নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সমূদ্র-সৈকতে - ০৪

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:২০

রূপসিন্ধু মাঝে হেরি অরূপ তোমায়,
হৃদয় ভরিয়া গেল সুধার ধারায়!
কোন্ মৃত্তিকায় খুঁজি কোন তীর্থ-নীরে,
স্ব-প্রকাশ বিরাজিত বিশ্বের মন্দিরে—

----- কুসুমকুমারী দাশ -----

ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং




দিনের প্রান্তে এসেছি
গোধূলির ঘাটে।
পথে পথে পাত্র ভরেছি
অনেক কিছু দিয়ে।
ভেবেছিলেম চিরপথের পাথেয় সেগুলি;

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : জামতলা সমূদ্র সৈকত, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২২/১১/২০১৪ ইং




হেথা নাই ক্ষুদ্র কথা, তুচ্ছ কানাকানি,
ধ্বনিত হতেছে চির-দিবসের বাণী।
চির দিবসের রবি ওঠে অস্ত যায়,
চির দিবসের কবি গাহিছে হেথায়!
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং




সুনীল সাগরের শ্যামল কিনারে
দেখেছি পথে যেতে তুলনাহীনারে॥
এ কথা কভু আর পারে না ঘুচিতে,
আছে সে নিখিলের মাধুরীরুচিতে।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং




নয়ন মেলিয়া দেখিলাম ওই
ঘন নীল জল করে থইথই,

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১
সমূদ্র-সৈকতে - ০২
সমূদ্র-সৈকতে - ০৩

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনরোম দৃশ্যপট। ভালো লাগা রেখে গেলাম।

১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: হাসু মামা অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:৪১

নেওয়াজ আলি বলেছেন: অনুপম I

১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আলি ভাই অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:


ছবিতে সেই এলাকার মানুষজন থাকতে হয়।

১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: মানুষ জনের ছবিও আছে অন্যখানে।

৪| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৩:৫৬

রাজীব নুর বলেছেন: ছবি দেখে মনে হলো- অনেকদিন সমুদ্রে যাই না।

১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও অনেক অনেক দিন সমুদ্রে যাই নি।

৫| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: জীবনানন্দ দাসের মা কুসুমকুমারী দাস একজন প্রতিভাশালী কবি ছিলেন কিন্তু উনি মনে হয় সেরকম পরিচিতি পাননি সাধারণ মানুষের মাঝে।

১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: নামই জানা ছিলো না!!

৬| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সাগর সঙ্গমে
সাঁতার কেটেছি কত
কখনতো হই নাই ক্লান্ত
তথাপি মনের মোর
প্রশান্ত সাগরের
উর্মিমালা অশান্ত...

- ভূপেন হাজারিকা

১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ বাহ বাহ।

৭| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৬

ঢুকিচেপা বলেছেন: ২ নম্বরটার মধ্যে বেশ কিছু ভাবনা কাজ করে।
ভাল লাগলো সবগুলো।

১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক অনেক বছর আগে প্রথম আলো পত্রিকায় প্রথম এই জামতলা সৈকতের নাম জানতে পারি। তখন থেকেই যাওয়ার ইচ্ছে। যখন গেলাম তখন বিভোর হয়ে ছিলাম রূপে। কিন্তু পরে আবার গুগল ম্যাপে দেখে বুঝতে পেরেছি আরো সুন্দর অংশটুকু দেখা হয়নি সামান্য কয়েক কদম বামদিকে না যাওয়ার কারণে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.