নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

মুসলিম

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০

লিঙ্গের অগ্রভাগের চর্ম কিয়দংশ কর্তন করলেই মুসলিম হওয়া যায় না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:



আপনারটার পুরোটা কাটার দরকার হবে।

২| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হা! দ্যাট কমেন্ট ফ্রম চাঁদগাজী! B:-/ :) :D :D =p~

৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লিঙ্গের অগ্রভাগের চর্ম কিয়দংশ কর্তন খ্রিস্টানরা করে, ইহুদিরা করে, কয় দিন পরে আধুনিক হিন্দুরাও করবে এতে অবাক হওয়ার কিছু নাই। এটার উপকারী দিক আছে সেই জন্য তারা করে, এটা দিয়ে ধমীয় পরিচয় বহন করে না।

আচ্ছা আবু বক্কর (রা:) কি মুসলমান হওয়ার পর সিন্না কাটাইছেন নাকি ছোট কালে যখন কাফের ছিল তখন কাটাইছেন।

আপনার কথা অনুযায়ী যদি ছোট কালে কাটান তাহলে এটা কাফেরদের সাংস্কৃতি। আর যদি ছোট কালে না কাটিয়ে থাকেন তাহলে নিশ্চয় মুসলমান হয়ে কাটিয়েছেন। কিন্তু ইতিহাস সে কথা বলে না।

সিন্না কাটা মুসলমানরা আবিস্কার করেনি এটা নবী মুহাম্মদ (সা:) দুনিয়াতে আসার আগেই আবিস্কার হয় বিশ্বাস না হলে ইতিহাস ঘেটে দেখুন সাহাবীরা কোন বয়সে সিন্না কাটছেন।

আর আমার জানা মতে আজ অবধি শুনিনি কেউ বলছে, তোমরা দেখে যাও বা শুনে যাও আমার সিন্না কাটা, আমি মুসলমান'

এই সমস্ত দেওবন্দি চিন্তাধারা বাদ দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.