নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুতুলেরআম্মু

পুতুলের আম্মু

পুতুলের আম্মু › বিস্তারিত পোস্টঃ

বন্ধু, এইতো আমি...

০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:২০

আমি জানি, কিছু কিছু সর্ম্পক হাই-হ্যালোকে ছাড়িয়ে হৃদয়ের গভীরে স্থান করে নেয়, ঐসব লোকেরা অনুভব করে নিজের হৃদয় দিয়ে-এটাতো হৃদয়েরই চিৎকার। তোর আমার কারো সাধ্য নেই ইহা রুধিবার!
আমরা যারা কাজের জবাবদিহীতায় কিংবা ঐ যে বল্লি- কর্পোরেট সীমাবদ্ধতায় সারাক্ষণ নিজেকে বিলীয়ে বেড়াচ্ছি এর মধ্যেও সেই হৃদয়ের কাকুতি-বোবা কান্না উপেক্ষা করেই রুটিনমাফিক ঠোটের হাসিরেখা টেনে বলে যাই- ইয়েস স্যার, ওকে স্যার, অ্যাই এম ওকে স্যার। ৫এমজি রিবোটিল খেয়ে চোখের পাতাগুলোর উপর মনের খবরদারী খামোশ বলে চোখকে বলে যায়- আরেকটু ধর্য্য ধরো। কেবলইতো দীর্ঘ ৭ ঘন্টা বিশ্রাম ফেলে!!
দোস্ত, তোর মনের ঝাকুনি কিছুটা বুঝতে পেরেছি, এটাও বোঝতে পেরেছি যে- সময় ও নিষ্টুর প্রকৃতি আমাদের আলিঙ্গণকে সহ্য করতে পারেনা। তাতে কি হয়েছে আমাদের হৃদয়ের নেটওর্য়াক তো আর কর্পোরেট না, এখানে তো কোন ধরনের ট্রাফিক নেই, চোখ বুঝেই আমরা আমাদের হৃদয়ের কথাগুলো মনযোগ দিয়ে শুনি আর কোনরকম প্রিজারভেটিভ ছাড়াই বলি- তুই ছাড়া কে আছে বন্ধু! তারবিহীন এই সম্পর্ক সহজে যায় কি মিইয়ে!আমি আছি তোর সাথে-এই ধরলাম তোর বাহু শক্ত করে।
ডরাইস না হে সুজন! এই দেখ-ছুয়েঁ দেখ বন্ধু!
দোস্ত,একজন মানুষের সীমানারেখা ত ঐটুকুনই। সবোর্চ্চ দুই প্রজন্ম! আর বেশি আর কেউ ঠিকে থাকেনা। ইতিহাস এমনই বলে, আমরা এই সামান্য সময়ের জন্য কতই না অমরত্বের চেষ্ঠা- বন্ধনের গভীরতা, সর্ম্পকের উষ্ঞতা, প্রেমের উম্মাদানা, বাচাঁর আকুঁতি, পাওয়ার চুড়ান্ত চেষ্টা, ধরে রাখার যুদ্ধ!! এসব কিছু মনে পড়ে নিজে নিজেই হাসি আর বলি- কিরে বোকা রাম-
অতকিছু ধরে রাখার ডিভাইস আছে নাকি আর ঐ সমস্ত ডিভাইসে কোন প্রোটেক্টর থাকে না এগুলি ঐ দু'প্রজন্ম পর্যন্তই তারপরে হ্যাক হয়ে যায় এবং হ্যাক হবেই।
সুতরাং আয়, একত্রে হাত উচুঁ করে সমস্বরে বলি- খোদা হাফেজ দোস্ত, ওখানেও ভালো থাকিস সুযোগ পেলে মধ্যরাতে ঘুম হতে উঠে জায়নামাজে বসে ক'ফোটা ভালোবাসার জল ফেলে বলিস- হে দু'জাহানের মালিক- আমার বন্ধু যেন কষ্ট না পায়- তাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাদের। ঐ জীবনেও যেন আমাদের অবশিষ্ট ভালোবাসা পূর্ণতা পায়।
যদি আবেগি কিছু বলে থাকি-ওসব স্কিপ করিস, ইহা আমার একান্তই ভিজে যাওয়া হৃদয়ের কথোপকথন। অতটুকুনই থাক। জীবনযুদ্ধে কাউকে ঠকাইস না, সময়ের সাথে যুদ্ধ করার দু:সাহস দেখাইস না, তাকে তার গতীতে থাকতে দে। বাচারঁ জন্যইত এই পথ চলা, তাই লেটস গো এন্ড এহেড। সময়-শরীর-সুযোগ এসবকে শ্রদ্ধা করিস। আমাদের বন্ধনে কোন হ্যাকার প্রবেশ করবেনা এটা বিশ্বাস করি। যে অবস্থাই থাকি না কেন আমরা থাকি সবসময় হৃদয়ের কাছাকাছি- বেচেঁ থাকুক হৃদয়ের বন্ধন-সজিব থাকুক আমৃতু্্য এই হৃদয়ত্বতা। আল্লাহ আমাদের সহায় হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.