নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিবাহ বিভ্রাট - ২

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫০

বিজয়-বিমলার বিবাহে বরিশালে বিক্ষোব

বিবাহ বাতিক ব্যাধি বাধাইয়া বৃদ্ধ বিজয় বাহাদুর ব্যানার্জী বাবুর বয়স বিবেচনা বিলুপ্ত। বৃদ্ধের বয়স বিবেচনায় বধূ বালিকাই বটে। বরিশালবাসী বিজয়-বিমলার বিবাহের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোবের ব্যাপারে বদ্ধপরিকর। বরিশালবাসীর বলিতেছেন- “বৃদ্ধ বিজয় বাহাদুর ব্যানার্জী ব্যাটা বজ্জাৎ, বেশরম, বিবেচনা বর্জিত, বেহুশ, বিবাহ বাতিকগ্রস্থ।” বিজয়-বিমলার বিবাহে বরিশাল বিক্ষোবে ব্যাতিব্যস্ত।


বরিশালবাসীর বক্তব্য – “বৃদ্ধ বিজয় বাহাদুর ব্যানার্জীবাবুর বেশী বয়সের বিবাহের বিপদ বছরান্তে বয়ে বেড়াবে বিমলা। বরিশালবাসী বিমলার বেহুদা বৃদ্ধ বিবাহের ব্যথায় ব্যথিত। বরিশালবাসী ব্যথিতের বেদন বুঝেন। বুঝেন বলিয়াই বালিকা বিমলার বিবাহে বরিশালবাসী বিচলিত।”


বৃদ্ধ বয়সে বিবাহ বাতিকগ্রস্ত বিজয় বাহাদুরের বিবাহের ব্যাপারে বড্ড বাড়াবাড়িতে বাংলাদেশীরাও বেশ বিচলিত। বাল্য বিবাহ বাংলাদেশের বিধি বিধানে বাতিল বলিয়া বিবেচ্য। বৃদ্ধের বালিকা বিবাহের বিষয়ও বিবেচনায় বাঁধে বলিয়া বিবেকবানেরা বলিতেছেন।


বর্তমান বাস্তবতায় বিবেগহীন বৃদ্ধের বালিকা বিবাহে বাংলাদেশের বাসিন্দাদের বোধ-বুদ্ধিতে বিপজ্জনক বিরুপ বিক্রিয়া বাধাইবে বলিয়া বোধহয়। বিজয়-বিমলার বিবাহ বাতিলের বিনীত বক্তব্য বিচারালয়ের বিজ্ঞ বিচারকের বিবেচনায় বিহিতের বাসনা বরিশালবাসীর। বিবাহ বাতিলের বিষয়টি বরিশালের বিচারালয়ের বিজ্ঞ বিচারকের বিশেষ বিবেচনায় বিচারাধীন।


বিবাহ বাতিলের বিরুদ্ধে বৃদ্ধ বিজয় বাহাদুর বাবুর বিশাল ব্যয়ে বিদেশী বড় ব্যারিষ্টার বিচারালয়ে বহাল। বিবাহ বাতিলের বিষয়ে বিনয়ী, বুদ্ধিমান, বহুভাষিক ব্যারিষ্টারের বিচক্ষণ বক্তব্য, বিমলার বয়ান বিবেচনায় বিচারকের বক্তব্যে বিলক্ষণ বুঝাযায় বিচারক বিজয়-বিমলার বিবাহ বহালের বার্তা বলিবেন। বিচারে বিজয় বাহাদুরের বিজয়ে বিবেকবানেরা বিচলিত।


বিমলার বিচারালয়ে বিপরীত বয়ানে বিক্ষুব্ধ বেদনাকাতর, বিবর্ণ, বিরস বরিশালবাসী বিচারালয় বর্জনে বাধ্য। বিজয়-বিমলার বিবাহবিচ্ছেদের বিচারে বিফলের বদনামের বোঝা বইতে বইতে বারিশালবাশী বিস্ময়বিস্ফারিত বদনে বাড়ির বাটে বেরহন।


বরিশালবাসী বুঝেনাই বিমলা বিবাহবিচ্ছেদে বিমুখ। বিধবা বিমলা বৃদ্ধ বিজয় বাবুকে বিবাহের বিনিময়ের বিলাশ বহুল বাড়ি, বিশাল বিত্ত বৈভবের বাড়বাড়ন্ত বাসনায় ব্যগ্র। বরিশালবাসী বিলম্বে বুঝিলেন বিমলার বিবাহের বিরধীতা বুদ্ধিহীনের বেহুদা বাক্য ব্যয়।

সূত্র : নিজ
ধন্যবাদান্তে - সাড়ে চুয়াত্তর
বিবাহ বিভ্রাট - ১

এ-পলাশ সে-পলাশ নহে

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:


আপনি ছবি কি দিয়েছেন, আর কি লিখেছেন, কোন কিছু কি বুঝা যায়?

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা এমনি এমনি দিয়েছি।

২| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব-বিভ্রাটে বেহুঁশ বদনে বিলাপ বকিতেছি

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বকা-বকি-বাদ

৩| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বিবাহ-বিভ্রাট-১ পড়ে এলাম। অসাধারণ বললে কম বলা হবে। অসাধারণ দক্ষতা এটা আপনার। এগুলোর একটা নাম আছে, ভুলে গেছি।

চলুক। খুব মজাদার পোস্ট।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য আর মতামরে জন্য।
এগুলিকে বলে "অনুপ্রাস"। যদিও এগুলিকে অনুপ্রাস বলা পুরপুরি ঠিক হবে না। অনুপ্রাসে ছন্দ থাকে। এগুলিতে নেই।

৪| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মরুভূমির জল দস্যু ভ্রাতা
আমি ছবি বিভ্রটে
বাকরহিত !!

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: সবটাই বিভ্রাট ভ্রাতা

৫| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০০

ইসিয়াক বলেছেন: বেশ কষ্ট সাধ্য । ভালো লাগা জানবেন।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, একটু খটোমটো হয়েছে

৬| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:





জরুরী জিগ্যাসা: -
ছবিটি কি আপনার নিজের তোলা? জানতে চাওয়ার কারণ দুটোই মেয়ে। এবং কোনো বিয়ে বাড়িতে মজা করে তারা ছবি তুলেছেন।


০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক ধরেছেন।
ছবিপি আমার তোলা।
দুজনেই মেয়ে।
বন্ধুর বিয়েতে মানিকগঞ্জে গিয়ে এ দৃশ্য দেখে অবাক হয়েছি। ওরা জামায়ের স্টেজ দখল করে বসে আছে। জামাইকে বসতে হলে ওদের টাকা দিয়ে উঠাতে হবে।

৭| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি Tongue twister শব্দটার কথা বলছিলাম।

Peter Piper picked a peck of pickled peppers
A peck of pickled peppers Peter Piper picked
If Peter Piper picked a peck of pickled peppers
Where’s the peck of pickled peppers Peter Piper picked?

Susie works in a shoeshine shop. Where she shines she sits, and where she sits she shines

Fuzzy Wuzzy was a bear. Fuzzy Wuzzy had no hair. Fuzzy Wuzzy wasn’t fuzzy, was he?


০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: Tongue twister হচ্ছে
• লাল রিল, নিল রিল৷
• বারো হাড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি৷
• কাঁচা গাব, পাকা গাব৷
• রুই মাছের লেজ লাল৷
• পাখি পাকা পেঁপে খায়৷
• জলে চুন তাজা, তেলে চুল তাজা৷
• লালু রেলে লেবু লাল চা বিক্রি করে৷
এইসব

৮| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো একটা জিনিস জানা হলো। আমি তো বাংলা-ইংরেজি সবগুলোকেই Tongue twister মনে করেছিলাম। বাংলায় কাঁচা গাব পাকা গাব নিয়া অনেক দুষ্টুমি করেছি, কিন্তু এটা যে Tongue twister তা জানা ছিল না।

'ক'-এর প্যারাটা খুঁজতে যেয়ে পেলাম আপনার আগের পোস্টে। 'স' দিয়েও সুন্দর একটা প্যারা পড়েছিলাম।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আবারও মন্তব্যের জন্য।
আরো অনেকগুলি Tongue twister আছে বাংলাতে। ইংরেজিতেও আছে।
আর দিয়ে এই টাইপের আছে দুটি। একটি আমার সম্প্রসারণ করা, অন্যটি সংগৃহীত।
দিয়ে আছে একটি।
কিন্তু আপনি দিয়ে কোনটি পেলেন? "শ্যামবাজারের শশীবাবু সোমবার দিন সকালবেলায় সাইকেলে করে শশা খেতে খেতে সরসরিয়ে শ্বশুরবাড়ি যায়৷" এটি?
দিয়ে একটি ছিলো অমলডাঙ্গার অমল বাবুকে নিয়ে। এখন আর খুঁজে পাই না।

৯| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাহ বাহ , বিবাহ বাতিকগ্রস্ত, বেশরম, বেয়াদব, বেতাল, বরিশাইল্লা বুড়া ব্যাটার বুদ্ধি বেশী । বেইজ্জতির ব্যাপারে বৃদ্ধ বিজয় বাহাদুর ব্যানার্জি বাবু বড়ই বেখবর। ব্যাপারটা বরিশালবাসীকে ব্যাপক বিস্ময়কর, বিব্রতকর, বেহুদা, বিপদজনক, বিবেচনা বর্জিত বিশাল বিনোদন বিলিয়েছে। বিবেকহীন বৃদ্ধের বিবেচনা বর্জিত, বেয়াদবির বিচারে বেদনাক্লিষ্ট, বিক্ষুব্ধ, বিচলিত, ব্যথিত, বিবর্ণ, বিরস বরিশালবাসী বদ্ধপরিকর। বুড়া ব্যাটার বছর বছর বাচ্চা বয়সী বালিকা বধুর ব্যামো বড়ই বিপদজনক বা বেমানান। ব্যাপারটাতে বরিশালবাসী ব্যথিত। বিলাশ বহুল বাড়ি, বিশাল বিত্ত, বৈভবের বাড়বাড়ন্ত বাসনার ব্যগ্রতা বালিকা বধুর বিপদ বাড়াবে। বিশাল ব্যয়ে বিলাতি বিনয়ী, বুদ্ধিমান, বহুভাশিক, বিচক্ষণ বড় ব্যারিস্টারের বিয়ে বাঁচানোতে বরিশালবাসী বিচলিত। বিচক্ষণ, বিবেকবান বিচারকের বিবাহ বহালের বার্তায় বৃদ্ধ বিজয় বাহাদুর ব্যানার্জি বাবুর বিবাহ বাঁচিল বটে।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বিবাহ বিভ্রাটে ব্রাদারের বকবকানিতে বিবাহ বিভ্রাট-২ বাহিপ্রকাশ। বাকবকানি বাড়িলেও বিবাহ বিভ্রাট-৩ বানাইলে বরিশালবাসীর বাঁশের বারিতে বাঁচিবোনা।

১০| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: যারা ছবি তোলে যেমন আপনি আমি তারা নিজের পোষ্টে সাধারনত অন্যের তোলা ছবি ব্যবহার করেন না।
লেখা ভালো হয়েছে। আকর্ষন করার উপাদান আছে।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন। একেবারেই অপারগ না হলে অন্যের ছবি ব্যবহার করি না। অবশ্য কিছু কিছু বিষয় আলাদা। সেখানে নিজের কেরামতির সুযোগ নাই।
যাইহোক, এই পোস্টের ছিটার আলাদা একটা মজা আছে বলেই বিয়ের পোস্টে দিয়েছি।

১১| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বরিশালের বাশবাগানের বিশাল, বিকশিত, ব্যয়বহুল,বিপদজনক, বিলুপ্তপ্রায় বাশের বারি বড়ই বেদনাদায়ক বুঝেছেন। ব্যাধিগ্রস্ত, বেয়াদব, বিলাসী, বিবেকহীন, বজ্জাত, বেশরম, বেজন্মা বুড়ার বিয়ের বাতিক বিব্রতকর। বিবাহ বিচ্ছেদে বিমুখ বুদ্ধিহীন বালিকা বধু বিশাল বিত্ত বিভবের বাসনায় ব্যগ্র বটে। বালিকা বিলম্বে বুঝিবে বৃদ্ধের বিয়ের ব্যামোর বেদনা।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ বলেছেন ব্রাদার। বাট বালিকার বোধোদয় বেশ বিলম্বের বিষয়।

১২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০০

ঢুকিচেপা বলেছেন: চমৎকার এবং অভিনব একটি লেখা পড়ে গেলাম।
এটার সাথে ফ্রি হিসাবে “বিবাহ বিভ্রাট-১” “এ-পলাশ সে-পলাশ নহে” দুটোও পড়ে এলাম।
ছবিটার ব্যাপারে আমারও প্রশ্ন ছিল কিন্তু মন্তব্য পড়ে বুঝে নিয়েছি।

আর কতটি অক্ষরের লেখা আছে?

শুভেচ্ছা রইল।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
অন্য পোস্টগুলি পড়ার জন্যও ধন্যবাদ রইলো। “বিবাহ বিভ্রাট-১” পড়া না থাকলে “বিবাহ বিভ্রাট-২” এর আসল রস কম পাওয়া যায়।
ছবির মজাটা আরেকটি টুয়িস্ট, অনেকেউ বুঝতে পারেন নাই। আমিও প্রথমে চুপ মেরেছিলাম।
ক দিয়ে কাকের কাকা নিয়ে একটা আছে আমার লেখা ও পরিবর্ধন করা।
ক নিয়ে আরেকটি আছে সংগৃহীত।
অ দিয়ে আরেকটি ছিলো, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না।

১৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০৫

নেওয়াজ আলি বলেছেন: ছবি দেখে মনে হল বাল্য বিবাহ নিয়ে লেখা । পড়ে দেখি বেহুদা

০৬ ই জুলাই, ২০২০ রাত ১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই বেহুদা।
ছবিতে একজনও বালক নেই, দুজনেই বালিকা।

১৪| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪২

ঢুকিচেপা বলেছেন: বিবাহ বিভ্রাট – ২ পড়ার পর “বিবাহ বিভ্রাট-১” “এ-পলাশ সে-পলাশ নহে” গতকালই পড়েছি। এমন লেখা সত্যিই খুব মজার বিষয়।

ধন্যবাদ।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: সাড়ে চুয়াত্তর ভাই আরেকটা লিখেছেন “এ-পলাশ সে-পলাশ নহে” এর পরের অংশ নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.