নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার অপসারণ কি সমাধান ছিল, নাকি আরও বিপর্যয়ের শুরু?

১৯ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫৪

শেখ হাসিনার অপসারণ কি সমাধান ছিল, নাকি আরও বিপর্যয়ের শুরু?
দেশজুড়ে যখন রাজনৈতিক অস্থিরতা ছিল, তখন অনেকেই বিশ্বাস করেছিলেন শেখ হাসিনার সরকারই সমস্ত সমস্যার মূল। বলা হয়েছিল, তিনি জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছেন। সেইসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিনের অভিজ্ঞ নেতৃত্বকে সরিয়ে ক্ষমতায় আনা হলো ইউনূস সরকারকে। কিন্তু আজ আট মাস পেরিয়ে গেছে প্রশ্ন জাগে, এই সরকার কি একটি খাতেও কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছে?
সিন্ডিকেটের দায় এখন কার?
যে সরকার শেখ হাসিনাকে সিন্ডিকেটের রাঘববোয়াল বলে দোষারোপ করেছিল, তারাই আজ নিজে সেই একই সিন্ডিকেটের সামনে নীরব দর্শক। শেখ হাসিনার সময় অন্তত কিছুদ্রব্যের দাম ভর্তুকি দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা ছিল, আর আজ বাজার যেন এক ভয়াল আগুন! চাল, ডাল, তেল, চিনি সব কিছুর দাম দিন দিন চড়ছে, কিন্তু এখন তো শেখ হাসিনা নেই! তাহলে কারা এই সিন্ডিকেট চালাচ্ছে?
উত্তর স্পষ্ট অদক্ষতা, দায়িত্বহীনতা আর ভেতরের অসাধু চক্রই এখনকার সরকারকে জিম্মি করে রেখেছে।
যাকে মিথ্যা অভিযোগে তাড়ানো হলো, তার চেয়ে কি ভালো কেউ এসেছে?
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি স্বেচ্ছাচারী, গণতন্ত্র হরণ করেছেন, দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। অথচ তার সময়েই বিদ্যুৎ, অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষায় একধরনের স্থিতিশীলতা ছিল। এখন সেই সব খাতে অরাজকতা, অচলাবস্থা আর দুর্নীতি ফিরে এসেছে আরও ভয়ংকর রূপে।
সরকার পরিবর্তনের নামে মানুষ আজ হারিয়েছে আত্মবিশ্বাস, হারিয়েছে মৌলিক চাহিদা পূরণের সামর্থ্য।
উন্নয়নের বদলে প্রতারণা
আট মাসে ইউনূস সরকার একটিবারের জন্যও প্রমাণ করতে পারেনি যে তারা জনগণের কথা ভাবে। কোন খাতে উন্নতি হয়েছে? কোনো নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে? কোনো পণ্যের দাম কমেছে? বরং দেখা যাচ্ছে, যে কথায় কথায় শেখ হাসিনাকে দোষারোপ করা হতো, আজ তার সবই বাস্তবতায় ফিরে এসেছে, আরও ভয়াবহ রূপে।
জনগণের চোখে ধুলো দেয়া যাবে না
রাজনীতির মাঠে মানুষ আর প্রতিশ্রুতির চাতুর্য খুঁজে না। তারা চায় কাজ, চায় সত্যিকারের পরিবর্তন। মিথ্যা অভিযোগে একটি অভিজ্ঞ নেতৃত্বকে হটিয়ে এনে যদি আরও খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সেটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৬

এ পথের পথিক বলেছেন: আরেহ এযে দিল্লীর দাসী হাসু ।
আহা কত কষ্ট, জ্বালা অন্তরে জ্বালা । আম্লিকের দালা এখনো গণহত্যার পেছনে সাফাই গাইছে । এখনো বলে বেড়াচ্ছে তাদের কি দোষ ছিল ।
ভাই এখন আম্লিক দেখলে মানুষ বলেঃ "শালা তুই মানুষ না আম্লিক । " আগে মানুষ হন ।

এদের বিরুদ্ধে ব্লগ মডারেটরদের ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি । যারা গণতন্ত্রের নামে গনহত্যা, গুম, খুন, ধর্ষনকে ভাল কাজ মনে করে তাদের মস্তিষ্ক বিকৃত, এরা ব্লগ, সমাজ, দেশ ও জাতির জন্য ক্ষতিকর ।
এরাই একাত্তর থেকে এখন পর্যন্ত বাঙালিদের ওপরে গণহত্যা চালিয়েছে, এরাই অপরাধী ।

২| ১৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৮

কু-ক-রা বলেছেন: উহা (রাবব১৯৭১) আফসোস লীগের ফ্যাসিস্ট

৩| ১৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫০

যামিনী সুধা বলেছেন:



২০২৪ সালের ভোটের পর, শেখ হাসিনাকে সরায়ে যদি আওয়ামী লীগ নতুন করে সরকার গঠন করতো, জাতী আমেরিকান ক্যু ও শিবিরের দখলের শিকার হতো না।

৪| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

কু-ক-রা বলেছেন: উহা (যামিনী সুধা) পাঁদগাজী

৫| ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

অক্পটে বলেছেন: আহারে আফসোসলীগ, দৌড়ের উপর আছেন। অন্তর্জালায় কেমন ছটফট করছে। রাক্ষুসীর জন্য মন কাদেঁ তামাশা লীগের।

৬| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৬

নতুন বলেছেন: শেখ হাসিনা গেছে, আয়ামীলীগের সন্ত্রাসীরা দুরে আছে।

ভালো নেতা নিয়ে যদি আয়াামীলীগ আবার শুরু করে তবে আবার ভালো করবে।

কিন্তু আয়ামীলীগের পতনের খুবই দরকার ছিলো।

আয়ামীলীগ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, দেশপ্রমের চেতনা এমন ভাবে বিক্রি করেছে এগুলি মানুষের কাছে পচে গেছে। ভন্ডামীর একটা সীমা থাকা উচিত।

শেখ হাসিনা দেশের জন্য কাজ করলে অবশ্যই জাতী তাকে মাথায় করে রাখতো। সন্ত্রাসীদের মাতা হতে গিয়ে জনগনের আছাড় খেয়েছেন তিনি। এখনো তিনি বুঝতে পারেন নাই উনার কি দোষ। =p~

৭| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৫১

কামাল১৮ বলেছেন: আপনি উন্নতি চোখে দেখেন না।যারা ভাগে রিকশায় চড়তো তারা ছয় মাসের মধ্যে ১০০/১৫০ গাড়ীনিয়ে নিজ এলাকায় যায় এর চেয়ে বড় উন্নতি আর কি হতে পারে।আলাদীনের চেরাগও এতো উন্নতি করতে পারবেনা।সার্কাস আরো দেখবেন।কেবল শুরু।

৮| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:০৮

কথামৃত বলেছেন: ভোট চোরের পক্ষে দালালি করতে আসছে

৯| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শেখ হাসিনাকে আরো আগেই অপসারন করা উচিৎ ছিলে। খুনিটা অনেক মৌজ-মাস্তি করে গেছে জনগণের পয়সায়। ডঃ ইউনুস সরকার দেশের জন্য কি করছেন সেটা বোঝার মত যোগ্যতা হয়ত আপনার নেই।

১০| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২৪

এইযেদুনিয়া বলেছেন: এই গরিবের কপাল তো বদলালো না! :(

১১| ২০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৭

নীল আকাশ বলেছেন: কি রে ভোট চুর আফোসস লীগের সদস্য! দেশে ছেড়ে হাসু ভাগছে কেন?

১২| ২০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪২

ইমরান৯২ বলেছেন: আহা কত কষ্ট, জ্বালা অন্তরে জ্বালা।
ধান্দা করতে না পেরে খুবই কষ্টে আছেন বুঝতে পারছি

১৩| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা এখন নেই। তাতে দেশের কি কি উপকার হলো?
অন্যায় অত্যাচার, দূর্নীতি, চাদাবাজি কিছুই তো বন্ধ হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.