|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমার মনে হয় আল্লাহ সোবহান তায়ালাহ আপনাদের মতো এতো সংবেদনশীল নন, আর হযরত মোহাম্মদ (সা) আপনাদের মতো এতো অধর্য্যশীলও ছিলেন না।যদি আল্লাহ তায়ালা আপনাদের মতো এতো সংবেদনশীল হতেন তবে অন্যধর্মী বা নাস্তিক তিনি বাচিয়ে রাখতেন না।আর হযরত মোহাম্মদ (সা) যদি এতো অধর্য্যশীল হতেন তবে দুনিয়াতে এতো মানুষ ইসলাম গ্রহন করতেন না।আমি কয়েকদিন আগে লিখেছি যে, কোরানের সুর আমায় ততোটা কাছে টানেনা, যতোটা টানে রবীন্দ্র সংগীত।কারন আমিতো ভীনদেশী ওই ভাষাটা বুজিনা।এতে কেহ কেহ আমায় নসীয়ত করেছেন যে, এটা বলা যাবেনা।একজনতো ফোন করে অকথ্য ভাষার সাথে মৃত্যুর হুমকিও দিলেন।এর মানে আপনি না বুঝলেও চুপ থাকতে হবে।যেখানে আল্লাহ তায়ালা বলেন, বুঝে কোরান পড়ার জন্য।
 
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭  রাত ১০:২০
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭  রাত ১০:২০
মিঃ আতিক বলেছেন: আপনার নাম রাবব ঠাকুর হলে মনে হয় কেউ কিছু বলতো না।