নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ইউনূস সরকারের ৮ মাস: জনগণের দুঃখ-দুর্দশার প্রতিচ্ছবি

১৯ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪২

ইউনূস সরকারের ৮ মাস: জনগণের দুঃখ-দুর্দশার প্রতিচ্ছবি
গত ৮ মাসে ইউনূস সরকারের শাসনকাল যেন এক বিভীষিকাময় অধ্যায় হয়ে দাঁড়িয়েছে সাধারণ জনগণের জীবনে। যে স্বপ্ন আর আশার বাণী নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। বরং জনগণের জীবনযাত্রা নেমে এসেছে নাজুক অবস্থায়। প্রতিটি খাতে এক চরম অব্যবস্থাপনা, দুর্নীতি এবং ব্যর্থতার ছাপ স্পষ্ট।
অর্থনৈতিক মন্দা ও জনগণের দুর্দশা
সরকারের ব্যর্থ নীতিমালার কারণে সাধারণ মানুষের আয়ে দেখা দিয়েছে মারাত্মক সংকোচন। পরিসংখ্যান বলছে, গত আট মাসে গড় আয় কমেছে প্রায় ৫০%। দিন এনে দিন খাওয়া মানুষগুলো আজ অভুক্ত রাত কাটাতে বাধ্য হচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনকে করে তুলেছে দুর্বিষহ। চাল, ডাল, তেল, পেঁয়াজ যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কথা বলা হোক না কেন, সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অথচ সরকার নিরব কোনো কার্যকর ব্যবস্থা নেই এই দুঃসহ পরিস্থিতি মোকাবেলায়।
আইন-শৃঙ্খলার চরম অবনতি
এ সরকারের আমলে আইন-শৃঙ্খলার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যা অত্যন্ত উদ্বেগজনক। খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ভয়াবহভাবে বেড়েছে। দিনের পর দিন অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের তৎপরতা নেই বললেই চলে। মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে নিজের ঘরেও। নারী ও শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই বিশৃঙ্খল পরিবেশে।
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা
সরকারি দপ্তরে ঘুষ-দুর্নীতি যেন অন্ধকারের কালো ছায়া হয়ে নেমে এসেছে। প্রশাসনের উচ্চপর্যায় থেকে নিম্নপর্যায় পর্যন্ত দুর্নীতির জাল বিস্তৃত। ন্যায়বিচার পাওয়ার আশায় মানুষ এখন আদালতের বদলে সংবাদমাধ্যমে গিয়ে বিচার প্রার্থনা করছে। এ চিত্র একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না।
একটি জবাবদিহিমূলক সরকার চাই
আজ সময় এসেছে প্রশ্ন তোলার, প্রতিবাদ জানানোর। একটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি তার জনগণ। এই সরকার যদি জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়, তবে তা জনগণের অধিকার ক্ষুণ্ন করার শামিল। ইউনূস সরকারের কাছে আমরা জানতে চাই এই অরাজকতা, অভাব, অনটন, ও নৈরাজ্যের দায় কে নেবে?
আমরা চাই একটি জবাবদিহিমূলক, মানবিক ও দূরদর্শী সরকার যে সরকার জনগণের পাশে থাকবে, শোষণের নয়, উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম হবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৪

এ পথের পথিক বলেছেন: আম্লিকের সময় দেশের মানুষের আয় ছিল ইউরোপ আমেরিকার চেয়ে বেশী, টাকার মান ছিল কুয়েতের চেয়েও বেশী হ্যাঁ এটা সত্যি তবে সবার জন্য না মানুষ রুপী কিছু আম্লিগারের ।
দেশে কিছু মানুষের আয় কমেছে হ্যাঁ এটাও ঠিক বলেছে । আগে মানুষরুপী আম্লিগাররা চুরী, ডাকাতি, চান্দা বাজি, ব্যাংক লুটপাট করত যা তাদের আয়ের উৎস ছিল এখন তাদের আয় কমেছে একদম নেই বললেই চলে । হ্যাঁ কিছু মানুষের সুখ শান্তিও হারিয়েছে যারা মানুষরুপী কিছু আম্লিগার, কুত্তালীগ, চামচা লীগ ছিল যাদের লীগের নেত্রী ছাড়া রাত কাটত না, ধর্ষন ছিল যাদের প্রতিদিনের রুটিন এখন তারা সে সুখ হারিয়েছে ।
তবে আম্লিগারের একটা সুবিধা হয়েছে দিল্লীর দাসী খুনি হাসু এখন পুরাপুরি বাস্তবে দিল্লীর দাস হয়েছে, এতে বেগ পেতে হয়নি ।

হ্যাঁ প্রফেসর ইউনুস সাহেব মানুষ দের প্রতি অন্যায় করেছেন, এর জন্য চরম মুল্য দিতে হবে । প্রমাণিত ।

২| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

কু-ক-রা বলেছেন: উহা (রাবব১৯৭১) একজন ফ্যাসিস্ট

৩| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

রাবব১৯৭১ বলেছেন: ১৯৭১ এর ফেলা দেয়া পাকী বিজে তোদের জন্ম। তোদের মা বোনদের পাকীরা ধর্ষণ করেছে সেই পাকীদের তোরা আব্বা ডাকস।

৪| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১০

এ পথের পথিক বলেছেন: পোস্টকারী যদি ৩ নাম্বার কমেন্ট যদি উপরের কমেন্টকারীদের উল্লেখ করে লিখে থাকেন তাহলেঃ
রাবন১৯৭১ নিজের বংশ ও আত্ম পরিচয় জোর করে কমেন্ট কারীর উপরে চাপিয়ে দিচ্ছেন, ঠিক চোরের মায়ের বড় গলা । আমি যে কমেন্ট করেছি তাতে কোথায় পাক হানাদারদের ডাকা হয়েছে ?
উনি মিথ্যা ক্লেইম করে গালি দিয়ে নিজের পরিচয় পাবলিক প্লেসে তুলে ধরেছেন, ধন্যবাদ । পাক হানাদারদের ও ভাড়তের দাসদাসীর বিচার করা হবে ইনশাআল্লাহ্‌ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.