নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

১। অগ্রসর = অগ্র+সর = সরের অগ্রভাগ বা উপরিভাগ।


২। অচকিত = অ+চকিত = যার চকি (চৌকি বা খাট) নাই।


৩। অচিন = অ + চিন = যেটা চীন দেশে তৈরি হয় নি।


৪। অচির = অ + চির = যাতে চির ধরে না বা ফাটে না। মজবুত।


৫। আচানক = আ + চানক = যে ব্যক্তি গোসল (চান) করে না।


৬। অজ্ঞাতবাস = অজ্ঞাত + বাস = যে বাসের (Bus) পরিচয় পাওয়া যায়নি।
উদাহরণ – অজ্ঞাতবাসের ধাক্কায় লোকটি অক্কা পায়।


৭। অনুগ্রহ = অণু + গ্রহ = ছোট্ট গ্রহ।


৮। অনুকম্পা = অণু + কম্পা = মৃদু ঝাকুনি।


৯। অনুকুল = অণু + কুল = ছোট সৈকত।


১০। অনুগত = অণু + গত = একটু আগে।


বি দ্র
দুই একটা বানান ইচ্ছাকৃত ভাবে এদিক-ওদিক করা হয়েছে। আর বাকি ভুলগুলি নিজ গুণে বুঝে নিবেন।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

রাইসা আন্তা বলেছেন: ভালো লাগল

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

তারেক ফাহিম বলেছেন: আধুনিক বাংলা সংকোচন কী বুঝাতে চাচ্ছেন

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: সংকোচনৈ দেখলেন?

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ১১।
ক। পগলা= প্ + গলা= পা থেকে গলা।
খ। জগাই = জ + গাই = জগে গাইয়ের দুধ দোহান করা হবে।

বি দ্র
ভুলগুলি নিজ গুণে বুঝে নিবেন এবং ইহা ফান করা হয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ "বড় দাঁত" ভাই।
শাহদাৎ = শাহ + দাঁত = বড় দাঁত বা গজদন্ত।
বি দ্র
ভুলগুলি নিজ গুণে বুঝে নিবেন এবং ইহাও ফান করা হইয়াছে।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০

বিজন রয় বলেছেন: মজা পেলাম।
+++

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদধন্যবাদ

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

কাছের-মানুষ বলেছেন: অনেক সুন্দর পোষ্ট । ভাল লেগেছে অনেক ।

++++++++

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদধন্যবাদধন্যবাদ

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

সুমন কর বলেছেন: মজা পেলাম।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ কর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.