নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরী হারিয়ে ফেলি।

ৎৎৎঘূৎৎ

হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।

ৎৎৎঘূৎৎ › বিস্তারিত পোস্টঃ

"বিষাক্ত মানুষেরা"। যাদের এড়িয়ে চলে সরল একটি জীবন যাপন সম্ভব।

২১ শে জুন, ২০২১ সকাল ৯:২০


আপনাকে নিজের জন্যই বেছে চলতে হবে। নতুবা আপনি বারবার আঘাতপ্রাপ্ত হবেন এসব মানুষের দ্বারা। যদি বেছে চলতে গিয়ে নিজেকে পথে একা পেয়ে যান তবে বুঝতে হবে আপনি ভাগ্যবান। আপনাকে অভিনন্দন একটি ঝুট ঝামেলা হীন নির্মল জীবন যাপনের জন্য। কিছু বিষাক্ত মানুষের ঘাড়ের উপর নেয়া নিশ্বাসের চেয়ে একা একটি কুকুরের সাথে বসে থেকে বৃস্টি উপভোগ করা খুবই ভালো। আপনার মনের উপর প্রভাব ফেলে এমন ক্ষতিকর মানুষদের যথা সম্ভব এড়িয়ে চলার চেস্টা করুন। আমি অন্তত তাই করার চেস্টা করি। সমাজের কিছু বিষাক্ত বৃথাজন্ম মানুষের সাথে পরিচিত হওয়া যাক-

The Narcissist (স্বকামী ব্যাক্তি)ঃ শুধুমাত্র নিজেদের গুরুত্ব দিবে। এই প্রজাতির বিষাক্তগণের অন্যের প্রতি কোন সহানুভূতি থাকেনা। কার্য উদ্ধারে আপনার পায়ে পড়ে যাবে কিন্তু নিজে কোন সাহায্যে আসবে না। সবসময় নিজেকে অন্যের চেয়ে অধিকতর ভাল ভেবে স্বানন্দে থেকে থাকেন। অথচ কত বেটার মানুষেরা কত কম পায় পৃথিবীতে। পাগলের সুখ মনে মনে তাদের।

The Controller (নিয়ন্ত্রক)ঃ সবকিছুর নিয়ন্ত্রণ করতে চেস্টা করেন এবং ছড়ি ঘোরাতে পছন্দ করেন।আপনাকে ভাবতে বাধ্য করাবেন যে আপনি কিছুই ঠিকমত করতে পারেন না। অদ্ভুত বিকৃত বিষাক্ত।

The Drama Magnet (নাটুকে)ঃ গাঁজাখুরি গল্প ফাঁদবেন, তাদেরকে অনুসরণ করতে বাধ্য করাবেন। যেমন "আমি লাফাইয়া হাত ভাঙিয়াছি তুমিও লাফ দেও" কিংবা " আমি অমুকের পায়ে চুমু খেতে যাচ্ছি তুমি আমার পেছনে আসছোনা কেন?" ইত্যাদি। এরা আপনাকে খুব সচেতন ভাবে বিব্রতকর অবস্থায় ফেলবেন। কোন একক বিষয়ে অন্ধ বিষাক্ত।

The Energy Vampire (আত্মশক্তি চোষা পিশাচ)ঃ আমার মতে সবচেয়ে ভয়ংকর প্রজাতি হচ্ছেন এ ধরনের বিষাক্তরা। তাদের থেকে দূরে না থাকলে আপনার অগ্রগতি থেমে যাবে চিরতরে। তারা আপনার পুরো পজেটিভ এনার্জি শুষে নেবে এবং আপনাকে অমূলক ভয় দেখিয়ে আচ্ছন্ন করে দিবে যাতে আপনি সহজে সামনে এগুতে না পারেন। বিভিন্ন ধরনের সমস্যার কথা বলবে নেগেটিভিটি প্র‍্যাক্টিস করবে এবং আপনি কেন এই কাজ করতে পারবেন না বা আপনার দ্বারা হবেনা তার হাজারটা কারন সযতনে পেশ করবে। আপনার কাজের প্রশংসা ভুলেও করবেনা যাতে করে আপনি উতসাহ পেয়ে সামনে বাড়তে থাকেন বা তার চেয়ে আপনাকে বড় দেখায়। আপনাকে ছোট দেখানোর চেস্টা করে আপনার আত্মবিশ্বাস ধসিয়ে দিতে চাইবে। এই কেঁচো প্রজাতির বিষাক্তরা জানে যে তাদের নিজের কোন ক্ষমতা নেই কিছু করার পাছে আপনি কিছু ভাল করে ফেলেন তাই সবসময় আপনাকে নিম্নমানের সমালোচনা করবে। যেমন-"ধুর এ আর এমন কি কাজ" বা "এভাবে করলে হবেনা" "তুমি পারবা না এটা, আমি বিধায় পেরেছি,তোমার হবেনা,ছেড়ে দাও" ইত্যাদি। এদের কোন কথাই শুনবেন না। পারলে তাদেরকেও ডিমরালাইজ করতে থাকুন বা তাকে মনে করিয়ে দিন যে সে না জন্মালে পৃথিবীর ভালই হতো বৈ কি।

The Compulsive Liar ( অমোঘ মিথ্যুক)ঃ তাদেরকে খুব কিউট লাগে কারণ তারা জানেনা যে তাদের এই অনবরত মিথ্যা কেউ বিশ্বাসই করছেনা। ভাল বাংলায় "চাপাবাজ"। অসাধারণ নৈপুণ্য নিয়ে মিথ্যা বলতে থাকেন। যেমন- "ভাই কইলে বিশ্বাস করতানা,,,,,এই বড়,,,আমার দৈনিক,,,,,, টাকা খরচ হয়,,,,আমার মামার,,,,,,,কইতে দেরি,,,,,লাগলে বইল্লো" ইত্যাদি। এরা রোগি। অনেক বড় বাতেলা তৈরি কারী সৃজনশীল বিষাক্ত। বিশ্বাস করলে ধরা খাবেন। আমি বিরক্ত হলেও "তাই নাকি?" ফেস নিয়ে অনেক সময় কাটিয়েছি। অর্জন কম তাই একটু মিথ্যেয় বেচে থাকা।কিউট লাগে।

The Green Eyed (ঈর্ষান্বিত)ঃ এই প্রজাতি কতটা ভয়ংকর হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো কিছুক্ষেত্রে আপনার ক্ষতির কারন হতে পারে কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রে এই বিষাক্তরা নিজেরাই বিষে কালচে সবুজ হয়ে যায়। কোনদিন আপনার ভাল চাইতে পারবেনা এবং আপনার ভাল দেখলেই তাদের মনে অসুখ করবে। নিজেরাই কস্টে নীল হবে। সবসময় "তোমার তো এটা আছে আমার তো নাই" প্লে করবে। নিজেকে সবসময় ভিক্টিম হিসেবে উপস্থাপন করবে। ধরুন আপনার অর্জন তার সাথে শেয়ার করতে চাইলেন কিন্তু সে আপনাকে আপনার এই উচ্ছাস অনুভব করা থেকে বিরত রাখার চেস্টা করবে। এই বিষাক্তরা পৃথিবীর বিখ্যাত বিষ "ব্যালেডোনা" র চেয়েও বিষাক্ত। মাঝে মাঝে আপনি বুঝেও যেতে পারেন যে আপনার অর্জনে সে খুশি তো ননই উপরন্তু তার ভেতরটা ফেটে যাচ্ছে। দুর্ভাগ্য হলেও সত্যি সকল রকমের ভালবাসা দিয়েও এই বিষ মানুষের মন থেকে উধাও করা যায়না। সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় এই প্লাটফর্ম Facebook এই বিষাক্তগনের জন্মদাতা। These brutes always think that the grass is always greener on the other side of the fence. তাই ফেসবুকে আপনার রঙ ঢংের ছবি বা ঘটনার বর্ণনা দেবার আগে ভাববেন আসলে যারা লাইক দিচ্ছেন, বাহবা দিচ্ছেন তাদের মধ্যে কতজন এই প্রজাতির বিষাক্ত হতে পারেন কিন্তু হাসিমাখা মুখ করে বাহবা দিতে এসেছেন। সবাই শুভাকাঙ্ক্ষী নন এখানে।

আমার থেকে আপাতত The Energy Vampire রা দূরে থাকলে বাচি। আত্মবিশ্বাস খুব কম। কেউ যদি একটু ভূয়া মোটিভেশন ও দেয় আমার খুব ভালো লাগে। হোক না মেকি, কাজে দেয়, তাই নয় কি?

ছবি: Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২১ সকাল ১০:১৬

কামাল১৮ বলেছেন: আপনি যদি ঠিক থাকেন এগুলো কোন সমস্যাই না।আপনি তার মতো হবেন কেন ,উল্টো তাকে আপনার মতো করবেন,তবেই না আপনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ।তাকে যদি আপনার মতো নাও করতে পারেন তবে সে আপনার সাথে চলা বন্ধ করে দেবে,আপনাকে তার সাথে চলা বন্ধ করতে হবে না।

২১ শে জুন, ২০২১ রাত ১১:২৮

ৎৎৎঘূৎৎ বলেছেন: তার সাথে চলা বন্ধ করাই আমার কাছে সমাধান মনে হয়েছে কিছু ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে।

২| ২১ শে জুন, ২০২১ সকাল ১০:৫৩

নতুন বলেছেন: আত্ববিশ্বাস তৌরি করার জন্য আমাদের সন্তানদের সাহাজ্য করতে হবে। তখন এই রকমের মানুষ তাদের ক্ষতি করতে পারবেনা।

সমাজে অনেকেই এমন সব মানুষের পাল্লায় পরে এবং অনেক কস্ট পায়। অনেকের জীবন বিষিয়ে তোলে।

২১ শে জুন, ২০২১ রাত ১১:৩১

ৎৎৎঘূৎৎ বলেছেন: আমাদের সন্তানদের নিয়ে চিন্তায় আমি খুব অসহায় বোধ করি। আশা করি তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে। আন্তরিক ধন্যবাদ।

৩| ২১ শে জুন, ২০২১ দুপুর ২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তথ্যসুত্র হিসাবে শুধুমাত্র 'ইন্টারনেট' লিখে দেয়াটি গ্রহনযোগ্য নয়। আপনাকে অনুগ্রহ করে যথাযথ রেফারেন্স যুক্ত করার অনুরোধ রইল এবং আশা করি ভবিষ্যতেও এই ধরনের পোস্টের ক্ষেত্রে উপযুক্ত রেফারেন্স যুক্ত করবেন।

২১ শে জুন, ২০২১ রাত ১১:৪০

ৎৎৎঘূৎৎ বলেছেন: বুঝতে পারছিলাম না রেফারেন্স এর ব্যাপারে। ছবিটা কোন লিংক থেকে নেয়া। কিন্তু লেখাটা কোথাও থেকে হুবহু অনুবাদ করা নয়। এতে আমার কিছু আত্মউপলব্ধিও রয়েছে জীবনের। আবার ছবির লেখা গুলোই আমি বিশ্লেষণ করেছি একটু বর্ধিত ভাবে। লেখার রেফারেন্স না দেয়াটা ঠিক হবে কিনা? আমার লিখাটা পুরো মৌলিক তা মানতেও পারছিলাম না তাই এই ভুল। এই ছবিটা দেখে উদ্বুদ্ধ হয়ে লেখা।এর উপায় আপনার কাছে আশা করছি প্রিয় লেখক। আন্তরিক ধন্যবাদ।

৪| ২১ শে জুন, ২০২১ রাত ৮:৪৬

জগতারন বলেছেন:
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তথ্যসুত্র হিসাবে শুধুমাত্র 'ইন্টারনেট' লিখে দেয়াটি গ্রহনযোগ্য নয়। আপনাকে অনুগ্রহ করে যথাযথ রেফারেন্স যুক্ত করার অনুরোধ রইল এবং আশা করি ভবিষ্যতেও এই ধরনের পোস্টের ক্ষেত্রে উপযুক্ত রেফারেন্স যুক্ত করবেন।

সহমত!

৫| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রতি উত্তরের জন্য।

কোন রেফারেন্স নিয়ে সন্দেহ হলে, যে রেফারেন্সটি আপনার সর্বোচ্চ বিশ্বাসযোগ্য বলে মনে হয়, সেই রেফারেন্সটি পোস্টে যুক্ত করে সেখানে ব্যাকেটে লিখে দিতে হবে (এইটাই মুল রেফারেন্স কিনা তা নিয়ে আমার দ্বিধা আছে)

৬| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:১২

জুল ভার্ন বলেছেন: আপনার পোস্ট খুব সুন্দর হয়েছে। আপনার উপলব্ধি অসাধারণ! পোস্টে প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.