জংলায় মানুষের সৌভাগ্য গড়িয়া তুলিবার নিমিত্তে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করিতেছেন। আমরা এতে পূর্ণ সমর্থন সহ নিজেদের পশ্চাদ্দেশ বিলাইয়া দিতে কাপণ্য করিব না।
অতএব, আপনাদের প্রতি আমাদের আবেদন(পাও চাটা টাইপের) এই যে, আসন্ন T20 বিশ্বকাপের উদ্বোধনীতে গুন্ডে সিনামার প্রদর্শনী করিয়া আজকের কনসার্টের ১৪ কলা করিয়া যেই ২ কলা বাকী রাখিয়াছেন তাহা পূর্ণ করিয়া আমাদের মতন অধমদের বাধিত করিবেন।
বিনীত নিবেদক
বাংলার কতিপয় জারজ সন্তান
১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০২
পুরোনো পাপী বলেছেন: দেশ প্রেম কি গো ভাই জয় হিন্দ, পাকিস্তান জিন্দাবাদ
২| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২২
কাফের বলেছেন: এইগুলার আত্মসম্মানবোধ বলতে কিছু নাই! শালার যত সব ছ্যছড়ার দল!
৩| ১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: এ্যাগ্রীড
৪| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০২
হাসান মাহবুব বলেছেন: গুন্ডেতে ১ দিয়া আসলেই ভুল করছি!
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩০
হাসিব০৭ বলেছেন: আসলেই খুব কষ্ট হয় যখন দেখি এদেশের মন্ত্রি এমপিরা যখন ভারত নামক নোংরা দেশের পা চাটে। দেশপ্রেম থাকলে এরকম হত না