নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিদায় বেলায় - ২২

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২০

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে বেশ কিছু সূর্যাস্তের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত সূর্যাস্তের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে ৫টি বিদায়বেলার ছবি রইলো।



ছবি তোলার স্থান : নাগরি, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/০১/২০১৯ ইং




তার গুণগুণ মনে গান বাতাসে ওড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেলো যদি পারো বুঝতে।
----- অর্নব -----


ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং





"সন্ধ্যা বেলার এই
সময়টা ভালো না।
এই সময় মানুষ বড় একাকী
বোধ করে। তাদের বুক হুহু করে।
অকারণেই তাদের চোখ ভিজে ওঠে।
সন্ধ্যা বেলার এই অদ্ভুত
সময়টাতে প্রিয়জনদের কাছে যেতে
নেই। তবু সব মানুষই প্রিয়জনদের
কাছে যাবার জন্য এই সময়টাই
বেছে নেয়। কেন কে জানে!"
----- হুমায়ূন আহমেদ -----


ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং




বিকেলের সূর্য

ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং




মেঘলা দিনের সূর্য

ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩
=================================================================

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুণ সব ছবি , মুগ্ধ হলাম

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জীবন্ত যতসব ছবি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: বিদায় (যাবার) বেলার সবগুলি ছবিই ব্যাপোক সৌন্দর্য হয়েছে আর তাই রইলো লেখায় +++

আর যেতে যেতে -

" যাবার বেলায় শুধু সান্তনা নয় - কান্না,
আবার দেখা হবে ,
এখনি শেষ দেখা নয় "

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অশংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ও পোস্টে +++ এর জন্য।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪০

সোবুজ বলেছেন: সব মিলিয়ে একটা সুন্দর পোষ্ট।ভাল লাগলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে পোস্টে ভালো লাগা জানানোর জন্য।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৬

ইসিয়াক বলেছেন: আহা! মনোহর!!

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: বিশের ২৮ শে জুলাইয়ের লাবনী পয়েন্টের দ্বিতীয় ছবিটা সবচে সুন্দর - আমার কাছে ।
( আপনার তোলা ছবিগুলো মধ্যে যেগুলো দেখার সৌভাগ্য হয়েছে ) ।
ছবি তোলা সময়কে ফ্রেমে বন্দী করা হলে আপনি 'টাইম মেশিন' ।
পোস্টের প্রথম ছবি দেখে মন খারাপ করে ফেললাম , পরের গুলি দেখে সেটা বাড়ছিল এখন ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
প্রথম ছবিটিতে একটি মেড্ডা গাছকে দেখা যাচ্ছে। গাছটি কিন্তু মৃত না, শীতে পাতা ঝড়িয়েছে শুধু। এর কিছু দিন পরেই ফিরে পায় নবযৌবন।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:২৫

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অসাধারণ হয়েছে ছবি গুলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো প্রায় সকল মন্তব্যের প্রতিউত্তর প্রতিনিয়োতো দিই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.