নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সমূদ্র-সৈকতে - ০৬

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৯

বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সমূদ্র-সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।



ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং




ছবি তোলার স্থান : কলাতলী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং




ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৯/২০২০ ইং




ছবি তোলার স্থান : টেকনাফ সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং




ছবি তোলার স্থান : কলাতলী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮, সমূদ্র-সৈকতে - ০৯
=================================================================

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



৪ নং ছবিতে, আপনার পরিবার হাঁটছেন; পাশে একটা ছেলে জালের মতো কি একটা জিনিষ টানছে; উহা কি জাল ছিলো?

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো উহা মৎস ধরিবার কাজে ব্যবহৃত পুরাতন কোন জাল ছিলো, যাহা ঐ সময় মৎস শিকারে ব্যবৃহত না হইয়া অন্য কোনো কাজে লাগিত।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩২

কামাল১৮ বলেছেন: সমুদ্রের পাড়ে কিছুক্ষন বসে থাকলে মনটা উদার হয়ে যায়।পরিবেশ মনের উপর বিরাট প্রভাব ফেলে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন।
আমি ঘন্টারপর ঘন্টা বিচচেয়ারে বসে কাটিয়ে দেই সন্ধ্যার পরে কক্সবাজার গেলে।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

গফুর মিয়া১৯১ বলেছেন: বরাবরের মত সমুদ্র আমার পছন্দের লিস্ট সবার উপরে

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও পছন্দের গন্তব্যের তালিকায় থাকে সমূদ্র।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

জুল ভার্ন বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: প্রথম দুটা ছবি এবং শেষ ছবিটা সবচেয়ে ভালো লাগলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
প্রথম ছবিটি মোবাইলে তোলা।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১০

নাহল তরকারি বলেছেন: ছবি সুন্দর। এখানে কি কচ্ছপ খুজে পাইছেন? আপনার তো আবার কচ্ছপ পছন্দ।

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি একজন কচ্ছপ (কাউডা, কেটো, কাইট্টা, কাছিম, Tortoise) স্বভাবের ব্লগার।
ডিম পেরে চলে যান, ডিমের আর খবর নেন না।

কচ্ছপ যেমন বালিতে ডিম ছেরে চলে যায়, আপনিও তেমনি ব্লগে এসে পোস্ট ছেড়ে চলে যান।
কচ্ছপ যেমন ডিমের আর খবর নেয় না, আপনিও তেমনি আপনার পোস্টের খবর নেন না।
মন্তব্যের প্রতি উত্তর করেন না।

আপনি একজন কচ্ছপ (কাউডা, কেটো, কাইট্টা, কাছিম, Tortoise) স্বভাবের ব্লগার।
জ্বী আমার কচ্ছপ পছন্দ। তবে কচ্ছপ (কাউডা, কেটো, কাইট্টা, কাছিম, Tortoise) স্বভাবের ব্লগা কে কে পছন্দ করে তা জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.