নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

শিমুল গাছে আগুন

১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৫

ফুলের নাম: শিমুল, রক্তশিমুল, লালশিমুল।
সংস্কৃত নাম : শাল্মলী, মোচা।
ইংরেজি নাম : Silk Cotton
বৈজ্ঞানিক নাম : Bombax ceiba



কয়েকদিন আগে ২৪/২/২০১৭ ইং তারিখে ফেইসবুক গ্রুপ Save the Heritages of Bangladesh এর সাথে বেড়াতে গিয়েছিলাম নরসিন্দী হয়ে কিশোরগঞ্জের দিকে। উদ্দেশ্য ছিল ঐদিকে পুরনো জমিদারবাড়ি, মসজিদ, মঠ, মন্দির ইত্যাদি দেখা। গাড়ি দিয়ে যাওয়ার সময় দেখলাম গ্রামের দিকে এখনো প্রচুর শিমুল গাছ রয়েছে আর সেগুলিতে পাতা ঝরে গিয়ে ফুলে ফুলে লালে লাল হয়ে আছে, যেন শিমুল গাছ গুলিতে আগুন লেগেছে। বেড়ানোর ফাকে ফাকে কিছু শিমুলের ছবি তোলার সুযোগ হয়েছিলো আমার সেদিন। সেই সব আগুন লাগা শিমুলের ছবি আজ এইখানে। ২০+ ছবি আছে, তাই লোড হতে একটু সময় নিবে।





























































মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৭

নিরব জ্ঞানী বলেছেন: আহা, এমন একটি ছবি ব্লগের অপেক্ষায় ছিলাম অনেক দিন। আমি জাপানে থাকি, কিছু দিনের মধ্যেই এখানে সাকুরা ফুল ফুটবে। তখন ইচ্ছে মত ছবি তুলবো। প্রতিবার এসময় ছবি তোলার সময় মনে হত, আহা কবে দেশে গিয়ে শিমুল ফুলের ছবি তুলবো। আপনি আমার মনের ইচ্ছেটা পূরণ করে দিলেন।

শুভেচ্ছা নিবেন।

১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অতি আবেগী আপনার ইচ্ছে সময় মতই পূরণ হবে নিশ্চই। শুভকামনা রইলো আপনার জন্য।

২| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৬

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট।

১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন কর ভাই মন্তব্যের জন্য।

৩| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৬

বাঁকখালির বাঁকে বলেছেন: ভালো লাগা

১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৯

শরতের ছবি বলেছেন: সময়ের ফল সময়ে খেতে হয় । তাতে দেহ সুখে রয় । সময়ের ফুল ও সময়ে দেখতে হয় ,এতে হৃদয় চাঙা হয় । আপনাকে ধন্যবাদ ছবি গুলো শেয়ার করলেন । নয়তো কল্পনায়ই দেখা হত । মনের তৃপ্তি হত না । শহর আমাদের অনেক কিছু দিয়েছে অনেক কিছু কেড়েও নিয়েছে । বিজ্ঞানের মত ।

১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার বলেছেন, ধন্যবাদ প্রিয় শরতের ছবি ভাই সুন্দর মন্তব্যের জন্য।

৫| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯

সঞ্জয় নিপু বলেছেন: আরো অনেক ফুলের ছবির অপেক্ষায় রইলাম।
সাথে সাথে ,নরসিন্দী হয়ে কিশোরগঞ্জের দিকে। উদ্দেশ্য ছিল ঐদিকে পুরনো জমিদারবাড়ি, মসজিদ, মঠ, মন্দির ইত্যাদি জায়গার সম্পর্কে বিস্তারিত ভ্রমনের লেখা ও চাই।

ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: মনে রইলো আপনার কথা ও পরামর্শ প্রিয় নিপু ভাই।

৬| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৯

কানিজ ফাতেমা বলেছেন: আমার ডেস্কটপে এখন আপনার শিমুল শোভা পাচ্ছে ।
শুভ কামনা রইল ।

১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে খুব।
প্রথম শিমুলের ছবিটা গত কয়েকদিন ধরে আছে আমার ডেক্সটপের পর্দায়।

৭| ১৫ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৪২

হাসান রাজু বলেছেন: হায়রে কপাল। কয়দিন আগে শিমুল ফুল দোখতে গিয়াছিলাম শিমুল বাগানে (সুনামগঞ্জ)। দেরি করে ফেলেছিলাম। ততদিনে ফুল ঝড়ে গিয়েছিল। আপনার ছবি দেখে.....। আফসোস....।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও যাওয়ার ইচ্ছে ছিলো, আগামী বছর হয়তো যাবো।

৮| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১২

মাহবুবুল আজাদ বলেছেন: ওফ অসাধারন লাগল সব ছবি। অনেক অনেক ধন্যবাদ শিমুলের জন্য।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে আজাদ ভাই।

৯| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

জসীম অসীম বলেছেন: অষাধারণ ছবি। দেখতে দেখতে যেন শৈশবেই ফিরে গিয়েছিলাম।

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য প্রিয় জসীম অসীম ভাই।

১০| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

জসীম অসীম বলেছেন: অসাধারণ।

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.