নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় খুঁটিনাটি

২৯ শে মে, ২০২০ দুপুর ১:৫৩

ইদানিং করোনা নিয়ে যে চাপাবাজ মোল্লা আর মোল্লাদের দালালরা যতো মিথ্যা বক্তব্য দিয়ে ১০০% ফেল মেরেছে তাদের জন্য সমবেদনা জানাই। কিছু দিন যাবৎ আমার কিছু বন্ধু, কিছু ইসলামী চিন্তাবীদ ও ইসলামী জ্ঞানী আমার বন্ধুসম আছেন তারা বলেন যে কোরান হচ্ছে বিজ্ঞানের জনক।মানে কোরান রির্চাস করে বিজ্ঞানের সব আবিস্কার। আলহামদুলিল্লাহ আমি একজন আনপ্রেকটিস মুসলীম হিসাবে গর্ববোধ করি। আমি মাঝে মাঝে তাদের কাছে নতমস্কতকে ভয়ে ভয়ে প্রশ্ন করি অনেকেই আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমার উপর ক্ষেপে যায়। আবার অনেকে আমার সবচেয়ে দুর্বল যায়গা হচ্ছে আমার পড়াশোনা আমার ডিগ্রী নিয়ে প্রশ্ন তোলে। কেউ কেউ আমার বিরেুদ্ধে মামলা প্রযন্ত করেছে। কেউ আবার আমাকে হত্যা করার হুমকি দেয়। আবার কেউ কেউ আমার ১৪ গোষ্ঠি উদ্ধার করে গালিগালাস করে। প্রথম প্রথম খারাপ লাগতো, এখন আর আগের মতো খারাপ লাগেনা। কিছুটা হলেও গা সহা হয়ে গেছে। যে আমি কোরান কিতাব মাতৃভাষায় যেটা লিখা সেটা পড়তে চেষ্টা করি । সময় পেলে গীতা, বাইবেল পড়তে চেষ্টা করি কিন্তু আপনাদের মতো ভাল মানুষ ও ইতর পাতর মোল্লা মুন্সী, আলেম যালেম সবার কাছেই প্রশ্ন করে কিছু শিখতে চেষ্টা করি। এতে অনেকে প্রশ্ন শুনে উত্তর না দিয়ে উল্টা বলে আমি নরকে যাবো নিশ্চিত। বিচার করবো আল্লা ভগবান সৃষ্টিকর্তা আর দোজক বেহেস্তে দেয় তারা! কিছুদিন যাবৎ কোরান বিজ্ঞান নিয়ে কথা হচ্ছে। অন্য ধর্মীয় বন্ধুরাও ইনিয়ে বিনিয়ে তাদের ধর্মে বিজ্ঞানের সমাধান নিয়েও কথা হচ্ছে অনেক। তো যে জন্য এতো কথা এবার আসল কথায় আসি। যেসব ধর্মভীরু আমার হিন্দু, মুসলীম, খৃষ্টান বৌদ্ধ বন্ধুরা আছেন তারা যদি দয়া করে একটু বলে দিতেন কোন ধর্মেগ্রন্থের কোন পাতায় বিজ্ঞানের কোন সমস্যার সমাধান দেয়া আছে। আমি পড়তে চেষ্টা করতাম আর আপনাদের মতো বুর্জগানদের সাথে আর তর্ক লিপ্ত হতাম না। আর যদি না দেখাতে পারেন অযথা আপনার ধর্মের ক্ষতি আপনে কেন করছেন। এখন কোরান, বাইবেল, ভেদ গীতা আর মোল্লা, পাদ্রী আর ঠাকুরের হাতে সিমাবদ্ধ নেই। এটা বুজতে হবে। ধর্মগুলোকে আর সস্তা করবেন না। ধর্মগুলোতে এখনও অনেক কিছু শিক্ষণীয় আছে যা মানবের কল্যানে এখনও কাজে লাগে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.