নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিদায় বেলায় - ১৮

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৩

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে বেশ কিছু সূর্যাস্তের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত সূর্যাস্তের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে ৫টি বিদায়বেলার ছবি রইলো।



ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং




"সন্ধ্যা বেলার এই
সময়টা ভালো না।
এই সময় মানুষ বড় একাকী
বোধ করে। তাদের বুক হুহু করে।
অকারণেই তাদের চোখ ভিজে ওঠে।
সন্ধ্যা বেলার এই অদ্ভুত
সময়টাতে প্রিয়জনদের কাছে যেতে
নেই। তবু সব মানুষই প্রিয়জনদের
কাছে যাবার জন্য এই সময়টাই
বেছে নেয়। কেন কে জানে!"

----- হুমায়ূন আহমেদ -----

ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং





তার গুণগুণ মনে গান বাতাসে ওড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেলো যদি পারো বুঝতে।

----- অর্নব -----

ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং





তুমি চেয়ে আছো, তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছো, তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর, বহুদূর......

----- শিরোনামহীন -----

ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং





দিন অবসান হল।
আমার আঁখি হতে অস্তরবির আলোর আড়াল তোলো ॥
অন্ধকারের বুকের কাছে নিত্য-আলোর আসন আছে,
সেথায় তোমার দুয়ারখানি খোলো ॥

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩
=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: এটাই কি শেষ পর্ব?

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি বেঁচে বর্তে সুস্থ থাকলে অবশ্যই না।
আপনার কেনো মনে হলো এটা শেষ পর্ব?

২| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২২

ওমেরা বলেছেন: যাক তবু ভালো সূর্যের বিদায় বেলার ছবি ! আমি তো “বিদায় বেলায়” শিরোনাম দেখে ভাবছিলাম আপনিও কি ব্লগকে বিদায় জানাচ্ছেন নাকি । :D |-)

আপনার ছবি নিয়ে তো বলার কিছু নেই ।সুন্দর!

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: চোরের সাথে রাগ করেতো মাটিতে ভাত খাওয়া চলে না! তেমনি
অন্য ব্লগারের সাথে রাগ করে তো ব্লগ ছাড়া চলে না।
এই সাধারণ জিনিসটা বুঝতে অনেক বড় জ্ঞানী হতে হয় না।

৩| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৮

শোভন শামস বলেছেন: সুন্দর ছবি, প্রকৃতি মানুষকে বাঁচার প্রেরনা দেয়।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: সহী বলেছেন। তবে মনুষই প্রকৃতির সবচেয়ে বড় শত্রু।

৪| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য অতুলনীয়। চমৎকার ছবি।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
সমূদ্র আমায় সর্বদাই আকর্ষণ করে। বিকেল থেকে বীচকেদারায় গা হেলিয়ে বিদায়ী সূর্যের পশ্চিম আকাশে হেলে পরা দেখতে দেখতে অন্য ভূবনে ডুবে যাই।

৫| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিদায় বেলায় শিরোনাম দেখে আৎকে উঠে ছিলাম!!
কাউকে বিদায় জানাতে চাইনা, কেউ বিদায় নিক তাও
কাম্য নয়। আবু হেনা ভা্ইয়ের বিদায়ে মর্মাহত।
ছবি গুলা দারুন হয়েছে দস্যু ভাই। তবে আমার
এখনো ঘোর কাটেনা মরুভূমিতে কি করে
জল দস্যু থাকে !!! =p~

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে নূর ভাই সন্দর মন্তব্যের জন্য।

আৎকে উঠার কিছু নেই। আমার বক্তব্য হচ্ছে -
চোরের সাথে রাগ করেতো মাটিতে ভাত খাওয়া চলে না! তেমনি
অন্য ব্লগারের সাথে রাগ করে তো ব্লগ ছাড়া চলে না।
এই সাধারণ জিনিসটা বুঝতে অনেক বড় জ্ঞানী হতে হয় না।


আর মরুভূমির জলদস্যু নামের মাহাত্যই হচ্ছে আপার ঘোর কাটতে না দেয়া।
এই নামটি একটি প্যারাডক্স।
ভালো থাকবেন সর্বদা।
হঠাৎ করে ডুব দিয়েন না মাস কয়েক আগের মতো। তখন খারাপ কিছু মনের মাঝে খঁচ করে উঠে।

৬| ০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৬

নেওয়াজ আলি বলেছেন: অনন্য প্রকাশ ।

০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৭| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪০

ঢুকিচেপা বলেছেন: প্রথম ২টা ছবি চমৎকার হয়েছে।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাআপনাকে মতামতের জন্য।

৮| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি বেঁচে বর্তে সুস্থ থাকলে অবশ্যই না।
আপনার কেনো মনে হলো এটা শেষ পর্ব?

না এমনি।

০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.