নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://shurtaal.blogspot.com/

শিরোনামহীন.....

শিরোনামহীন

আমি তোমার জন্যে পথপ্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকবো ঐ বৃক্ষ অনন্তকাল ধ’রে যোগ্য পথিকের জন্যে প্রতীক্ষমান, আমাকে তুমি প্রতীক্ষা করতে বোলো আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনড় বিশ্বাসে, দাঁড়িয়ে থাকতে-থাকতে আমার পায়ে শিকড় গজাবে ... আমার প্রতীক্ষা তবু ফুরোবে না ...

শিরোনামহীন › বিস্তারিত পোস্টঃ

আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?

০১ লা মার্চ, ২০১০ বিকাল ৫:০৯



একটু যদি তাকাও তুমি মেঘ গুলো হয় সোনা

আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?

একই আকাশ মাথার ওপর এক কেনো ভাবছোনা?

আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?

আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?



আসবে বলে ঐ যে দেখো মেঘেরা দাঁড়িয়ে

আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে

মেঘের মতো হাঁটবো দুজন হাত কেনো রাখছোনা?

আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?



চলো দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে

যা কিছু আজ মনের মতো আনবো যে ছিনিয়ে

আমার মতো কেনো তুমি মন খুলে রাখছোনা?

আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?



একটু যদি তাকাও তুমি মেঘ গুলো হয় সোনা

আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?

একই আকাশ মাথার ওপর এক কেনো ভাবছোনা?

আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?

আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?



শিল্পী - বাপ্পা মজুমদার এবং ফাহমিদা নবী

অ্যালবাম- এক মুঠো রোদ্দূর ২

ডাউনলোড লিঙ্ক - http://www.mediafire.com/?mj2hxjzjgni

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১০ বিকাল ৫:১৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রিয়তে রাখলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২| ০১ লা মার্চ, ২০১০ বিকাল ৫:১৮

আহমেদ রাকিব বলেছেন: বাপ্পার গান গুলা ইদানিং এক ঘেয়ে মনে হয়। এইটা শুনি নাই। শুইনা দেখি। :) কপি পেস্ট। ;)

৩| ০১ লা মার্চ, ২০১০ বিকাল ৫:৩০

প্রচেত্য বলেছেন: খুবই সুন্দর

৪| ০১ লা মার্চ, ২০১০ বিকাল ৫:৫২

মাহফুজ খান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১২ ই মার্চ, ২০১০ রাত ১:২০

সোলায়মান বলেছেন: গানটা অবশ্যই অনেক সুন্দর একটি গান। এ্যালবামের অন্য কিছু গান রয়েছে। ওদের উভয় দৈত এ্যালবামটায় অনেক ভালো ভালো রয়েছে।

৬| ১২ ই মার্চ, ২০১০ রাত ১:২৩

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: একটু যদি তাকাও তুমি মেঘ গুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?

৭| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:০৬

রাসেল মাহ্‌মুদ বলেছেন: গান ভালো লেগেছে।

৮| ২৭ শে মার্চ, ২০১০ দুপুর ২:৩১

শামীম শরীফ সুষম বলেছেন: সুন্দর , সুন্দর

৯| ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৭

আবু সালেহ বলেছেন:
সোজা প্রিয়তে.......

১০| ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা? কেন দেখবে ওর কি দেখার কথা ? আমি কিন্তু দেখার জন্য বসে আছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.