নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুতুল আলতাব

জীবনটাকে চেনা জন্য অনিশ্চিত গন্তব্যে পথ চলা।

পুতুল আলতাব › বিস্তারিত পোস্টঃ

ছেলেদের জন্য বউ আর মেয়েদের জন্য জামাই।

০৫ ই মে, ২০১৪ বিকাল ৫:০০

ছেলেদের জন্য বউ আর মেয়েদের জন্য জামাই।



যেমন করে ছেলেদের জন্য বউ খুঁজা তেমনি করে মেয়েদের জন্য জামাই খুঁজা। ছেলে-মেয়েদের দুইপার্টির অভিবাবক পাগলের মত হয়ে যায়।

তাদের দেখে মনেহয় কুরবানীর গরুর খোঁজার মত জামাইয়ের জন্য বউ খুজে, বউ জন্য জামাই খুঁজে। সেতুবন্ধন নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতেও একে অপরকে দিয়েও থাকে।



মাঝে মাঝে মনেহয়, লোভ লালসা ভরে যাচ্ছে বৈবাহিক সম্পর্ক। বর্তমানে বেশীর ভাগমানুষই বিয়ে করার করার ভালো চাকুরীজীবী মেয়েদের বিয়ে করতে চায়।



মেয়েরাও কম নয়। ছেলে যেমনই হোক না-কেনো তবে সরকারী চাকুরীজীবী হতে হবে। অনেক সময় আমি শিক্ষিত অনেকের মধ্যেও এই মানসিকতা দেখেছি।

তবে কষ্ট পাওয়ার কিছু নাই। কারন আমাদের সমাজ ব্যবস্থার উপস্থিতি দেখে স্বাভাবিক বলেই মনেহয়।



তবে মজার বিষয় হচ্ছে আমাদের এই সমাজে চাকরী খুঁজা আর জামাই-বউ খুঁজা সহজ হয়ে যাচ্ছে। চারিপাশে পাত্র পাত্রী আর চাকুরীর কিছু বিজ্ঞাপন দেখে তাই মনেহয়।

চাকরী দেওয়া জন্য যেমন রয়েছে প্রতিষ্ঠান তেমনি রয়েছে বিবাহ জন্য পাত্র-পাত্রীর সন্ধান দেওয়ার প্রতিষ্ঠান আর এইসব প্রতিষ্ঠারে গিয়ে অনেকই হয়ে যাচ্ছে দিশেহারা।



আমার এক পরিচিত বড় ভাই, তিনি সরকারী চাকুরীজীবী তার বয়স প্রায় ৪৫ চলছে। সেই কবে থেকে স্বর্ণপরী সুন্দরী চাকুরীজীবী জীবনসঙ্গী করার জন্য মেয়ের সন্ধারে আজও পথ হাটছে।



আজ হঠাৎ ভাইয়ের সাথে সাক্ষাৎ ভাইকে বললাম ভাই মানসিকতা একটু পরির্বতন করুণ না-হয় কপালে দুঃখ আসতে পারে। সহজ একটি রাস্তা সন্ধান আপনাকে দিতে পারি হতো সমাধান পেয়েও যেতে পারেন। দৈনিক পত্রিকায় পাত্র পাত্রী বিজ্ঞাপন আসে সেই দিকে একটু সুনজর দিবেন কাজ হয়েও যেতে পারে।



তবে বিবাহের পর পাত্রী যেনো আবার আপনাকে কানাডা অস্ট্রেলিয়ায় না নিয়ে যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৫:১৭

মাঘের নীল আকাশ বলেছেন: এটি একটি পারপেচুয়াল প্রসেস... :|

০৬ ই মে, ২০১৪ দুপুর ১২:৪২

পুতুল আলতাব বলেছেন: সহমত :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.