নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোড়ার অনেক প্রতিশব্দ আছে, যেমন -
১। ঘোটক,
২। অশ্ব,
৩। বাজি,
৪। তুরগ,
৫। তুরঙ্গ,
৬। তুরঙ্গম,
৭। হয়,
ইত্যাদি।
যারা ভাবছেন এটা ঘোড়ার উপরে মূল্যবান তথ্যমূলক লেখা তার শেষ পর্যন্ত দেখবেন আসলে সবটাই "ঘোরার ডিম" বা "অশ্ব ডিম্ব" প্রসব হয়েছে। গুগলকে টেক্কা দিয়ে "ঘোড়া ডিঙিয়ে ঘাস" খাওয়ার কোন ইচ্ছে আমার নেই, সব তথ্য গুগল মামার কাছেই আছে। এখনো "ঘোড়ার উপরে চড়া" শিখিনি তাই ঘোড়া নিয়ে লেখাটা হবে আমার জন্য "গরীবের ঘোড়া রোগ" এর মত। কাজ নাই তাই "ঘোড়ার ঘাস কাটাছি" বলতে পারেন। এটা আসলে কিছু কাঠের ঘোরার ছবি পোস্ট। ছবিগুলি সব নেট থেকে নেয়া।
[
img|http://i.imgur.com/gTWJ3FU.jpg]
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: শুনছি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে কিছু আছে।
২| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন ঘোড়া পোষ্টে ধন্যবাদ
অদেখা দেখা হল!
++++
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
সুমন কর বলেছেন: প্রতিটি শিল্প (কাঠের ঘোড়া) দারুণ। শেয়ার করার জন্য ধন্যবাদ।
+।
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: কিছুতো ফটসপিং বলে মনে হচ্ছে!!
৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কালেকশান,দেখে মুগ্ধ হলাম!
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭
অগ্নি সারথি বলেছেন: ভেবেছিলাম শুধু একটা ছবিই। কিন্তু পোস্টে ঢুকে দেখি এতো বিশাল কালেকশন। মুগ্ধতা!
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: কষ্ট করে পোস্টে ঢুকেছেন বলে অনেক অনেক শুভেচ্ছা, আর মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭
শামীম সুজায়েত বলেছেন: ঘোড়াগুলোর দেখা কই পাবো ভাই?