|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
২০১৩ সালের আজকের এইদিনে কিছু উশৃঙ্খল ,ইতর মোল্লা হেফাজত নামধারী সারমেয়রা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে দেশী বিদেশী চক্রান্তে উৎখাত করার মিশন নিয়ে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা মতিঝিলে সরকারি বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়।দিনভর যুদ্ধে তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রর্দশণ করে। রাতের আধারে তারা রাস্তার দুপাশের সরকারী বেসরকারী অফিস , ব্যাংক, র্স্বনের দোকান ও পবিত্র কোরান শরীফের দোকানে একযোগে অগ্নিসংযোগ করে ও স্বর্নের দোকান , ব্যাংকে লুটতরাজ করে। সে সময় সরকারী বাহিনীর ১৫ মিনিট সাউন্ড গ্রেনেড চার্জে কানে ধরে লেজ কাটা কুকুরের ন্যায় ঢাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। 
 ৫ টি
    	৫ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৬ ই মে, ২০১৭  ভোর ৪:৪৯
০৬ ই মে, ২০১৭  ভোর ৪:৪৯
জগতারন বলেছেন: 
আজ ৫ই মে জাতীয় কানে ধরা দিবস 
৩|  ০৬ ই মে, ২০১৭  সকাল ১১:২৩
০৬ ই মে, ২০১৭  সকাল ১১:২৩
আশা প্রত্যাশা বলেছেন: তারা রাত দিনভর কি এমন যুদ্ধে লিপ্ত হয়েছিল যার কারণে ২টি টিভি চ্যানেল বন্ধ করা হয়েছে। উত্তর দিবেন কি?
৪|  ০৬ ই মে, ২০১৭  দুপুর ১২:১৬
০৬ ই মে, ২০১৭  দুপুর ১২:১৬
টারজান০০০০৭ বলেছেন: তাহাদের একদিন ধরাইয়াছিলেন , আর তাহাদের রব  আপনাদের সারাবছর জুড়িয়া মহাসমারোহে তাহাদের পদাঙ্ক অনুসরণ করাইয়াছিলেন যাহা আমরা ফেসবুক , ছাম্বাদিকদের সৌজন্যে উপভোগ করিয়াছিলাম !  
  
৫|  ০৬ ই মে, ২০১৭  দুপুর ১২:২৬
০৬ ই মে, ২০১৭  দুপুর ১২:২৬
সাহসী সন্তান বলেছেন: এক নাম্বার মন্তব্যে ঝাঝা! হাসতে হাসতে পাগল হইবার জোগাড়..... 
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০১৭  বিকাল ৪:১২
০৫ ই মে, ২০১৭  বিকাল ৪:১২
সাদা মনের মানুষ বলেছেন: এই জন্য কান ধরা দিবস? আমি ভাবছিলাম সাংসদ নাসিম ওসমান যে শিক্ষককে কান ধরে উঠবস করিয়েছিল তার বুঝি বর্ষ পূর্তি হলো।