নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বদিকে বাচাতে কি একরাম হত্যাকান্ড ? নাকী একরামও জড়িত ছিলো ইয়াবা ব্যাবসায়? কিছুদিন আগে টেলিভিশনে তালাশ নামক অনুষ্ঠানে একরামের উপর নাকী একটা প্রতিবেদন ছিলো, সেটা কোথায়? একরাম হত্যাকান্ডের সময়ের ফোনালাপে বুঝা যায় যে এটা ক্রসফায়ার ছিলোনা, ছিলো পরিকল্পিত হত্যাকান্ড।আমরা আম জনতা আছি চরম ধুম্রজালে। যদি বিশেষ কাউকে বাচাতে নিরপরাধ কাউকে হত্যা করা হয়ে থাকে, তবে এটা খুবই দুঃখজনক। এটা কোন ভাবেই সমর্থনযোগ্য নয়। নিরপরাধ একরামকে যদি হত্যা করে থাকে, তবে এর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যদি একরাম কোন দোষে দোষী হয়ে থাকে তাও জনতার মাঝে দালিলিক প্রমান দেখাতে হবে।আর যদি প্রমাণ দেখাতে ব্যর্থ হয় তবে সরকারের মাদক বিরোধী অভিযান নানা প্রশ্নের সম্মুখ্খীন হবে। তবে কোন রাঘব বোয়ালকে বাচাতে,কোন চুনোপুটিকে যেনো টোপ হিসাবে ব্যবহার করা না হয়। সরকারের মাদক বিরোধী অভিযানকে প্রথম থেকেই মানুষ ইতিবাচক চোখে দেখে আসছে, কোন ভূল সিদ্ধান্তের কারনে এ অভিযান মাঝ পথে যেনো মুখ থুবরে না পরে।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: পড়লাম।