নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

নিরাপত্তাহীনতায় পুরো বাংলাদেশ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৫

নিরাপত্তাহীনতায় পুরো বাংলাদেশ।
=====================
নিরাপত্তাহীনতায় পুরো বাংলাদেশ।
ইউনুস (আঃ) ভোটের দিকে না গিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া।আমাদের পাছার চামড়া সাত স্তর পর্যন্ত তুলে ফেললে তবেই যদি আমাদের উচিত শিক্ষা হয়। আমরা,যারা স্বাধীনতায় বিশ্বাস করি, ৭১ কে হুদয়ে ধারণ করি। তাদের অপরাধের প্রায়শ্চিত্ত হলো সকালে, দুপুরে, বিকালে তিন বেলা মসজিদ, মন্দির, গির্জায় গিয়ে 'ইউনুস, ইউনুস' করে জিকির-আজকার করা। জেলে থাকা ইতর-পাতর, ছেঁচড়-বান্দর, খুনি, ধর্ষক, সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি সবাই এখন নির্দোষ, সবাই মুক্ত, সবাই স্বাধীন। যে যার মতো জেল থেকে মুক্ত হয়ে তাদের নিজ নিজ কর্মে ফিরে গেছে সুবোধ বালকের মতো। আর যারা তাদের বিচার করেছে, তারা এখন আসামি ও জেলে। আমরা শুধু শুধু দেশের আইন-শৃঙ্খলা নিয়ে চিন্তিত।
কে বলেছে, দেশ এক কঠিন ও নির্মম জল্লাদখানায় পরিণত হয়েছে? কে বলেছে, পুরো বাংলাদেশটাই আস্ত একটা জেলখানায় পরিণত হয়েছে? এক অরাজক পরিস্থিতির মধ্যে দেশ বিরাজমান। নির্বাচনের ফল কী হবে, তা সহজেই অনুমেয়।
সুতরাং আরও সময় দরকার জামাতি পদলেহী ইউনূসের। মানুষ তো কষ্টে নেই, কিসের এমন কষ্ট? আগে তো আমরা ৬০ টাকা কেজি দামের চাল খেতাম, তাও না খেয়ে বিনিদ্র রজনী কাটাতে হতো। এখন ৯০ টাকা কেজি ভাতের চাল—তারপরও আমরা খুশি।
আমরা খুশিতে খুশিতে খোশমেহেরের মা! আমরা রাত-দিন হেসে হেসে কুটি কুটি! ইয়া পরওয়ার দিগারে আলম, এতো খুশি, এতো আনন্দ সহ্য করার তৌফিক দান করো! এ দেশের আবাল, বৃদ্ধ, বনিতা সবাই দুধে-ভাতে গড়াগড়ি খাচ্ছে।
আমরা গরিব দেশের গরিব আমজনতা—আমাদের কিসের দুঃখ-কষ্ট? গরিবের এতো দুঃখ-কষ্ট, ইজ্জত থাকতে নেই! গরিবের চামড়া মোটা না হলে দুঃখ আর দুঃখ! আগে যে বুড়িগঙ্গায় দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা প্রবাহিত হতো, সেই বুড়িগঙ্গা নদীতে এখন দুধের নহর বইছে!
আরও কিছুটা সময় দরকার ইউনুস গং-এর। ছোট ছোট সমন্বয়ক, মেধাবী দেবশিশুরা প্রতিদিন একটু-আধটু রাজাহানি, ছেঁচড়ামি, খুন-ধর্ষণ করছে। করুক না, আর কয়েকটা বছর তো মাত্র!
কি এমন ক্ষতি হবে যদি ১০-২০ হাজার মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগার, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাহিত্যিক, চিত্রশিল্পী, কবি, বুদ্ধিজীবী খুন হয়? কি এমন ক্ষতি হবে যদি কয়েক লক্ষ মানুষ খাদ্যাভাবে মারা যায়? ফেব্রুয়ারি গিয়ে মার্চ এসে গেল, কিন্তু স্কুলের ছাত্ররা এখনও বই হাতে পেল না।
কি এমন ক্ষতি হবে দু'-চার বছর বাচ্চারা বই না পেলে বা স্কুল না খুললে? রনবী বাংলা একাডেমির মঞ্চে উঠতে না পারলে, মেধাবী ছাত্ররা শিক্ষকদের কান ধরে স্কুল থেকে জোর করে রিজাইন করিয়ে দিলে, কি এমন ক্ষতি হবে এ জাতির বা দেশের?
বা ২-৩ হাজার হিন্দু বাড়িতে আগুন দিলে বা হিন্দু বাড়ি দখল করলে, কি এমন ক্ষতি হবে এ দেশের?
আদিবাসী আছে আরও মহাসুখে! আদিবাসীদের জমি দখল নিত্যদিনের ঘটনা। এখন তো আর মাইকেল বা কল্পনা চাকমারা নিখোঁজ হয় না। এটাই তো আদিবাসীদের সাত জনমের পুণ্যের ফসল!
৩২% আওয়ামী লীগের সমর্থক এখন নাকি ০%-এ নেমেছে! নেমেছে, নাকি পালিয়ে আছে? কয়েক লক্ষ মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে কয়েক কোটি বঙ্গবন্ধুর সৈনিক। যাকে পাচ্ছে, তাকে মামলা-হামলা আর আগুন দিয়ে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে জামাতি পুলিশ ও সেনাবাহিনী। পালিয়ে দেশ ছেড়ে চলে গেছে অনেক নেতা ও সাধারণ মানুষ।
কি এমন ক্ষতি হবে বৈষম্যবিরোধী দেবশিশুরা একটু-আধটু নর্তন-কুর্দন করলে? দেবশিশু বৈষম্যবিরোধীদের দৃষ্টিনন্দন অঙ্গভঙ্গি দেখলে আর মুখের ভাষার শ্রুতিমধুর অপূর্ব কারুকাজ শুনলে মনে হবে, কী আশ্চর্য বাণী শুনছি!
এই মধুর বাণী শুনতে শুনতে এ জাতি কয়েকটা বছর পার করুক না, কী এমন ক্ষতি!
দেশে এখন কেউ আর লেখার সাহস পাচ্ছে না বা লিখছেও না মেরুদণ্ডহীন কলমজীবীগুলো। তারা বসে বসে শীতের সকালের আলস্যের আগুনের সুখ নিচ্ছে। প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে। গত রাতে বাসে ডাকাতি হয়েছে, সমস্ত প্যাসেঞ্জারের সামনে-পেছনের সিটে ধর্ষণ হয়েছে। ডাকাতের দল বাসের নিয়ন্ত্রণ নিয়ে তিন ঘণ্টা নিজেদের ধর্ষণ-ডাকাতি সম্পন্ন করলেও আমাদের পুলিশ বলছে বাসে ধর্ষণ হয়নি! আর হলেও, কী করার আছে আমাদের?
আমাদের সুখ-দুঃখ, ভালো-মন্দের দায়িত্ব তো আমরা আমাদের ইমাম ইউনুস (আঃ)-এর হাতে দিয়ে দিয়েছি। আমরা ভাবলেশহীন,অনুভূতিহীন, অথর্ব জনতা। আমরা ভালো-মন্দ, নিজের সুখ-দুঃখ অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে ভারশূন্য থাকতে পছন্দ করি।
আজ শুধু আমি, আমরা বা আপনি-ই নয় নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো বাংলাদেশ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চোর, বাটবার, খুনী, সন্ত্রসী, গুমকারী, হত্যাকারী, ব্যাংক ডাকাত ও বিদেশে টাকা পাচার কারী আম্লিগরা নিরাপত্তাহীনতার কথা ভাবছে আমরা আমজনতা ঠিক আছি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০০

রাবব১৯৭১ বলেছেন: কারা আম না জাম জনতা আজ ট্রাম্প হাটে হাড়ি ভেংগে দিয়েছেন।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৭

সৈয়দ কুতুব বলেছেন: মুহাম্মদ ইউনূস খেই হারিয়ে ফেলছেন ক্রমশ!

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৯

কামাল১৮ বলেছেন: লিখছেন ঠিক আছে কিন্তু সাবধানে থাকবেন।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৮

নিমো বলেছেন: @মশিউর, তুই আম জনতা দাবিকারি হলে, ব্লগের জা-শি'র কুকুরগুলো কারা রে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.