নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Scarlett Johansson
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) সংক্ষেপে AI ব্যবহার করে অনেক প্রযুক্তিপ্রেমিরা অসাধারণ সুন্দর সুন্দর সব ছবি তৈরি করছেন। তাদেরকে এআই শিল্পী বলা যায় অনায়াসেই। এর আগে আমরা বাংলা সাহিত্যের কিছু চরিত্র পোস্টে দেখেছি AI এর Midjourney ব্যবহার করে বাংলা সাহিত্যের কিছু কালজয়ী চরিত্রকে ফুটিয়ে তুলা হয়েছিলো। সত্যি কথা বলতে AI আমাদের পাগলাটে কল্পনাকে জীবন্ত করে তুলতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার জাদুতে মুগ্ধ হওয়ার আরেকটি চমৎকার পোস্ট দিচ্ছি আজকে। আজ দেখবো হলিউডের ১০ জন অভিনেত্রীকে ভারতের বারাণসীতে সন্ন্যাসীনি রূপে।
2. Natalie Portman
3. Jennifer Lawrence
4. Emma Watson
5. Zendaya
6. Salma Hayek
7. Angelina Jolie
8. Charlize Theron
9. Jennifer Aniston
10. Emilia Clarke
ছবি : ইন্সটাগ্রাম
১৬ ই জুন, ২০২৩ রাত ৯:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চেহারায় মায়া যুক্ত হয়েছে।
২| ১৬ ই জুন, ২০২৩ রাত ৮:৫৩
কামাল১৮ বলেছেন: সিনেমার কথা জানি না।বাস্তবে কৃষ্ণ ভক্ত অনেক বেড়ে গেছে পশ্চিমে।
১৬ ই জুন, ২০২৩ রাত ৯:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তাই নাকি!!
৩| ১৬ ই জুন, ২০২৩ রাত ৯:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: সত্যি সুন্দর।
১৬ ই জুন, ২০২৩ রাত ৯:২২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমারও খুবই পছন্দ হয়েছে।
৪| ১৬ ই জুন, ২০২৩ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: সালমা হায়েক আমার খুবই পছন্দের অভিনেত্রী।
উনি যদি বাংলাদেশে কখনও আসেন, যদি বিশ হাজার টাকা টিকিট হয়, তাহলে আমি উনাকে দেখতে যাবো।
১৬ ই জুন, ২০২৩ রাত ৯:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ডেসপেরাডো মুভি দেখার পর থেকেই সালমা হায়েককে আমার খুব পছন্দ।
৫| ১৬ ই জুন, ২০২৩ রাত ৯:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: এইগুলি ওদের এক ধরণের তামাশা।
১৬ ই জুন, ২০২৩ রাত ৯:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কাদের তামাশা?
৬| ১৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইয়ে মানে , জ্যানিফার লোপেজকে নিয়ে কিছু নাই কিংবা প্যানেলপ ক্রজ । নিদেন পক্ষে যুবতী বয়সের ড্যামি মুরকে নিয়ে কিছু থাকলে ভালো হত আরকি !!
১৭ ই জুন, ২০২৩ সকাল ১০:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরো অনেকেই বাকি রয়ে গেছে। এআই শিল্পীরা আবার কবে তাদের দক্ষতা দেখাবে সেই আশায় বসে থাকতে হবে আমাদের।
৭| ১৭ ই জুন, ২০২৩ রাত ৩:৪৮
চারাগাছ বলেছেন:
১৭ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অভিনেত্রীদের এই পোস্টটা দ্বিতীয়পাতায় গেলেই অভিনেতাদের পোস্টটি দিবো। তৈরি করে রেখেছি।
৮| ১৭ ই জুন, ২০২৩ রাত ৩:৫৫
চারাগাছ বলেছেন:
মোনিকা বেলুচ্চি কে খুঁজলাম।
১৭ ই জুন, ২০২৩ সকাল ১০:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরো অনেকেই বাকি রয়ে গেছে। এআই শিল্পীরা আবার কবে তাদের দক্ষতা দেখাবে সেই আশায় বসে থাকতে হবে আমাদের।
৯| ১৭ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৫
অপু তানভীর বলেছেন: সালমা হায়েকের টা বেশি ভাল মানিয়েছে ।
অবশ্য এখন মিডজার্নি তার ফ্রি ট্রায়াল বন্ধ করে দিয়েছে । টাকা দিয়ে ছবি আকার টাকা নাই পকেটে ।
অবশ্য আমি আরেকটা এআই ব্যবহার করি । সেটা ফ্রি এবং বেশ চমৎকার !
১৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি দেখি আর অবাক হই!! এমনটাও সম্ভব!!
১০| ১৭ ই জুন, ২০২৩ দুপুর ১:৪৮
নতুন বলেছেন: @ অপু ভাই কোন সফটয়ার ব্যবহার করেন। কিছু নামাইছিলাম সবই ট্যেকা চায়.
১৭ ই জুন, ২০২৩ দুপুর ২:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমরা জেনে রাখি, যদি কাজে লাগে।
১১| ১৭ ই জুন, ২০২৩ দুপুর ১:৫৯
এইযেদুনিয়া বলেছেন: মজার পোস্ট। এ আই দিয়ে আমিও কিছুদিন আগে আমার দেখা একটা স্বপ্নদৃশ্য তৈরি করার চেষ্টা করেছিলাম।
বহুদিন পর এখানে আবার ব্লগিং শুরু করলাম। দেখি আমাকে চিনতে পারেন কিনা।
১৭ ই জুন, ২০২৩ দুপুর ২:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফলাফল কি দাঁড়িয়েছিলো আমাদের দেখাতে পারেন। আগ্রহ নিয়ে দেখবো।
- আপনাকে সামুতে পূনরায় স্বাগতম।
১২| ১৭ ই জুন, ২০২৩ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- ডেসপেরাডো মুভি দেখার পর থেকেই সালমা হায়েককে আমার খুব পছন্দ।
আমারও।
আমি তাকে ইন্সট্রাগ্রামে ফলো করি।
১৭ ই জুন, ২০২৩ রাত ৯:২০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাহ! বেশ বেশ! আমি অবশ্য ফলোটলো করি না।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০২৩ রাত ৮:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
দারুণ সব আইডিয়া
অ্যাঞ্জি আপাকে দেখে ভালো লাগলো বেশি