![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাটা কোম্পানী ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার পক্ষে ছিল, সে জন্য স্বাধীনতা বিরোধীদের গাত্রদাহ ও মিথ্যা অভিযেগে হামলা ও লুটপাট করে করেছে।
কোম্পানির তৎকালীন নির্বাহী পরিচালক উইলিয়াম এ এস ওউডারল্যান্ড (William A. S. Ouderland) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি একজন ডাচ-অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেদারল্যান্ডসে প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ১৯৭০ সালে তিনি বাটা কোম্পানির প্রোডাকশন ম্যানেজার হিসেবে ঢাকায় আসেন এবং পরবর্তীতে নির্বাহী পরিচালক পদে উন্নীত হন।
মুক্তিযুদ্ধ শুরু হলে, ওউডারল্যান্ড পাকিস্তানি বাহিনীর নৃশংসতার ছবি তুলে সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠিয়ে বিশ্বজনমত গঠনে সহায়তা করেন। এছাড়াও, তিনি মুক্তিযোদ্ধাদের গোপনে তথ্য, খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণেও সহায়তা করেন। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, স্বাধীন বাংলাদেশের সরকার তাকে 'বীর প্রতীক' খেতাবে ভূষিত করে, যা তাকে প্রদত্ত বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ বীরত্বসূচক পদক
২| ০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৩
এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার তথ্য
৩| ০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৫৪
পবন সরকার বলেছেন: জমৎকার তথ্য এই বিষয়টি জানা ছিল না
৪| ০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৬
আমি নই বলেছেন: কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘী।
যারা ১৯৭১ কে সামনে রেখে ব্যাক্তিগত স্বার্থ উদ্ধার করতে চায় তারাই একমাত্র স্বাধীনতা এবং বাংলাদেশ বিরোধী শক্তি।
৫| ০৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: এত্ত বড় একটা সাদা ব্যাকগ্রাউন্ডে লোগোটা না দিয়ে কেটে ছোট করে দেয়া যেত না? আপনার লিখার চেয়েতো ছবি বড় হয়ে গেছে!
৬| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:১৭
রোবোট বলেছেন: হায় হায় মুজিববাদী জুতা কোম্পানী, ফ্যাসিবাদী সু স্টোর।
৭| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: যারা থানায়া আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে তারাই জুতা চুরী করেছে।
৮| ১৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৫
Aivon বলেছেন: Ghibli AI offers you a completely free way to transform your photos into captivating Ghibli - style art. Our Ghibli Filter powered by Studio Ghibli AI technology. Try it now!
Ghibli AI: https://facetomany.net/ghibli-ai
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৩৪
নতুন বলেছেন: বাংলাদেশের ইমেজ খারাপ করতে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে।
যারা জিহাদে গিয়ে জীবন দিতে চাইছে তারা জুতা লুট করবে কেন?
মানুষের হিতাহিত জ্ঞান কমে যাচ্ছে. উপস্থিত জনগনের উচিত ছিলো যারা আক্রমন শুরু করেছে তাদের বাধা দেওয়া এবং পুলিশের হাতে তুলে দেওয়া।