|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
খালেদা জিয়ার চরম মিথ্যাচার।
দেলাওয়ার হোসেন সাঈদীর জন্ম পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে, ১লা ফেব্রুয়ারি, ১৯৪০ সালে।১৯৭১ সালে যার বয়স হয়েছিলো ৩১ বছর। তার চার পুত্র যথা
১, রাফিক বিন সাঈদী,
২. শামীম সাঈদী, 
৩. মাসঊদ সাঈদী,
৪. নাসিম সাঈদী।
২ নাম্বর পুত্র শামীম সাঈদী বি এনপির হয়ে ভোট করছে। তার জন্ম সাল অনুযায়ী ১লা জানুয়ারী ১৯৭১ সে মোতাবেক বর্তমান তান বয়স ৪৭ বছর। তারও বড় এক ছেলে আছে যার নাম রাফিক বিন সাঈদী তার বয়স ৫০ বছর। অথচ যুদ্ধপরাধীদের গ্রেফতার হওয়ায় বেগম খালেদা জিয়া চিৎকার করে বলেছিলেন যে, তার সহযোগী দেলোয়ার হোসেন সাঈদী নাকী ১৯৭১ সালে ৮/১০ বছরের নাবালোক ছিলো ! যদি ৮/১০ বছরের নাবালোক থেকে থাকে তবে যুদ্ধের সময় ৪/৫ বছরের পুত্র যা বর্তমানে ৫০ বছরের পুত্র আসলো কোথা হতে? নাকী অন্য কেহ জন্ম দিয়েছে?  
  
 ৫ টি
    	৫ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৩
১৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: 
সুন্দর পোস্ট। সুন্দরতর।
৩|  ১৮ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
১৮ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মিথ্যা বলা খারাপ।
৪|  ১৮ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৪
১৮ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৪
সিকদার বাড়ীর পোলা বলেছেন: না না শেকাছিনা চিল্লাইয়া ঐ কথা কৈছিলো।
এবার রেফারেন্স দিয়া নিজের সত্যতা প্রমান করেন মিয়া..........
৫|  ১৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৮:৩৫
১৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৮:৩৫
রাজীব নুর বলেছেন: খালেদা জিয়ার বুদ্ধি কম।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:১৭
১৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়ার মগজটা গড় বাংগালীর চেয়ে ছোট থাকায়, উনি সবদিক থেকেই জাতির ক্ষতি করেছেন; এখন ভাবনাচিন্তা করার সময় পাচ্ছেন।