নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে।

শিকদার

আমি একজন মুসলিম এবং আমি মুসলিম হিসেবে গর্বিত। এবং পাল্টে দিতে চাই ইসলাম ধর্মকে নিয়ে যত অমূলক ধারন। ইসলাম শান্তির ধর্ম। আসুন ইসলাম সম্পর্কে "পুরোপুরি" জানি এবং তা সত্য বলে মেনে নিই, আর দলে দলে এই শান্তির ধর্মে যোগ দিই।

শিকদার › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার পরিবার তত্ত্ব এবং মোবাইল নম্বর!!!

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৫৮

শেখ হাসিনার পরিবার তত্ত্ব এবং মোবাইল নম্বর!!!



গতকাল সংসদে নিয়মিত প্রশ্নোত্তর পর্বে একজন স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নিজের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি দেন। এর সাথে তিনি তার পরিবার সম্পর্কে একটা ধারনা দেন। তিনি বলেন, আমার পরিবার বলতে আমি, আমার ছোট বোন রেহানা এবং ৫ ছেলে-মেয়ে। এর বাইরে আমাদের কোনো পরিবার নেই। আমাদের পরিবার কোনো ধরনের দূর্নীতির সঙ্গে সম্পৃক্ত নয়। কারণ আমরা কোন ধরনের দূর্নীতির সঙ্গে সম্পৃক্ত নই। আমরা দেশবাসীর জন্য কাজ করি। দূর্নীতি করি না।



শেখ হাসিনার পরিবার যখন ৭জনের মধ্যে সীমাবদ্ধ রেখে দুর্নীতিমুক্ত থাকেন তাহলে কি তিনি আসলেই দুর্নীতিমুক্ত পরিবার বলে স্বীকৃত হবেন। কখনোই হবে না। কারণ তিনি একটি বৃহত্তর পরিবার বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী। একটি নারী, একটি পুরুষ এবং তাদের সন্তান এই হলো পরিবার। আর দেশ বা রাষ্ট্র হলো বৃহ্ত্তর পরিবার। এদেরকেও দুর্নীতিমুক্ত রাখতে হবে। এই বৃহত্তর পরিবারের অধিকাংশ মন্ত্রী নামীয় পারিবারিক সদস্য আজ দুর্নীতিগ্রস্থ। এর প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিমুক্ত থাকতে পারেন? পারেন না। কারণ তারাও আজ এ পরিবারের সদস্য।



প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল নম্বর হচ্ছে- ০১৭১১৫২০০০০ এবং ০১৮১৯২৬০৩৭১। ইমেইল আইডি হচ্ছে- [email protected]



উপরোক্ত মোবাইল নম্বর ও ইমেইল আইডিতে ফোন ও মেইল করে কেহ যদি বিপদগ্রস্থ হতে চান তাহলে ফোন ও মেইল করতে পারেন। আর স্বেচ্ছায় কেহ বিপদ্গ্রস্থ হবেন না আশা করি।


*লেখক- ব্লগার সমুদ্র চৌধুরী



****আমি কিছু জানিনা, আমারে গুম করলে কিন্তু খবর আছে X(X(X(:((

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৮

তাজ উদ্দীন সুমন বলেছেন: এই রকম ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার তারেক জিয়াত্ত দিয়ে বলে ছিল হাত্তয়া ভবনের নামে কেউ চাদা চাইলে জানানোর জন্য।।।। উনি দুনীতি করেন কিনা এটা দেখার প্রয়োজন আছে কি? সুরন্জীত বাবুর পিএস এত টাকা পেল সেটা কি মন্ত্রির কোন ইশারা ছাড়া? আর মন্ত্রিরা যা পায় তাকি দলের প্রধান পায় না? যে ঘুষ খাই সে কি একা খেয়ে হজম করতে পারে????? টাকা খরচ প্রতিটি জাগায় হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, এর মানি কি আমরা আম পাবলিক বুঝি না?

০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৯

শিকদার বলেছেন: আমরা আসলেই কিছু বুঝিনা, ৫ বছর পর পর এদের নির্বাচিত করি। এছাড়া আমাদের কোন কাজ নাই।

২| ০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

ফাহাদরক্স বলেছেন: আওয়ামীলীগের হাজার মানুষের ওনি যে আপা তার পরিবার কি এতই ছোট?
ওনার আব্বা তো নাকি জাতির পিতা, তাহলে জাতির সব মানুষের পিতার সন্তান কি পুরো জাতির সামগ্রিক দুর্নীতির দায় এড়াতে পারে? নাকি ইহা এক রাজনৈতিক কোশল ছাড়া আর কিছুই নয়, শুধু জাতির বাবা হব অতঃপর জোর করে হলেও তাহা মেনে নিতে বাধ্য করা হবে। কিন্তু নেতিবাচক কর্মকাণ্ডের দায় নেবেননা। আসলে বলতে হয়- বাবা হইলেই শুধু অভিভাবক হওয়া যায় না।

০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

শিকদার বলেছেন: জাতির আব্বা

৩| ০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

সাহাদাত উদরাজী বলেছেন: শেখ হাসিনার পরিবার যখন ৭জনের মধ্যে সীমাবদ্ধ রেখে দুর্নীতিমুক্ত থাকেন তাহলে কি তিনি আসলেই দুর্নীতিমুক্ত পরিবার বলে স্বীকৃত হবেন। কখনোই হবে না। কারণ তিনি একটি বৃহত্তর পরিবার বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী। একটি নারী, একটি পুরুষ এবং তাদের সন্তান এই হলো পরিবার। আর দেশ বা রাষ্ট্র হলো বৃহ্ত্তর পরিবার। এদেরকেও দুর্নীতিমুক্ত রাখতে হবে। এই বৃহত্তর পরিবারের অধিকাংশ মন্ত্রী নামীয় পারিবারিক সদস্য আজ দুর্নীতিগ্রস্থ। এর প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিমুক্ত থাকতে পারেন? পারেন না। কারণ তারাও আজ এ পরিবারের সদস্য।

- কথাটা হয়ত তিনি চিন্তা করেন নাই! হা হা হা।।
বোনের জামাই/ মেয়ে জামাই/ ছেলের বউকেও বাদ দিয়েছেন! উতারা কি পরিবার নয়!

০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

শিকদার বলেছেন: ;)

৪| ০৭ ই জুলাই, ২০১২ রাত ১:৫৬

মেকগাইভার বলেছেন: প্রধানমন্ত্রির ভাই শেখ সেলিম বিডিআর এর ঘটনায় কত গুলা অফিসারদের খুন করছে প্রতিশোধ হিসাবে।

এইটা বলার জন্য আমি সারারাত ফোন করতাছি কিন্তু খালি এংগেজ পাই। কার সাথে জানি ডিজুস নাম্বারে সারারাত আড্ডা মারতাছে।

০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০১

শিকদার বলেছেন: :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.