নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমি একবার এক অনুষ্ঠানে দেখেছিলাম আন্না হাজারেকে এক ছোট বালক প্রশ্ন করছে,
বালকঃ আচ্ছা আমি যদি আন্না হতে চাই আমার কি কি করতে হবে ?
আন্না হাজারেঃ প্রথমত তোমার সমালোচনা সহ্য করার প্রচন্ড ক্ষমতা থাকতে হবে।
আমার মনে হয় যারা দায়িত্বশীল পদে আছেন ,তাদের সমালোচনা সহ্য করার প্রচন্ড ক্ষমতা থাকতে হবে ও যুক্তি সহকারে সে সমালোচনার জবাব দিতে হবে। হোক সে সমালোচনা সত্য বা মিথ্যা। আজ হেফাজতের সাথে মিটিং করায় যারা শেখ হাসিনার কঠোর সমালোচনা করছেন, তিনি সে সমালোচনার তাৎক্ষনিক জবাব না দিয়ে তার সৃজনশীল কাজের মাধ্যমে জবাব দিবেন সে বিশ্বাস আমাদের আছে।
আবার যারা সমালোচনা করছেন, আমি মনে করি সেটা বাংলাদেশের সংবিধানই সে সমালোচনার অধিকার দিয়েছে। আবার দায়িত্বশীল নাগরিক হিসাবে ভালো কাজের প্রসংশাও করতে হবে, এতে মানুষ ভালো কাজের উৎসাহ পায় ও মন্দ কাজ থেকে বিরত থাকে।"
©somewhere in net ltd.