নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি তোলার স্থান : টেকনাফ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : পহেলা অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ।
বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সমূদ্র-সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।
== ২ ==
রূপালী ঝিলিক
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ।
== ৩ ==
একি অসীম পিয়াসা
শত জনম গেল তবু মিটিল না
তোমারে পাওয়ার আশা।।
সাগর চাহিয়া চাঁদে চির জনম কাঁদে
তেমনি যত নাহি পায় তোমা পানে ধায়
অসীম ভালোবাসা।।
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ।
== ৪ ==
নির্জণ সৈকত
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ।
== ৫ ==
জাল-জেলে আর সমূদ্রের জীবন
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ।
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮, সমূদ্র-সৈকতে - ০৯, সমূদ্র-সৈকতে - ১০
সমূদ্র-সৈকতে - ১১, সমূদ্র-সৈকতে - ১২, সমূদ্র-সৈকতে - ১৩
=================================================================
০৩ রা মে, ২০২৩ রাত ১০:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সমূদ্র আমাকেও টানে খুব।
২| ০৩ রা মে, ২০২৩ রাত ১০:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
ইনানীতে হেঁটে মজা একা একা।
০৩ রা মে, ২০২৩ রাত ১০:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সব সৈকতেই একা একা হাঁটার আলাদা একটা মজা আছে।
৩| ০৩ রা মে, ২০২৩ রাত ১১:১৪
শেরজা তপন বলেছেন: কি ক্যামেরায় তোলা ছবি?
০৩ রা মে, ২০২৩ রাত ১১:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ৩ নাম্বার ছবিটি Redmi Note 5 মোবাইল ক্যামেরায়, বাকি ৪টি NIKON D3400 ক্যামেরায় তুলেছি।
৪| ০৩ রা মে, ২০২৩ রাত ১১:১৫
আরোগ্য বলেছেন: আজকে কি সমুদ্র ডে? ব্লগে পরপর দুটি পোস্ট সমুদ্র নিয়ে।
০৩ রা মে, ২০২৩ রাত ১১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: - সামুর পাতায় আজ নাহয় সমুদ্র ডে-ই হলো।
৫| ০৪ ঠা মে, ২০২৩ রাত ১২:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সমুদ্র দেখতে আমারও ভালো লাগে। আপনার ছবিগুলো সুন্দর।
০৪ ঠা মে, ২০২৩ রাত ১২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্য ও পোস্টে ভালো লাগা জানানোর জন্য।
৬| ০৪ ঠা মে, ২০২৩ সকাল ৯:৩৩
শাওন আহমাদ বলেছেন: সমুদ্র আমার আত্মার আত্মীয়। ছবি গুলো সুন্দর!
০৪ ঠা মে, ২০২৩ রাত ৮:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমারও বার বার সমূদ্রে যেতে কখনোই খারাপ লাগে না।
৭| ০৪ ঠা মে, ২০২৩ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: সমুদ্র ও পাহাড় আমার খুবই প্রিয়।
০৪ ঠা মে, ২০২৩ রাত ৮:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সমূদ্র, পাহাড়, বন আর হ্যারিটেজ আমায় টানে বেশী।
৮| ০৪ ঠা মে, ২০২৩ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: ''আকাশ ডাকে আজ আমার, পাহাড় ডাকে আজ আমায়-''
এই গানটা আরেকবার শুনে দেখুন। দারুন গান।
০৪ ঠা মে, ২০২৩ রাত ৮:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার গান। ধন্যবাদ।
আকাশ ডাকে আজ আমায়,
পাহাড় ডাকে আজ আমায়,
পথ হারানোর এ পথ ধরে অসীম অজানায়!!
আয় রে আয় আয় রে আয় আয় রে আয়!!
বনানী বিজনে আগুনে ফাগুনে, যেন ঋতুপর্ণা,
বলে ঝরনা ঝড়ে পড়না মোরে ধরনা,
ওরে নীল সাগরে মেখলা রামধনুক বকুলে একলা,
যেন ডাকে ময়ূরী ছন্দা,
ভেঙে যায় আনমনা তন্দ্রা!
আমার আমি কে হারিয়ে অচিনে,
হারানো অন্তরায়,
আয় রে আয় আয় রে আয় আয় রে আয়!!
কুয়াশা কুয়াশা কতো কি যে আশা,
যেন হিরে চুনী পান্না শতবর্ণা,
বলে ছাড়না না না আজ না
ভালোলাগা নয়নে অন্তহীন,
ভালোবাসা এ মনে অন্তরীণ
খুশিয়াল ভাবনা স্বপ্নে নীল,
নিমেষে আবেশে উধাও হীন
আমার আমি কে হারিয়ে অচিনে,
হারানো অন্তরায়,
আয় রে আয় আয় রে আয় আয় রে আয়!!
৯| ০৪ ঠা মে, ২০২৩ দুপুর ১:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: টেকনাফের নৌকাগুলো দারুন সুন্দর।
০৪ ঠা মে, ২০২৩ রাত ৮:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক বলেছেন, আমি ছুঁয়ে দেখেছি, আলাদা একটা অনুভূতি হয়। গভীর সমূদ্রে এরা কি করে টিকে থাকে ভাবতেই অবাক লাগে।
১০| ০৫ ই মে, ২০২৩ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: কিছু কিছু গান আছে, কিছু দিন পর পর না শুনলে ভালো লাগে না। এটা সেরকম একটা গান।
০৬ ই মে, ২০২৩ রাত ৩:২১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ইদানিং আমার গান শোনা একেবারেই কমে গেছে।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২৩ রাত ১০:১৩
কামাল১৮ বলেছেন: অন্টারিও লেককে সমুদ্র মনেকরে তার পাড়ে মাঝে মাঝে হাঁটি আর বোম্বের সমুদ্র তীরে হাঁটার কথা মনে করি।