নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার শোনা মুক্তিযুদ্ধের গল্পের মধ্যে সবচেয়ে মর্মান্তিক ও কষ্টদায়ক গল্পটির সারমর্ম টি এমন, দেশ মাতৃকার টানে যুদ্ধে যাওয়ার অপরাধে এক বীর মুক্তিযোদ্ধাকে তার বাবা মায়ের সামনে ধরে আনা হয়। বাবা,মা, ছোট ভাই ও ছোট বোন আর তাকে বেধে রেখে প্রথমে সবার সামনে বোনকে গণধর্ষন করে। তারপর অনুরুপ ভাবে মাকে। তারপরে ছোট ভাইকে বেয়নট চার্স করে খুচিয়ে খুচিয়ে সবার সামনে হত্যা করে। তারপর বাবাকে, মাকে ও বোনকে,সর্বশেষ বীর যুদ্ধাকে নির্মমভাবে খুন করে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম পাকিস্তানি জাতী ও এদেশি কিছু কুলাঙ্গারদের দ্বারা যে জঘন্য নির্মম ও অমানবিক হত্যাকান্ড এখানে সংগঠিত হয়েছে তা পৃথিবীতে বিরল।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯
নতুন বলেছেন: জুলাই মাসে পুলিশ, আয়ামীলীগের ক্যাডার, ছাত্রলীগের ক্যাডারেরা যে হত্যা গুলি করেছিলো সেটা দেখে আপনার কি মনে হয়েছিলো?
মানুষ হ্ত্যার জন্য কস্ট লেগেছিলো?
নাকি শেখ হাসিনা কেন আরো কিছু মানুষ হত্যা করেনাই, আরো ৫-১০ হাজার লাশ ফেলে দিলে ক্ষমতায় থাকতো সমস্যা হতো না। সেনা বাহিনি যদি পথে ট্যাংক নামিয়ে দিতো তবে শেখ হাসিনাকে পালাতে হতো না।
সেই আপসোস হয়েছিলো?