নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পূর্ণদৈর্ঘ্য মরিয়ম মান্নানের মা (ফান ফটো পোস্ট)

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন মরিয়ম মান্নান নামটি খুব দেখা গেছো। আজ তার একটি রফা হলো-

টানা ২৯ দিন আত্মগোপনে থাকা রহিমা বেগমকে অবশেষে ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে মাকে ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন মেয়ে মরিয়ম মান্নান।

তিনি লিখেছেন, ‘এইমাত্র দূর থেকে আমি আমার মাকে খুলনা ভিকটিম সেন্টারে দেখলাম। আমি আমার মাকে খুঁজেছি, পেয়েছি। আমার কলিজা শান্ত হয়েছে। আজকে ২৯ দিন পরে আমি জানলাম আমার মা ভিকটিম সেন্টারে আছেন। আমি নিজের চোখে মাকে দেখেছি, এটাই আমার শান্তি। এর থেকে শান্তি আমার আর কিছুই নেই। আমি চাই আমার মায়ের সঙ্গে কথা বলতে, আমি চাই আমার মাকে জড়িয়ে ধরতে।

মরিয়ম আরও লিখেছেন, ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাব-৬, খুলনার পুলিশ ও প্রশাসনকে এবং ধন্যবাদ প্রশাসনিক সকলকে যারা আমার মাকে উদ্ধারে কাজ করেছেন। আজকে আমি ২৯দিন পরে স্বাভাবিক জীবনে ফিরব, ইনশাআল্লাহ।’

কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তার ভিন্ন চিত্র।মরিয়ম মান্নানের পেজে দেওয়া স্ট্যাটাসগুলোতে হাসির প্রতিক্রিয়ার ছড়াছড়ি। এমনকি মন্তব্যের ঘরেও চলছে তীব্র সমালোচনা। এছাড়া অনেকেই যারা মরিয়মের দুঃসময়ে তার পাশে থেকে সহানুভূতি জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন তারা তার ব্যাপক সমালোচনা করছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা শান্তা তার ফেসবুক স্ট্যাটাসে পুরো বিষয়টির সমালোচনা করেছেন। বিষয়টিকে তিনি ওয়েব সিরিজের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘সাবস্ক্রিপশন ছাড়াই একটা থ্রিলার ওয়েব সিরিজ দেখে ফেললাম। আপনার এহেন কাজ হাজার হাজার অভিযোগ সন্দেহের চোখে হাল্কা হয়ে যাবে। অভিনন্দন আপনাকে এতো সুন্দর অভিনয় করার জন্য। এখন আমার প্রশ্ন আপনার মা আসলেই এতদিন কোথায় ছিলেন? এতদিনের আত্নগোপনের এতো নিরাপদ জায়গা কোথায়?

মরিয়ম মান্নানের মাকে পিবিআইয়ের কাছে হস্তান্তরমরিয়ম মান্নানের মাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর
রুয়েল মাহমুদ নামে এক ছাত্রলীগ নেতা মরিয়মের গত প্রায় এক মাসের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘পৃথিবীতে এই একটা মেয়ে মরিয়ম মান্নানকে দেখেছি যে তার মাকে হারানোর পরেও অনলাইনে দফায় দফায় প্রোফাইল পিকচারে তার কান্নার ছবি দিতো! এক অজ্ঞাত মহিলার লাশকে খুব কনফিডেন্সলি তার মা বলে দাবি করলো! ইভেন তখন ওই লাশের কাছে থাকাকালিন সময়েও তাকে নিয়ে যেই পোস্ট করেছে সেখানে সে কমেন্টস করছে রিপ্লে দিচ্ছে!! কিভাবে সম্ভব ২৭ দিন পর মায়ের লাশ (তার ভাষ্যমতে) পেয়েও এভাবে অনলাইনে এতো এক্টিভ থাকা? আচ্ছা যাই হোক, উনি নাকি ওনার মাকে চিনতে ভুল করেননি! করবেনও না! তাহলে এখন কিভাবে তার মাকে জীবিত অক্ষত উদ্ধার করা হলো? সব যেনো কেমন রহস্যময়!!

‘যে টার্গেট ছিল অবশ্যই পূরণ হয়ছে সাথে ২৫০০ থেকে ২৫০০০ ফলোয়ার! Our real Moriom Mannan. So proud of you girl. যেই নাটক দেখালেন, দেশবাসী মুগ্ধ হয়ে গেছে।’


ইত্তেফাক অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৮



ফেসবুকে বেশ কিছু ছবি দেখতে পেলাম।

























মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

কামাল৮০ বলেছেন: প্রয়োজনে এমন করেছে।ভেবেছিল পার পেয়ে যাবে।কিন্তু এটা ঠিক হয় নাই।অনেক আতুগোপনের পিছনেই কিছু ঘটনা আছে,আমরা সত্যিটা জানি না।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমিও জানি না।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: মেয়ের বাড়াবাড়িতে মা শান্তিতে পালিয়ে থাকতে পারলেন না। কিছু ছেলে-মেয়ে আছে যারা মাকে খুব খাটায়। এদের অত্যাচারে মায়েদের মনে হয় পালিয়ে থাকতে পারলে বাঁচেন। অর্বাচিন ছেলে-মেয়েরা কখনোই মা-বাবার কষ্ট বুঝতে চায় না। মাকড়সার বাচ্চার মত তারা যেন মা-বাবাকে নি:শেষ না করে খান্ত হয় না।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
খুবই সত্যি কথা বলেছেন আপনি।
তবে এর বিপরীতও আছে সমাজে।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২

অপ্‌সরা বলেছেন: হা হা সিনেমার পোস্টারগুলো কে বানালো!!! হা হা হা

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
যেই বানিয়েছে, কাঁচা হাতে বানিয়েছে।
তবে চিন্তা ভাবনা ঠিক আছে। ;)

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার মনে হয় আমরা চোখের সামনে যা দেখি
তা নিয়ে খুব বেশী মাতামাতি করি ।

........................................................................
অনেক গোপন বাস্তব সত্য বিশ্বাস করিনা ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
অনেক ক্ষেত্রেই এমনটা হয়।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

ঢাবিয়ান বলেছেন: ভাইরাল হবার নেশা দেখছি মাদকের নেশার মতই ভয়ঙ্কর হয়ে উঠছে

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আরো কতো কিযে দেখার বাকি আছে!!

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: এদের জন্য যারা সত্য সত্য বিপদে পড়ে, তাদেরও লোকে বিশ্বাস করবেনা।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
এই সব ছোট ছোট গুরুত্বহীন জিনি অনেক সময় খুব বড় আকার ধারণ করে।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই নাটক
মঞ্চস্থ করা হয়েছে। পরিচালক মরিয়ম মান্নান
একজন দুর্দান্ত স্ক্রিপ্ট রাইটারও বটে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
নাটক বেশ ভালোই জমিয়েছিলো বুঝা যাচ্ছে।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

শেরজা তপন বলেছেন: বেশ ট্রল হচ্ছে মরিয়ম মান্নানকে নিয়ে!
ওতো হিট :)

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: খুব হিট

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি অন্ধ, কালা, বোবা। কিছুই জানি না এ ঘটনার ব্যাপারে। এই মাত্র শাহ আজিজ ভাইয়ের পোস্টে কমেন্ট করে এলাম এ ব্যাপারে। এটা কি নিশ্চিত হওয়া গেছে যে এটা সাজানো নাটক ছিল? মা যে আত্মগোপনে, তা কি মেয়ে জানতো? নাকি মা আত্মগোপনে গেছে, মেয়ে ভেবেছে মা গুম হয়েছ?

সংক্ষেপে জানান। নইলে একটা মাত্র লিংক দিন যা থেকে পুরা কাহিনি জানা যাবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ইউটিউবে নাম লিখে সার্চ দেন। সব জানতে পারবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: https://fb.watch/fMot8hgMHB/

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৭

জুল ভার্ন বলেছেন: মায়ের চাইতে কন্যা আরও কয়েক ডিগ্রী সরেস!

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: কন্যা আগে থেকেই সরস।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫০

নীল আকাশ বলেছেন: এইসব সুনির্দিষ্ট কারণে সাজানো হয়েছে। আম-পাবলিক না বুঝে লাফায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও আম পাবলিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.