![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মন বড়ই জটিল,আমার কাছে জটিলতম।আমি তার প্রায় কিছুই বুঝিনা। নিজের জটিল মনের অলিগলি হাতড়ে তাই কত প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই কিন্তু পাইনা।
নিজের মন না বুঝা বেহিসেবি এই আমি জীবনের যোগ-বিয়োগে কত ভুল করলাম। জীবনে করা সেইসব ভুলগুলোর বেশির ভাগই ছিল সজ্ঞানে করা,অনেক ভুল শোধরে দেবার সুযোগ থাকা সত্ত্বেও শোধরাইনি।এখনও যে ভুলগুলো শোধরাতে চাইছি এমনও না।আর এখন চাইলেই বা কি? আজ তার সবই অতীত।অতীতে ফিরে ভুল সংশোধনের ক্ষমতাত আর মানুষের থাকেনা।আমারত আর টাইম মেশিন নেই । এক জীবনে কত কিছু যে হতে চেয়েছি,তার পর আবার আগ্রহ হারিয়েছি।কিছুই তাই হয়ে উঠা উঠেনি।চাইলেই পাওয়া যেত এমন অনেক কিছুই হারিয়েছি নিজের ইচ্ছায়,নিতান্ত অবহেলায়।নিজের ইচ্ছায় নিতান্ত অবহেলায় হারানো সেই সব জিনিষের জন্যও মাঝে মাঝে কেন জানি বুকের গভীরে চিনচিনে ব্যাথা হয়।বড় দন্ধের জীবন মানুষের!
©somewhere in net ltd.