|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জাতির জনকের ছবিতে কুলাঙ্গারা যেভাবে অপমান করেছে, একজন মুজিব সৈনিক হিসাবে খুবই কষ্ট পেয়েছি।আজ কেউ কেউ মনোকষ্টে জিয়ার ছবিতে জুতাপেটা করেছে এতে আমি খুশি হতে পারিনি কারন বিএনপির রাজনীতির শুরুটাই শুধু বাংলাদেশের নয় পৃথিবীর একটা জঘন্য হত্যাকান্ডের মধ্যে দিয়ে। পঁচাত্তর হতে তাদের রাজনীতির প্রতিটি ধাপেই তাদের চরম অসভ্যতা ও খুনের স্বাক্ষর তারা রেখেছে।যার ফলশ্রুতিতে কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে বিএনপিকে একটি জঙ্গি সংগঠন হিসাবে আখ্যা দিয়েছে। জঙ্গিদের কার্যকলাপ আমাদের কার্যকলাপ এক হতে পারেনা। অবশেষে কবির ভাষায় বলি- কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাঁয়,,,,,?
 ৫ টি
    	৫ টি    	 +০/-০
    	+০/-০  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৩
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৩
রাবব১৯৭১ বলেছেন: এ দলের লোক গুলো সব সময়ই জঙ্গি আচরনে অবস্থ্য
২|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৭
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: খুব বড় অপরাধ করেছে।
এদের  শাস্তি হওয়া উচিত।
৩|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৪
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৪
কানিজ রিনা বলেছেন: দুই দলেই কিছু গুখাওয়া গরু আছে।
তারা একই মূদ্রার এপিঠ ওপিঠ।
৪|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৬
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৬
রানার ব্লগ বলেছেন: রাজনীতি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সাফাই করন জরুরি।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:৫২
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:৫২
তপোবণ বলেছেন: এগুলো আ.লীগের কামাই করা অপমান।